The Schwarzman Scholars বা শোয়ার্জম্যান স্কলার প্রোগ্রামের আওতায় Tsinghua University (তিংশুয়া বিশ্ববিদ্যালয়) তে Professional Master’s Degree in Global Affairs প্রোগ্রামের জন্য আবেদন গ্রহণ শুরু হয়েছে। রাজধানী বেইজিং এ অবস্থিত Tsinghua University ১৯১১ সালে প্রতিষ্ঠিত হয়। এটি চীনের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একটি। বিশ্ব র্যাঙ্কিং এ বিশ্ববিদ্যালয়ের অবস্থান ১৭ তম। The Schwarzman Scholars প্রোগ্রামে স্কলার্স মনোনয়নের ক্ষেত্রে একাডেমিক পড়াশোনার ছাড়াও নেতৃত্ব, এন্ট্রাপ্রেনারিয়াল গুণাবলি, অন্যান্য কালচার সম্পর্কে ধারণা,মনোভাব ইত্যাদি বিষয় বিবেচনা করা হয়ে থাকে। বাংলাদেশী শিক্ষার্থীরাও এই প্রোগ্রামের জন্য আবেদন করতে পারবে।
আপনি যদি স্কলারশিপ নিয়ে ইউরোপে পড়াশোনা করার কথা ভেবে থাকেন তাহলে ইরাসমাস মুন্ডুস স্কলারশিপ আপনার জন্য সবথেকে ভালো সুযোগের নাম। এটি শিক্ষা, প্রশিক্ষন, তারুন্য এবং ক্রীড়াক্ষেত্রে একটি ফান্ডিং স্কেম ইরাসমাস মুন্ডুস স্কলারশিপটি ইউরোপীয় ইউনিয়ন প্রতিবছর দিয়ে থাকে। প্রতিবছরের ন্যায় এবছরও বাংলাদেশী শিক্ষার্থীরা ইরাসামাস মুন্ডুস জয়েন্ট মাস্টার্স ডিগ্রী প্রোগ্রামে আবেদন করতে পারবে। এই শিক্ষাবৃত্তির অধীনে ইউরোপের প্রায় সবগুলোদেশে নিজের পছন্দের বিষয়ে পড়াশোনা করার সুযোগ রয়েছে। এই ‘ইরাসমাস মুন্ডুস স্কলারশীপ’দেওয়ার অন্যতম প্রধান উদ্দেশ্য হল শিক্ষাবৃত্তির পাশাপাশি পৃথিবীর বিভিন্ন দেশের শিক্ষার্থীদের মাঝে সংস্কৃতির আদান-প্রদান, পড়াশোনার পাশাপাশি ভাষা, মানুষ ইত্যাদি সম্পর্কে জানতে পারা। সাধারণত ১২-২৪ মাস (৬০,৯০,১২০ ক্রেডিট) মেয়াদি মাস্টার্স প্রোগ্রামগুলোর জন্য এই স্কলারশিপ দেয়া হয়ে থাকে। উল্লেখ্য একবার ইরাসমাস মুন্ডুস পেলে পরবর্তিতে আর এই স্কলারশিপের জন্য আবেদন করা যাবে না। আজকে আমরা বলবো DCLead: Digital Communication Leadership (ডিসিলিড- ডিজিটাল কমিউনিকেশন লিডারশিপ) প্রোগ্রাম নিয়ে
University of Salzburg (অস্ট্রিয়া), Aalborg University (ডেনমার্ক) এবং Vrije Universiteit Brussel (বেলজিয়াম) মিলে DCLead: Digital Communication Leadership প্রোগ্রামে তিনটি আলাদা ট্র্যাকে জয়েন্ট মাস্টার্স ডিগ্রী প্রদান করে আসছে। এই প্রোগ্রামের ইনটেক ৫, অক্টোবর ২০২০ সেশনের জন্য আবেদন শুরু হয়েছে। সেপ্টেম্বর ২০১৯ থেকে আবেদন করা যাবে। আবেদন করতে কি লাগবে এবং এই প্রোগ্রামের প্রাথমিক তথ্যগুলো চলুন জেনে নিই। চার সেমিস্টারের এই প্রোগ্রামের ১ম সেমিস্টার University of Salzburg এ। ট্র্যাক এ সিলেক্ট করলে ২য় সেমিস্টার Vrije Universiteit Brussel এ এবং ট্র্যাক বি সিলেক্ট করলে Aalborg University এ হবে। ৩য় সেমিস্টারের শুরুতে সবাইকে University of Salzburg এ এসে সামার সিম্পোজিয়ামে অংশ নিতে হবে। এরপর তাদের ট্র্যাকে ফিরে যেতে হবে। ৪র্থ সেমিস্টারে থিসিস নিয়ে কাজ করতে হবে। অনেক ক্ষেত্রে শিক্ষার্থীরা অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, বেলজিয়াম ব্রাজিল, চীন, ডেনমার্ক, ঘানা বা ইউএসএ তে এই প্রোগ্রামের পার্টনার প্রতিষ্ঠানে শেষ সেমিস্টার শেষ করতে পারবে। Soka University of America যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অবস্থিত একটি লিবারেল আর্টস বিশ্ববিদ্যালয়। ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়টি একটি প্রাইভেট নন-প্রফিট বিশ্ববিদ্যালয়। ১০৩ একরের ক্যাম্পাসে বর্তমানে আন্ডারগ্র্যাজুয়েট ৪১৯ জন পড়াশোনা করছেন।
