সুইজারল্যান্ডে অবস্থিত ১২৬ বছরের পুরোনো এবং প্রথম সারির বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অন্যতম ইউনিভার্সিটি অব লুসানে মাস্টার্স করার জন্য দশজন শিক্ষার্থীকে মেধার ভিত্তিতে স্কলারশীপ প্রধান করবে। যা পাবেনঃ নির্বাচিত শিক্ষার্থী প্রতিমাসে ১৬০০ সুইস ফ্রাঙ্ক আর্থিক সহায়তা পাবেন। আবাসন ও টিউশন ফি বিশ্ববিদ্যালয় থেকে দেয়া হবে। এছাড়া অন্যান্য সকল খরচ শিক্ষার্থীকে বহন করতে হবে। বাংলাদেশী শিক্ষার্থীরাও আবেদন করতে পারবে। ১৫৩৭ সালে বিশ্ববিদ্যালয়টি স্কুল অব থিওলজি হিসেবে যাত্রা শুরু করে। পরবর্তীতে ১৮৯০ সালে এটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়। বর্তমানে প্রায় সাড়ে তের হাজার শিক্ষার্থী ও আড়াই হাজার গবেষক নিয়ে এ বিশ্ববিদ্যালয়টির কার্যক্রম চলছে। কোর্স লেভেল: মাস্টার্স বিষয়ঃ নিচের বিষয় ব্যতিত অন্য যেকোনো বিষয়ে বিশ্ববিদ্যালয়টিতে মাস্টার্স করা যাবে।
ভাষাগত যোগ্যতা: আবেদনকারী শিক্ষার্থীকে অবশ্যই আইএলটিএস অথবা টোফেল এ উল্লেখযোগ্য স্কোর অর্জন করতে হবে। আবেদন প্রক্রিয়া: শিক্ষার্থীকে প্রয়োজনীয় কাগজপত্র সহ আবেদনপত্র পূরণ করে ডাকযোগে নিচের ঠিকানায় পাঠাতে হবে। Social Affairs and Student Mobility Service (SASME) University of Lausanne Unicentre CH-1015 Lausanne আবেদন ফরম- UNIL Masters Grants - Application form (2016) রেগুলেশন- UNIL Masters Grants - Regulations (2016) আবেদন করার শেষ তারিখ ১৫ ডিসেম্বর, ২০১৬। |
Archives
February 2021
Categories
All
|