নেদারল্যান্ডে স্কলারশীপ নিয়ে পোস্টগ্রাজুয়েট পড়ার জন্য আগ্রহী শিক্ষার্থীদের থেকে আবেদন আহবান করা হয়েছে। বাংলাদেশ সহ মোট ৫১ টি দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। উন্নয়নশীল দেশের মেধাবী শিক্ষার্থীদেরকে নেদারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রতিবছর এ স্কলারশীপ দেয়। নেদারল্যান্ড ফেলোশীপ প্রোগ্রাম (এনএফপি) এর আওতায় এ স্কলারশীপ দেয়া হবে। শিক্ষা ও সংস্কৃতির আদান-প্রদান এ স্কলারশীপের মূল উদ্দেশ্য।
কোর্স লেভেল- মাস্টার্স, শর্ট কোর্স ও পিএইচডি গবেষণার জন্য এ স্কলারশীপ দেয়া হবে। মিশরের বিভিন্ন ইউনিভার্সিটিতে অনার্স এবং মাস্টার্স লেভেলের জন্য দরখাস্তের আহবান করা হয়েছে।
যে ফ্যাকাল্টিতে আবেদন করা যাবেঃ ১.মেডিসিন ২ .ডেন্টিস্ট ৩. ফার্মাসি ৪.ইঞ্জিনিয়ারিং সুইজারল্যান্ডে অবস্থিত ১২৬ বছরের পুরোনো এবং প্রথম সারির বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অন্যতম ইউনিভার্সিটি অব লুসানে মাস্টার্স করার জন্য দশজন শিক্ষার্থীকে মেধার ভিত্তিতে স্কলারশীপ প্রধান করবে।
যা পাবেনঃ নির্বাচিত শিক্ষার্থী প্রতিমাসে ১৬০০ সুইস ফ্রাঙ্ক আর্থিক সহায়তা পাবেন। আবাসন ও টিউশন ফি বিশ্ববিদ্যালয় থেকে দেয়া হবে। এছাড়া অন্যান্য সকল খরচ শিক্ষার্থীকে বহন করতে হবে। বাংলাদেশী শিক্ষার্থীরাও আবেদন করতে পারবে। অস্ট্রেলিয়ার ‘ইউনিভার্সিটি অব নিউ ইংল্যান্ড’ স্কলারশিপ সহকারে ডক্টরেট ও মাস্টার্স ডিগ্রীতে পড়াশোনার সুযোগ প্রদান করছে। এই বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স লেভেলে যেসকল বিষয়ের কোর্স রয়েছে সেগুলোর যেকোনো একটির জন্য আবেদন করা যাবে। বর্তমানে ২১ হাজার শিক্ষার্থী এ বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণ করছে। বিশ্ববিদ্যালয়টির মূল ক্যাম্পাস নিউ সাউথ ওয়েলস এর আর্মিডেলে শহরে অবস্থিত।
নিউজিল্যান্ডের ইউনিভার্সিটি অফ অটাগোতে দর্শনে ফুল ফান্ডিং নিয়ে মাস্টার্সের জন্য আবেদন আহ্বান করা হয়েছে। ইউনিভার্সিটি অফ অটাগো নিউজিল্যান্ডের প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয়। শতবর্ষী এই বিশ্ববিদ্যালয়টির ২০১৬ সালের কিউএস র্যাঙ্কিং এ অবস্থান ১৭৩
সম্প্রতি বিখ্যাত এই বিশ্ববিদ্যালয়ে আলান মুসগ্রাভে স্কলারশিপের মাধ্যমে বিনা খরচে দর্শনে মাস্টার্স করার সুযোগ সৃষ্টি হয়েছে। যা পাবেন- ফুল টিউশন ফি প্রতি মাসে স্টাইপেন্ড, বাংলাদেশি টাকায় বার্ষিক প্রায় ৮ লক্ষ টাকা। |
Archives
December 2020
Categories
All
|