সম্প্রতি কমনওয়েলথ শেয়ারড স্কলারশিপ ২০২১ এর জন্য আবেদন নেয়া শুরু হয়েছে। বাংলাদেশসহ ২৫ টি দেশের শিক্ষার্থীরা এবছর কমনওয়েলথ শেয়ারড স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। এই স্কলারশিপ নিয়ে বাংলাদেশী শিক্ষার্থীরা ইউকে তে মাস্টার্স প্রোগ্রামে আবেদন করতে পারবে। চলুন জেনে নেয়া যাক এর খুঁটিনাটি বিষয়গুলো।
স্কলারশিপের আওতায় যা যা পাবেন- ১। পুরো টিউশন ফি ২। মাসে ১১১৬ (লন্ডন মেট্রোপলিটন এরিয়ার ভিতরে বিশ্ববিদ্যালয় হলে ১৩৬৯ পাউন্ড) স্টাইপেন্ড। বাংলাদেশী টাকায় যা প্রায় ১ লাখ ৩২ হাজার টাকা ৩। আসা-যাওয়ার বিমান ভাড়া ৪। প্রয়োজন অনুসারে গরম কাপড়ের জন্য এলাওয়েন্স এছাড়া আবেদনকারী বিধবা, ডিভোর্সড বা সিঙ্গেল প্যারেন্ট হলে সাথে করে যাওয়া সন্তানদের জন্য মাসিক ভাতা পাবেন। |
Archives
February 2021
Categories
All
|