The German Academic Exchange Service (DAAD) আন্তর্জাতিক শিক্ষার্থীদেরকে বিভিন্ন রকমের স্কলারশিপ বা ফান্ড দিয়ে থাকে। এগুলো সামগ্রিকভাবে দাদ স্কলারশিপ হিসেবে পরিচিত। জার্মানীতে পড়ার ক্ষেত্রে দাদ স্কলারশিপ বহুল প্রচলিত। এরই আওতায় ডেভেলপমেন্ট ইকোনোমিকস প্রোগ্রামসহ ডেভেলপমেন্ট রিলেটেড কিছু সিলেকটেড পোস্টগ্র্যাজুয়েট প্রোগ্রামে দাদ ফান্ডিং করে থাকে। বাংলাদেশী শিক্ষার্থীরা এগুলোতে আবেদন করতে পারবে। Georg-August-Universität Göttingen এর ‘Master of Arts’ (M.A.) in Development Economics হলো ৪ সেমিস্টারের এমএ প্রোগ্রাম। মোট ক্রেডিট ১২০। প্রোগ্রাম ল্যাংগুয়েজ ইংরেজি। উইন্টার সেমিস্টারে এপ্লাই চলছে।
দক্ষিন কোরীয় সরকারী স্কলারশিপ বা কেজিএসপি (Korean Government Scholarship Program) এর আন্ডারগ্র্যাজুয়েট পর্যায়ের আবেদন শুরু হয়েছে। বাংলাদেশসহ মোট ৬৭ টি দেশের শিক্ষার্থী দক্ষিন কোরিয়ায় আন্ডারগ্র্যাজুয়েট পড়ার জন্য আবেদন করতে পারবে। মূলত ২ টি ট্র্যাকে এই স্কলারশিপে আবেদন করা যায়। ইউনিভার্সিটি ট্র্যাক এবং এমব্যাসি ট্র্যাক। এই পোস্টে আমরা এমব্যাসি ট্র্যাকে আবেদন প্রক্রিয়া নিয়ে আলোচনা করবো। তবে যেকোনো আবেদনকারী এই দুইটি ট্র্যাকের মধ্যে যেকোনো একটি ট্র্যাকে আবেদন করতে পারবে। ইউনিভার্সিটি ট্র্যাক এর পোস্টটি পাবেন এখানে
এমব্যাসি ট্র্যাকে কেজিএসপি স্কলারশিপের জন্য পছন্দ অনুযায়ী শুধুমাত্র তিনটি প্রোগ্রামে আবেদন করা যাবে। ন্যাচারাল সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং বিষয়গুলোর জন্য আবেদন করা যাবে। তবে মেডিসিন, ডেন্টিস্ট্রি, আর্কিটেকচার এবং ফার্মেসির জন্য আবেদন করা যাবে না। এমব্যাসি ট্র্যাকে প্রোগ্রামে আলাদা আবেদন করতে হবে না এবং কোনো আবেদন ফি নেই। অস্ট্রেলিয়ান সরকারের শিক্ষা এবং প্রশিক্ষণ ডিপার্টমেন্ট প্রতিবছর আন্তর্জাতিক শিক্ষার্থীদের এনডেভর লিডারশিপ প্রোগ্রাম (Endeavour Leadership Program) স্কলারশিপ দিয়ে থাকে। এটিই মূলত এনডেভর স্কলারশিপ নামে পরিচিত। সম্প্রতি ২০১৯ সেশনের জন্য আবেদন নেয়া শুরু হয়েছে। এবারে মোট ২০ মিলিয়ন ডলার এই স্কলারশিপের জন্য বরাদ্দ রাখা হয়েছে। বাংলাদেশী শিক্ষার্থীরা অস্ট্রেলিয়ায় মাস্টার্স এবং পিএইচডি পড়ার ক্ষেত্রে এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। বাংলাদেশ এই স্কলারশিপের সর্বাধিক প্রায়োরিটি পাওয়া দেশসমূহের একটি। ২ বছর মেয়াদী মাস্টার্স এবং ৪ বছর মেয়াদী পিএইচডি প্রোগ্রামও এই স্কলারশিপের অন্তর্ভুক্ত। রিসার্চ, কোর্সওয়ার্ক উভয় ধরণের মাস্টার্সের জন্য আবেদন করা যাবে।
