নিউজিল্যান্ডের ইউনিভার্সিটি অফ অটাগোতে দর্শনে ফুল ফান্ডিং নিয়ে মাস্টার্সের জন্য আবেদন আহ্বান করা হয়েছে। ইউনিভার্সিটি অফ অটাগো নিউজিল্যান্ডের প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয়। শতবর্ষী এই বিশ্ববিদ্যালয়টির ২০১৬ সালের কিউএস র্যাঙ্কিং এ অবস্থান ১৭৩ সম্প্রতি বিখ্যাত এই বিশ্ববিদ্যালয়ে আলান মুসগ্রাভে স্কলারশিপের মাধ্যমে বিনা খরচে দর্শনে মাস্টার্স করার সুযোগ সৃষ্টি হয়েছে। যা পাবেন- ফুল টিউশন ফি প্রতি মাসে স্টাইপেন্ড, বাংলাদেশি টাকায় বার্ষিক প্রায় ৮ লক্ষ টাকা। আবেদনের শর্তাবলী-
১. নিউজিল্যান্ডের নাগরিকরা আবেদন করতে পারবেন না। ২. আবেদনকারী ইউনিভার্সিটি অফ অটাগোতে দর্শনে ১ বছর বিএ অনার্স করতে চাইলে সেক্ষেত্রে স্কলারশিপ ২ বছর মেয়াদি হবে (১ বছর বিএ + ১ বছর এমএ) অন্যথায় স্কলারশিপ ১ বছরের জন্য। ৩. আবেদনকারীকে অবশ্যই দর্শনে অনার্স/সমমান ডিগ্রী থাকতে হবে। ৪. ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে। আইইএলটিসে ন্যুনতম ৬.৫ থাকতে হবে (with no individual band below 6.0) ৫. সকল একাডেমিক ট্রান্সক্রিপ্টের সত্যায়িত কপি পাঠাতে হবে। মূল ট্রান্সক্রিপ্ট বাংলায় হলে সাথে সত্যায়িত ইংরেজি অনুবাদ সংযুক্ত করতে হবে। আবেদনের শেষ তারিখ- ১ সেপ্টেম্বর ২০১৬ আবেদন ফরম আবেদন ফরম যথাযথভাবে পূরণ করে সকল প্রয়োজনীয় সনদপত্র সংযুক্ত ঠিকানায় পাঠাতে হবে। ১ সেপ্টেম্বরের পরে পৌছালে তা স্কলারশিপের জন্য বিবেচিত হবে না। প্রেরনকৃত কোনো ডকুমেন্ট ফেরত দেয়া হবে না। আবেদনের ঠিকানা- পোস্টাল এড্রেস: Doctoral and Scholarships Office University of Otago PO Box 56 Dunedin 9054 কুরিয়ার এড্রেস: Doctoral and Scholarships Office University of Otago Clocktower Building Leith Street Dunedin 9054 |
Archives
February 2021
Categories
All
|