অস্ট্রেলিয়ায় মাস্টার্স পড়ার জন্য ২০১৯ সেশনের জন্য বাংলাদেশী শিক্ষার্থীদেরকে স্কলারশীপ দেয়া হবে। পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে অস্ট্রেলিয়া সরকার সম্পূর্ণ মেধার ভিত্তিতে এ স্কলারশীপ দিবে। নির্বাচিত শিক্ষার্থী দেশটির সরকারি বিশ্ববিদ্যালয়ে নির্দিষ্ট কিছু বিষয়ে মাস্টার্স কোর্স পড়তে পারবে। রাউন্ড-ট্রিপ এয়ার টিকেট, টিউশন ফি, আবাসন ভাতাসহ শিক্ষার্থীর যাবতীয় খরচ কর্তৃপক্ষ বহন করবে। আবেদন করা যাবে ৩০ এপ্রিল পর্যন্ত। উল্লেখ্য শুধু বিসিএস কর্মকর্তা, বাংলাদেশ ব্যাংক, জুডিশিয়াল সার্ভিসের কর্মকর্তা, প্রাইভেট সেক্টরে কর্মরত, ব্রাক এবং আইসিসিডিআর বি এর কর্মকর্তারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। বিষয়: Public Policy-related Public Administration Public Finance Public Sector Accounting Development, Governance, Environment/ Sustainability Education Public Health Climate Change and Disaster Risk Reduction Water Resources Management Security Studies Cyber-Security Policing Intelligence Counter-Terrorism Science and Engineering Engineering Technology Management Trade International Trade and Development Sports and Arts (limited to Fashion, Film, Screen, Animation, and Music) Fashion Design Flim Multimedia Arts Sports Management কোর্স লেভেল: মাস্টার্স কোর্স করার জন্য এ স্কলারশীপ দেয়া হবে। বর্ণনা:
এ ছাড়া নাগরিক জীবনে সাধারণত প্রয়োজনীয় সকল সুবিধা এ স্কলারশীপের অন্তর্ভুক্ত। যোগ্যতা:
ভাষাগত যোগ্যতা: আগ্রহী শিক্ষার্থীকে আইএলটিএস অথবা টোফেল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আইএলটিএস এর ক্ষেত্রে ন্যুনতম ৬.৫ স্কোর অর্জন করতে হবে। টোফেল-এ পেপার বেজ্ড পরীক্ষায় ন্যুনতম ৫৮০ ও কম্পিউটার বেজ্ড পরীক্ষায় ন্যুনতম ২৩৭ স্কোর অর্জন করতে হবে। নির্বাচন প্রক্রিয়া: আগ্রহী শিক্ষার্থীকে প্রথমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন যাচাই-বাছাই করার পর প্রাথমিকভাবে নির্বাচিত সীমিত সংখ্যক শিক্ষার্থীকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। মৌখিক ও লিখিত পরীক্ষার পর চুড়ান্তভাবে নির্বাচন করা হবে। অনলাইনে আবেদন করতে হবে এখানে আবেদনের বিস্তারিত নির্দেশিকা দেখুন এখানে আবেদন করার শেষ তারিখ ৩০ এপ্রিল ২০১৮। |
Archives
February 2021
Categories
All
|