উচ্চশিক্ষায় পড়াশোনার ক্ষেত্রে শিক্ষার্থীদের পছন্দের তালিকায় জার্মানী অন্যতম। এর কারণ পড়াশোনার ক্ষেত্রে অন্য ইউরোপের অন্য দেশগুলোর তুলনায় জার্মানীতে খরচ কম। তাছাড়া আন্তর্জাতিক অঙ্গনে এর পড়াশোনার মানের সুখ্যাতি এর অন্যতম কারণ। জার্মান বিশ্ববিদ্যালয়গুলোতে কিন্তু জার্মান ভাষার পাশাপাশি ইংরেজি ভাষায়ও প্রোগ্রাম পরিচালনা করা হয়ে থাকে। তবে ইংরেজি ভাষায় প্রোগ্রাম মূলত পোস্টগ্রাজুয়েট পর্যায়ে বেশি।
পোস্টের শিরোনাম দেখেই বুঝতে পারছেন আজকে আমরা বলবো জার্মানীতে পড়ার জন্য বিদ্যমান সকল স্কলারশিপ নিয়ে। যদি জার্মানীতে পড়তে যাওয়া আপনার লক্ষ্য হয়ে থাকে তাহলে এই পোস্টটি আপনার জন্যই। আপনার একাডেমিক প্রোফাইল এবং পছন্দের উপর ভিত্তি করে এখানের স্কলারশিপগুলো থেকে একটি শর্টলিস্ট করে সে অনুযায়ী নিজে কে তৈরি করে ফেলুন জার্মানীর জন্য! ইউনিভার্সিটি অব ম্যাসাচুসেটস বা ম্যাসাচুসেটস বিশ্ববিদ্যালয় মার্কিন যুক্তরাষ্ট্রের একটি পাবলিক বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়টি ৫টি ক্যাম্পাস নিয়ে গঠিত। ক্যাম্পাসগুলো হলো- Amherst, Boston, Dartmouth, Lowell এবং Worcester। এর মধ্যে Worcester হলো মেডিকেল স্কুল এবং Amherst হলো ম্যাসাচুসেটস বিশ্ববিদ্যালয়ের ফ্ল্যাগশিপ ক্যাম্পাস। এর বাইরে Springfield হলো ম্যাসাচুসেটস বিশ্ববিদ্যালয়ের স্যাটেলাইট বা দুরবর্তী ক্যাম্পাস। Amherst ম্যাসাচুসেটস বিশ্ববিদ্যালয়ের সবথেকে পুরাতন এবং ফ্ল্যাগশিপ ক্যাম্পাস হওয়ায় এই ক্যাম্পাসের জন্য প্রতিযোগিতা তুলনামূলকভাবে অনেকবেশি অন্য ক্যাম্পাসগুলোর তুলনায়।
আজকে আমরা এই বিশ্ববিদ্যালয়ের ভর্তির নানান দিক নিয়ে বলার চেষ্টা করবো। গ্র্যজুয়েট লেভেল নিয়েও কিছুটা ধারণা দেয়ার চেষ্টা থাকবে। তবে মূলত আন্ডারগ্র্যাজুয়েট নিয়েই এই পোস্টটি। এইচএসসির পর ইউনিভার্সিটি অব ম্যাসাচুসেটস এ আবেদন করার ইচ্ছা থাকলে এই পোস্টটা আপনার জন্যই। ভারতের বিখ্যাত আইআইটির পর এবার আন্ডারগ্র্যাজুয়েট লেভেল তুরস্কের সুলেমান দেমিরেল বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য পরীক্ষা দিতে পারবেন ঢাকায় বসে! সুলেমান দেমিরেল বিশ্ববিদ্যালয় তুরস্কের একটি অন্যতম পাবলিক বিশ্ববিদ্যালয়।
হ্যাঁ ঠিকই শুনেছেন। মাস দুয়েক আগে আমরা জানিয়েছিলাম যে ভারতের আইআইটির একটি পরীক্ষা কেন্দ্র ঢাকায় থাকবে। ঠিক তেমনি তুরস্কের সুলেমান দেমিরেল বিশ্ববিদ্যালয়ের একটি পরীক্ষা কেন্দ্র ঢাকায় থাকবে। এই পরীক্ষার প্রাতিষ্ঠানিক নাম হচ্ছে YÖS বা EXAMINATION FOR INTERNATIONAL STUDENTS. YÖS হচ্ছে তুরস্কের বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য প্রবেশিকা পরীক্ষা। ইস্পারতা শহরে অবস্থিত তুরস্কের ৫ম বৃহত্তম এই বিশ্ববিদ্যালয় প্রতি বছর YÖS পরীক্ষার আয়োজন করে আসছে। সুলেমান দেমিরেল বিশ্ববিদ্যালয় এই পরিক্ষাটির জন্য তুরস্কের অভ্যন্তরে পরীক্ষা কেন্দ্র রাখার পাশাপাশি বর্তমানে ২৫ টি দেশে আন্তর্জাতিক পরীক্ষা কেন্দ্র স্থাপন করে থাকে। আন্তর্জাতিক পরীক্ষাকেন্দ্রগুলোর একটি থাকবে ঢাকায়। আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ক্ষেত্রে এই পরীক্ষার জন্য আবেদন করা যাবে ২০ মার্চ পর্যন্ত। পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৪ এপ্রিল ঢাকায় । তাই আবেদন করার আগে জেনে নিন এই পরীক্ষার খুটিনাটি আর তুরস্কে থাকা-খাওয়ার খরচ। এই লেখাটি মূলত এখন যারা এইচএসসিতে পড়ছে তাদের জন্য লেখা। আন্ডারগ্র্যাডে অক্সফোর্ডে আবেদন করতে চাইলে এইচএসসি প্রথম বর্ষ থেকেই একটু একটু করে গুছিয়ে নিতে পারেন। অক্সফোর্ডে পড়ার সুযোগ পাওয়া কঠিন তবে অসম্ভব কিছু নয়। তাই চেষ্টা করে দেখতে দোষ কি! পুরো আবেদন প্রক্রিয়াটি সহজভাবে বোঝানোর চেষ্টা করব। যে অনুযায়ী সঠিকভাবে প্রস্তুতি নিলে বাংলাদেশি শিক্ষার্থীরাও স্কলারশিপ নিয়ে অক্সফোর্ডে পড়তে পারবে। প্রাচ্যের অক্সফোর্ডকে ছাড়িয়ে সত্যিকারের অক্সফোর্ডকে ছুঁয়ে দেয়ার ইচ্ছা থাকলে লেখাটি আপনার জন্যই।
|