মিশরের আল-আজহার আল-শরিফ কর্তৃক আল আজহার ইন্সটিটিউটসমুহে অধ্যয়নের জন্য শিক্ষা বৃত্তি দেয়া হয়ে থাকে। বাংলাদেশী শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। আন্ডারগ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট মিলিয়ে মোট ১২ জন বাংলাদেশীকে এই স্কলারশিপ দেয়া হবে এবছর। আবেদন করতে হবে শিক্ষা মন্ত্রনালয়ের মাধ্যমে। প্রাথমিক বাছাইও শিক্ষা মন্ত্রনালয় করবে। যারা ইতিমধ্যে অন্য কোনো সরকারি স্কলারশিপের জন্য মনোনীত হয়েছেন তাদের আবেদন না করতে অনুরোধ জানানো হয়েছে। আবেদনে যা যা লাগবে- ১। আরবী ভাষা জানতে হবে। প্রাথমিক বাছাইয়ে আরবী ভাষায় দক্ষতার সার্টিফিকেটের উপর প্রাধান্য দেয়া হবে। ২। সকল একাডেমিক ট্রান্সক্রিপ্ট এবং সার্টিফিকেট। শিক্ষা মন্ত্রনালয় থেকে সত্যায়িত করা। ৩। জন্মসনদ। ৪। ৬ কপি পাসপোর্ট সাইজ ছবি ৫। পাসপোর্ট ৬। পুলিশ ভেরিফিকেশন/ক্লিয়ারেন্স সার্টিফিকেট ৭। মেডিকেল সার্টিফিকেট ৮। এনআইডি ৯। করোনা টেস্ট রিপোর্ট প্রাথমিকভাবে সিলেকটেড আবেদনকারীদের ১৫ সেপ্টেম্বরের পরে মোখিক/লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে। সেসময় ডকুমেন্টগুলোর মূলকপি নিয়ে যেতে হবে। আবেদন করবেন যেভাবে- অনলাইনে এই লিংকে গিয়ে আবেদন করতে হবে। এরপর উক্ত আবেদনের প্রিন্ট কপি, এবং অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্টের ফটোকপি সত্যায়িত করে খামে ভরে নিম্নোক্ত ঠিকানায় সকাল ১০-১১ টা অথবা বিকাল ৩.৩০-৪.৩০ এর মধ্যে জমা দিতে হবে। খামের উপর অবশ্যই প্রেরক, প্রাপক, আইডি/ট্র্যাকিং নাম্বার, প্রোগ্রামের নাম লিখতে হবে। Joint Secretary (Scholarship) Ministry of Education Room No-1706, Building No-06 Bangladesh Secretariat, Dhaka- 1000 যাদের পক্ষে এসে জমা দেয়া সম্ভব না তারা আমাদেরকে আবেদন সেট কুরিয়ার করতে পারেন। আমরা আপনার হয়ে আবেদন সেট জমা দিবো। ফি ৫২০ টাকা। এই সার্ভিসটি নেয়ার জন্য আমাদের ফেসবুক পেজে ইনবক্স করুন। অনলাইনে আবেদনের শেষ সময় ১৩ সেপ্টেম্বর দুপুর ১২ টা। ডকুমেন্ট জমা দেয়ার শেষ সময় ১৩ সেপ্টেম্বর বিকাল ৪ টা ৩০। |
Archives
February 2021
Categories
All
|