জাপানের কিয়ুশু ইউনিভার্সিটি তাদের কিয়ুশু ইউনিভার্সিটি ফ্রেন্ডশিপ স্কলারশিপ স্কিমের আওতায় দ্বিতীয় দফায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের বৃত্তির সুযোগ দিচ্ছে। যারা নিজ দেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে পড়েছেন এবং একইসাথে ভবিষ্যৎ নেতৃত্বে আন্তর্জাতিক অঙ্গনে অংশগ্রহণ করতে চান তাদের জন্য এটি একটি অসাধারণ সুযোগ। মূলত, কিয়ুশু ইউনিভার্সিটির লক্ষ্যই হচ্ছে ভবিষ্যতে এর মাধ্যমে বৈদেশিক সুসম্পর্ক বজায় রাখা, পরবর্তীতে বিভিন্ন খাতে জয়েন্ট রিসার্চ ও অর্থনৈতিক উন্নয়নে একসাথে কাজ করার অনুকূল পরিবেশ নিশ্চিত করা। আবেদনের যোগ্যতা ও শিক্ষার্থী সংখ্যা-
শিক্ষার্থী সংখ্যা- ৫ জন (বিশ্ববিদ্যালয়ের বরাদ্দকৃত বাজেটের উপর নির্ভর করে) গ্র্যান্টস ক্লাসিফিকেশন- দুটি খাতে এটি বিভক্তও। ১। ট্রাভেল এক্সপেন্সঃ১০০০, ০০ ইয়েন পর্যন্ত বিশ্ববিদ্যালয় ট্রাভেল এক্সপেন্স বহন করবে। যদিও তা বিশ্ববিদ্যালয়ের বরাদ্দকৃত বাজেটের উপর নির্ভর করছে।
২। বৃত্তির পরিমাণঃআন্ডারগ্র্যাজুয়েট স্টুডেন্টদের জন্য প্রতি মাসে ৮০,০০০ ইয়েন গ্র্যাজুয়েট স্টুডেন্টদের জন্য প্রতি মাসে ১০০০,০০ ইয়েন ভিসা- ফ্রেন্ডশিপ বৃত্তির গ্রাহক জাপান প্রবেশের আগে একটি "কলেজের স্টুডেন্ট" এর আওতায় বিশেষ অডিটর, বিশেষ গবেষণা শিক্ষার্থীরা বা ডাবল ডিগ্রী ছাত্র হিসেবে ভিসা পেতে হবে। কিয়ুশু বিশ্ববিদ্যালয়ের অধীনে গ্র্যাজুয়েট বা আন্ডারগ্র্যাজুয়েট স্কুলে ভর্তির জন্য এক্সচেইঞ্জড স্টুডেন্টদের থেকে আলাদাভাবে ভিসা প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে। টিউশন ও অন্যান্য ফি- বস্তুত, পরীক্ষা ও ম্যাট্রিকুলেশন ফি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর নিজ দেশের অধ্যয়নক্রিত বিশ্ববিদ্যালয় আর কিয়ুশু বিশ্ববিদ্যালয়ের মধ্যকার স্মারকলিপি বা চুক্তির ভিত্তিতে পরিশোধ করা হবে। *এটি কেবলমাত্র তখনই সম্ভব যখন আবেদনকারী বৃত্তির জন্য আবেদনের সময় সঠিকভাবে নিজ দেশের বিশ্ববিদ্যালয়ে এক্সচেইঞ্জেড স্টুডেন্ট হিসেবে রেজিস্টার্ড হবে । সেক্ষেত্রে, আবেদনকারীর বিশ্ববিদ্যালয়ের সাথে কিয়ুশু বিশ্ববিদ্যালয়ের এরূপ কোন চুক্তি বা স্মারকলিপি না থাকলে, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে টিউশন ফি পরিশোধ করতে বলা হবে। আবেদনের সময়সীমা- টার্মস অব স্কলারশিপঃ অক্টোবর ২০১৭- মার্চ ২০১৮ আবেদনের সময়ঃ ১লা এপ্রিল ২০১৭ - ৩১শে মে ২০১৭ সকল কাগজপত্র ৩১শে মে এর মধ্যে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ডিভিশন কর্তৃপক্ষের কাছে জমা প্রদান করতে হবে। উল্লেখ্য, প্রতিটি স্টুডেন্ট সেকশনের জন্য বৃত্তির সময়সীমা নির্ধারিত সময়ের আগেই শেষ হয়ে যাবে, তাই আবেদনের সময় স্টুডেন্ট সেকশনে সময়সীমা সংক্রান্ত তথ্য জেনে নেয়ার জন্য অনুরোধ করা হল। প্রয়োজনীয় কাগজপত্রঃইংরেজি ভাষায় আবেদনকারীদের জন্য/ কিয়ুশু বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট সেকশন বা সুপারভাইজারের কাছে জমা প্রদান করতে হবে। ১) ফ্রেন্ডশিপ বৃত্তির আবেদনপত্রঃ (ফিক্সড ফরম, ২ পৃষ্ঠার মধ্যে) ২) রচনাঃ আমার ভবিষ্যৎ কর্মজীবন পরিকল্পনা, কিউশু বিশ্ববিদ্যালয়ে