সম্প্রতি কমনওয়েলথ শেয়ারড স্কলারশিপ ২০১৯ এর জন্য আবেদন নেয়া শুরু হয়েছে। বাংলাদেশসহ ২৫ টি দেশের শিক্ষার্থীরা এবছর কমনওয়েলথ শেয়ারড স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। এই স্কলারশিপ নিয়ে বাংলাদেশী শিক্ষার্থীরা ইউকে তে মাস্টার্স প্রোগ্রামে আবেদন করতে পারবে। চলুন জেনে নেয়া যাক এর খুঁটিনাটি বিষয়গুলো।
স্কলারশিপের আওতায় যা যা পাবেন- ১। পুরো টিউশন ফি ২। মাসে ১০৮৪ (লন্ডন মেট্রোপলিটন এরিয়ার ভিতরে বিশ্ববিদ্যালয় হলে ১৩৩০ পাউন্ড) স্টাইপেন্ড। বাংলাদেশী টাকায় যা প্রায় ১ লাখ ১৯ হাজার টাকা ৩। আসা-যাওয়ার বিমান ভাড়া ৪। গরম কাপড়ের জন্য এলাওয়েন্স এছাড়া আবেদনকারী বিধবা, ডিভোর্সড বা সিঙ্গেল প্যারেন্ট হলে সাথে করে যাওয়া সন্তানদের জন্য মাসিক ভাতা পাবেন। ২০২০-২১শিক্ষাবর্ষের জন্য আন্ডারগ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট এবং পিএইচডি প্রোগ্রামের জন্য আইসিসিআর স্কলারশিপ আবেদন শুরু হয়েছে। ভারত সরকার বাংলাদেশের পাশাপাশি ইউরোপ-আমেরিকা-আফ্রিকা-এশিয়ার মোট ৭৩টি দেশের শিক্ষার্থীকে এই স্কলারশিপ দিচ্ছে। এপর্যন্ত মোট ৩৫০০ জন বাংলাদেশী এই স্কলারশিপটি পেয়েছেন। । প্রতি বছর Bangladesh Scholarship Scheme ICCR-এর আওতায় মোট ২০০ জন স্কলারকে নির্বাচন করা হয়। গতবারের ন্যায় এবারো এই স্কলারশিপে আবেদনের ক্ষেত্রে আমাদের অনলাইন সাপোর্ট নেয়া যাবে। অনলাইন সাপোর্ট নেয়া সবাইকে আইসিসিআরের ইপিটি (EPT) পরীক্ষার নমুনা প্রশ্ন দেয়া হবে।
তুরস্ক সরকার তুরস্ক স্কলারশিপ ২০১৯ বা তুর্কি বুর্সলারি স্কলারশিপ ২০১৯ এর জন্যে আবেদন আহবান করেছে। এই স্কলারশিপের আওতায় তুরস্কের বিশ্ববিদ্যালয়গুলোতে আন্ডারগ্র্যাজুয়েট, মাস্টার্স এবং পিএইচডি করা যাবে। উল্লেখ্য যে, আন্ডারগ্র্যাজুয়েট লেভেলে বাংলাদেশি শিক্ষার্থীরা মেডিকেল সায়েন্সেস, ইঞ্জিনিয়ারিং সহ আরো অনেক বিষয়ে পড়তে পারবে। যারা ইতিমধ্যে YÖS পরীক্ষা দিয়েছেন বা দেয়ার জন্য আবেদন করেছেন তারাও এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।
যোগ্যতা থাকা সত্ত্বেও অনাকাঙ্ক্ষিত ভুলের কারণে অনেকে প্রাথমিক সিলেকশনেই বাদ পড়ে যান। প্রতিবারই এরকম হয়। তাই সঠিকভাবে আবেদনের প্রতি জোর দিন। এছাড়া নির্ভুলভাবে আবেদন সম্পন্ন করার জন্য আমাদের অনলাইন সাপোর্ট নিতে পারেন। |
Archives
February 2021
Categories
All
|