আপনি যদি স্কলারশিপ নিয়ে ইউরোপে পড়াশোনা করার কথা ভেবে থাকেন তাহলে ইরাসমাস মুন্ডুস স্কলারশিপ আপনার জন্য সবথেকে ভালো সুযোগের নাম। এটি শিক্ষা, প্রশিক্ষন, তারুন্য এবং ক্রীড়াক্ষেত্রে একটি ফান্ডিং স্কেম ইরাসমাস মুন্ডুস স্কলারশিপটি ইউরোপীয় ইউনিয়ন প্রতিবছর দিয়ে থাকে। প্রতিবছরের ন্যায় এবছরও বাংলাদেশী শিক্ষার্থীরা ইরাসামাস মুন্ডুস জয়েন্ট মাস্টার্স ডিগ্রী এবং ইরাসমাস মুন্ডুস জয়েন্ট ডক্টরেটস ক্যাটালগে আবেদন করতে পারবে।
সাধারণত ১২-২৪ মাস (৬০,৯০,১২০ ক্রেডিট) মেয়াদি মাস্টার্স প্রোগ্রামগুলোর জন্য এই স্কলারশিপ দেয়া হয়ে থাকে। উল্লেখ্য একবার ইরাসমাস মুন্ডুস পেলে পরবর্তিতে আর এই স্কলারশিপের জন্য আবেদন করা যাবে না। ইরাসমাস মুন্ডুস প্রোগ্রামগুলো নিয়ে ধারাবাহিকভাবে পোস্ট পাবেন শুধুমাত্র খোলা বাকসো তে। আজকে আমরা যে ইরাসমাস মুন্ডুস প্রোগ্রাম নিয়ে কথা বলবো তা হলো মাস্টার্স ইন বিগ ডেটা ম্যানেজমেন্ট এন্ড এনালাইটিক্স। ৫ টি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ে গঠিত এই প্রোগ্রামের মেয়াদ ২ বছর। দক্ষিন কোরীয় সরকারী স্কলারশিপ বা কেজিএসপি (Korean Government Scholarship Program) এর আন্ডারগ্র্যাজুয়েট পর্যায়ের আবেদন শুরু হয়েছে। বাংলাদেশসহ মোট ৬৭ টি দেশের শিক্ষার্থী দক্ষিন কোরিয়ায় আন্ডারগ্র্যাজুয়েট পড়ার জন্য আবেদন করতে পারবে। মূলত ২ টি ট্র্যাকে এই স্কলারশিপে আবেদন করা যায়। ইউনিভার্সিটি ট্র্যাক এবং এমব্যাসি ট্র্যাক। এই পোস্টে আমরা ইউনিভার্সিটি ট্র্যাকে আবেদন প্রক্রিয়া নিয়ে আলোচনা করবো। এমব্যাসি ট্র্যাকে আবেদন শুরু হলে এই ট্র্যাক নিয়েও পোস্ট দেয়া হবে। তবে যেকোনো আবেদনকারী এই দুইটি ট্র্যাকের মধ্যে যেকোনো একটি ট্র্যাকে আবেদন করতে পারবে।
ইউনিভার্সিটি ট্র্যাকে কেজিএসপি স্কলারশিপের জন্য পছন্দ অনুযায়ী শুধুমাত্র একটি বিশ্ববিদ্যালয়েই আবেদন করা যাবে। ন্যাচারাল সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং বিষয়গুলোর জন্য আবেদন করা যাবে। তবে মেডিসিন, ডেন্টিস্ট্রি, আর্কিটেকচার এবং ফার্মেসির জন্য আবেদন করা যাবে না। The German Academic Exchange Service (DAAD) আন্তর্জাতিক শিক্ষার্থীদেরকে বিভিন্ন রকমের স্কলারশিপ বা ফান্ড দিয়ে থাকে। এগুলো সামগ্রিকভাবে দাদ স্কলারশিপ হিসেবে পরিচিত। জার্মানীতে পড়ার ক্ষেত্রে দাদ স্কলারশিপ বহুল প্রচলিত। এরই আওতায় ইন্টারন্যাশনাল এন্ড ডেভেলপমেন্ট ইকোনোমিকস প্রোগ্রামসহ ডেভেলপমেন্ট রিলেটেড কিছু সিলেকটেড পোস্টগ্র্যাজুয়েট প্রোগ্রামে Daad Bangladesh ফান্ডিং করে থাকে। বাংলাদেশী শিক্ষার্থীরা এগুলোতে আবেদন করতে পারবে।
HTW Berlin - University of Applied Sciences এর ৩ সেমিস্টারের এই এমএ প্রোগামের ক্লাস শুরু হবে ১লা এপ্রিল ২০২১ এ। প্রোগ্রাম ল্যাংগুয়েজ ইংরেজি। মোট ৬-৮ জনকে দাদ স্কলারশিপ দেয়া হবে এই প্রোগ্রামের জন্য। |
Archives
February 2021
Categories
All
|