এই বিশ্ববিদ্যালয়ে ফুল রাইড স্কলারশিপ নিয়ে বাংলাদেশী শিক্ষার্থীরাও পড়তে পারবে। ফুল রাইড স্কলারশিপটির নাম হলো গ্লোবাল মেরিট স্কলারশিপ। এই স্কলারশিপের রিকোয়ারমেন্ট এবং সুবিধাসমূহ নিয়েই আজকে আমরা কথা বলবো। যারা এইচএসসিতে পড়ছেন তদের কাছে লেখাটি পৌঁছে দেয়ার জন্য লেখাটি শেয়ার করার অনুরোধ রইল। এইচএসসি ১ম বা ২য় বর্ষ থেকে প্রস্তুতি নিলে স্কলারশিপের রিকোয়ারমেন্টগুলো পূরণ করা অনেকটা সহজ হয়ে যায়। ও হ্যাঁ, এইচএসসি পড়ুয়া শিক্ষার্থীদের বাইরে আন্ডারগ্র্যাজুয়েট করার ক্ষেত্রে পুর্নাংগ দিকনির্দেশনামূলক একটি বই আমরা বের করেছি। আগ্রহীরা পড়তে পারেন- বিদেশে উচ্চশিক্ষা- আল্টিমেট গাইড ফর আন্ডারগ্র্যাজুয়েট University of Saskatchewan বা সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয় কানাডার সাসকোচোয়ান প্রভিন্সে অবস্থিত সেদেশের অন্যতম একটি পাবলিক বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ কিউএস র্যাঙ্কিং ২০১৯ অনুযায়ী এর অবস্থান ৪৬১ তম। তবে এগ্রিকালচার ও ফরেস্ট্রির সাব্জেক্টে এর অবস্থান টপ ১০০ এর মধ্যে। মাস্টার্স সহ পোস্টগ্র্যাজুয়েট পর্যায়ে বর্তমানে ১৫০০ এর অধিক বিদেশী শিক্ষার্থী সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন।
কানাডার এই পাবলিক বিশ্ববিদ্যালয়ে ইন্টারন্যাশনাল ডিনস স্কলারশিপের আওতায় বাংলাদেশী শিক্ষার্থীরাও ফুল ফান্ড নিয়ে প্রজেক্ট বেজড মাস্টার্স বা ডক্টরাল পড়তে পারবে। তাহলে চলুন জেনে নেয়া যাক বিস্তারিত। Japan Human Resource Development Scholarship (JDS) এর অধীনে জাপানের বিভিন্ন বিসশবিদ্দালয়ে বিভিন্ন বিষয়ে ১-২ বছর মেয়াদী মাস্টার্স প্রোগ্রামে বাংলাদেশীদের থেকে আবেদন নেয়া শুরু হয়েছে। উল্লেখ্য যে, এই স্কলারশিপের জন্য শুধুমাত্র বিসিএস ক্যাডারভুক্ত কর্মকর্তা এবং বাংলাদেশ ব্যাংক এর প্রথম শ্রেণীর কর্মকর্তারা আবেদন করতে পারবে।
এবছর সর্বমোট ৩০ জনকে এই স্কলারশিপটি দেয়া হবে। ২০০১ সাল থেকে শুরু হওয়া এই স্কলারশিপ প্রোগ্রামের আওতায় এখন পর্যন্ত ৩২৮ জন কর্মকর্তা জাপানে মাস্টার্স করেছেন। আবেদন করতে হবে ২৬ সেপ্টেম্বর ২০১৯ এর মধ্যে। প্রোগ্রাম ল্যাংগুয়েজ ইংরেজি প্রতিবছর পিএইচডি, ডক্টরাল ও পোস্টডক্টরাল রিসার্চ কোর্স করার জন্য সুইজারল্যান্ড সরকার বিশ্বের প্রায় ১৮০ টি দেশের শিক্ষার্থীদেরকে স্কলারশীপ দেয়। ফেডারেল কমিশনের মাধ্যমে ‘দ্য সুইস গভমেন্ট এক্সিলেন্স স্কলারশীপ’ এর অধীনে সম্পূর্ণ মেধার ভিত্তিতে দেশটির পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চশিক্ষা গ্রহণের জন্য এ স্কলারশীপ দেয়া হয়।
২০১৯-২০ সেশনে আগ্রহী শিক্ষার্থীদের থেকে আবেদন আহবান করা হয়েছে। আবেদন করতে পারবে বাংলাদেশী শিক্ষার্থীরাও । আবেদন প্রক্রিয়া আগস্টের ৩ তারিখ থেকে শুরু হয়েছে। চলবে ১৫ অক্টোবর পর্যন্ত। আবেদনকারীকে FCS রিসার্চ প্রপোজাল ফরমের মাধ্যমে রিসার্চ প্রপোজাল জমা দিতে হবে। এটি অবশ্যই ৫ পৃষ্ঠার মধ্যে হতে হবে। পিএইচডির ক্ষেত্রে স্কলারশিপের পাশাপাশি যে বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করতে চান সেখানের আবেদন থেকে শুরু করে ভর্তির প্রক্রিয়াও আলাদাভাবে আবেদনকারীকে সম্পন্ন করতে হবে। ডক্টরাল প্রোগ্রামের ক্ষেত্রে শুধুমাত্র প্রোগ্রামের এডমিশন লেটার পাওয়ার পর স্কলারশিপের জন্য আবেদন করা যাবে। তাই ডক্টরাল কোর্সে আবেদন করার ব্যাপারে আগ্রহীরা এখনই সংশ্লিষ্ট কোর্সে আবেদন করে ফেলুন। এই স্কলারশিপে আবেদন করার জন্য প্রত্যেক আবেদনকারীকে একজন একাডেমিক সুপারভাইজরের থেকে ইনভাইটেশন লেটার পেতে হবে। |
Archives
February 2021
Categories
All
|