এশিয়া ও ইউরোপ মহাদেশের মিলনস্থলে তুরস্কের অবস্থান, যা কামাল আতাতুর্ক কিংবা এরদোয়ানের দেশ হিসেবে পরিচিত। উভয় মহাদেশের মাঝখানে অবস্থান হওয়ায় সেই প্রাগৈতিহাসিক থেকে শুরু করে বর্তমানেও ভৌগোলিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে দেশটি।
সম্প্রতি তুরস্ক সরকার তুর্কি দিয়ানাত বুর্সলারি স্কলারশিপ ২০১৮ এর আওতায় স্কুল এবং আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের জন্যে আবেদন গ্রহণ শুরু করতে যাচ্ছে। এই স্কলারশিপের আওতায় তুরস্কের ৭ টি খ্যাতনামা স্কুলে এবং আন্ডারগ্র্যাজুয়েটে ইসলামিক সায়েন্স অনুষদে পড়া যাবে। আবেদনের ক্ষেত্রে আমাদের অনলাইন সাপোর্ট নিতে পারেন। পুরো অনলাইন আবেদন প্রক্রিয়ায় অনলাইন সাপোর্ট পাবেন মাত্র ১০০০ টাকায়। অনলাইন সাপোর্টের বিস্তারিত পাবেন এখানে । অনলাইন আবেদনের ক্ষেত্রে খোলা বাকসো অনলাইন সাপোর্টের জন্য স্লট পেতে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করুন। কমনওয়েলথ শেয়ারড স্কলারশিপের আওতায় মাস্টার্স করতে পারবেন ইংল্যান্ডের ইউনিভার্সিটি অব লিডস এ। এই স্কলারশিপটি যৌথভাবে অর্থায়ন করছে কমনওয়েলথ স্কলারশিপ কমিশন এবং ডিপার্টমেন্ট ফর দ্য ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট। কিউএস র্যাঙ্কিংএ ইউনিভার্সিটি অব লিডস বর্তমানে ১০১ তম অবস্থানে রয়েছে। উত্তর ইংল্যান্ডে ১৯০৪ সালে পাবলিক বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়।
স্কলারশিপের আওতায় যা যা পাবেন- ১। পুরো টিউশন ফি ২। ১২৭৮০ ব্রিটিশ পাউন্ড যা বাংলাদেশী টাকায় প্রায় ১৪ লক্ষ ৭৫ হাজার টাকা। এই ভাতা মাসিক ভিত্তিতে ১২ কিস্তিতে প্রদান করা হবে ৩। আসা-যাওয়ার বিমান ভাড়া ৪। গরম কাপড়ের জন্য এলাওয়েন্স আবেদনের যোগ্যতা- ১। বাংলাদেশী নাগরিক হতে হবে ২। আন্ডারগ্র্যাজুয়েটে অবশ্যই ৬০% নাম্বারের উপরে থাকতে হবে ৩। আইইএলটিএসে প্রতিটি সেকশনে ন্যূনতম ৬ নিয়ে অভারঅল ৬.৫ বা টোফেলে লিসেনিং এ ২১, রিডিং এ ২১, স্পিকিং এ ২৩ এবং রাইটিং এ ২২ নিয়ে মোট ৯২ স্কোর থাকতে হবে। ৪। উন্নত দেশগুলোতে ১ বছর থেকেছেন এমন আবেদনকারী স্কলারশিপের জন্য অযোগ্য বিবেচিত হবেন। |
Archives
December 2020
Categories
All
|