গবেষণার জন্য থিম ও ব্যবহারিক পরিকল্পনার আলোকে কিউশু বিশ্ববিদ্যালয় থেকে আমি কি আশা করি (FORM1, ১ পৃষ্ঠার মধ্যে) ৩) আবেদনকারীর উপযুক্ততা দেখিয়ে আবেদনকারীর শিক্ষাগত উপদেষ্টা দ্বারা লিখিত একটি রেফারেন্স চিঠি (কোন নির্দিষ্ট ফরম নয়, ১ পৃষ্ঠার মধ্যে) ৪) অফিশিয়াল একাডেমিক ট্রান্সক্রিপ্ট (ইংরেজীতে) ৫) ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিশিয়েন্সি সার্টিফিকেট যেমন টোফেল স্কোর (যদি থেকে থাকে) অ্যাপ্লিকেশন ফরম- প্রাথমিক, ২য় অংশ একাডেমিক সুপারভাইজার এর জন্য (কিউশু বিশ্ববিদ্যালয়ে) * ভাষাঃ ইংরেজী বা জাপানি / জমা দিন স্টুডেন্ট সেকশনেঃ ১) একটি রেফারেন্স লেটার এবং প্ল্যান ফর ইন্সট্রাকশন (নির্দিষ্ট ফরম নয়, ১ পৃষ্ঠার মধ্যে) ২) চিঠি ও আবেদনকারীর ফ্রেন্ডশিপ বৃত্তি পাওয়ার উপযুক্ততার দালিলিক প্রমাণ (নির্দিষ্ট ফরম নয়, ১ পৃষ্ঠার মধ্যে) স্টুডেন্ট সেকশনের জন্য (কিউশু বিশ্ববিদ্যালয়ে) * ভাষাঃ ইংরেজী বা জাপানি / জমা দিন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ডিভিশনেঃ ১) আবেদনকারীদের লিস্ট সকল কাগজপত্র আবেদনকারী ও সুপারভাইজারদের থেকে নিয়ে জমা দিতে হবে।আবেদনকারী কে যা যা করতে হবেঃশিক্ষা ও গবেষণার পাশাপাশি আবেদনকারীকে নিম্নলিখিত বিষয়গুলো করতে হবেঃ ১। স্কলার হিসেবে অ্যাক্টিভলি ইন্টারন্যশনাল এক্সচেইঞ্জ এবং কমিউনিটি সার্ভিসে সহায়তা করতে হবে। ২। নিজ দেশে ফেরার আগে আবেদনকারীকে তার গবেষণার উপর একটি মৌখিক প্রেসেন্টেশন দিতে হবে। ৩। নিজ দেশে ফেরার আগে একটি রিপোর্ট জমা দিতে হবে। (A4 সাইজ কাগজে ১০০০ শব্দের মধ্যে হতে হবে এবং তা আবেদনের সময় জমা দেয়া রচনা “কিয়ুশু বিশ্ববিদ্যালয় থেকে আমি কি আশা করি”- এর ভিত্তিতে করতে হবে।) ৪। কিয়ুশু ইউনিভার্সিটির সাথে সম্পর্ক বজায় রাখতে হবে, অ্যালামনাই কমিউনিটির কার্যক্রমে অংশ নিতে হবে। আবেদনের প্রক্রিয়া- ১) প্রথমে একজন একাডেমিক সুপারভাইজার নির্ধারণ করতে হবে। রেফারেন্স এখানে। ২) একজন পটেনশিয়াল সুপারভাইজারের সাথে ইমেইল এর মাধ্যমে যোগাযোগ রাখতে হবে এবং আনফিশিয়ালি অনুমতি গ্রহণ করতে হবে। ৩) উপরে উল্লেখিত পদ্ধতিতে, আবেদনকারীর জন্য অ্যাপ্লিকেশন ডকুমেন্ট তৈরি করতে হবে এবং পোস্টের মাধ্যমে সুপারভাইজারের কাছে পাঠাতে হবে। ৪) একাডেমিক সুপারভাইজার তার নিজের জন্য অ্যাপ্লিকেশন ডকুমেন্ট তৈরি করে আবেদনকারীর অ্যাপ্লিকেশন ডকুমেন্ট এর সাথে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট সেকশনে যে ডিপার্টমেন্ট এ পড়বে সেখানে জমা দিবে। ৫) ফ্রেন্ডশিপ বৃত্তির জন্য করা সকল অ্যাপ্লিকেশন কিউশু বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক এক্সচেঞ্জ নির্বাহী কমিটি কর্তৃক পরীক্ষা করা হবে এবং নির্বাচনের চূড়ান্ত সিদ্ধান্ত কিউশু বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট দ্বারা তৈরি করা হবে। ৬) ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এক্সচেঞ্জ ডিভিশন, স্টুডেন্ট সেকশনে সংশ্লিষ্ট বিভাগেরএবং সুপারভাইজার এর কাছে লিখার ফল প্রকাশ করবে। ৭) সংশ্লিষ্ট একাডেমিক সুপারভাইজার আবেদনকারীর কাছে আবেদন এর ফলাফল প্রকাশ করবে। |
Archives
February 2021
Categories
All
|