চীনে মাস্টার্স ও পিএইচডি কোর্সে স্কলারশীপের জন্য আগ্রহী শিক্ষার্থীদের থেকে আবেদন আহবান করা হয়েছে। দ্য গ্রাজুয়েট স্কুল অফ চাইনিজ একাডেমি অফ এগ্রিকালচারাল সায়েন্স (জিএসসিএএএস) বিদেশী শিক্ষার্থীদেরকে সম্পূর্ণ মেধার ভিত্তিতে এ স্কলারশীপ দিবে। চুড়ান্তভাবে নির্বাচিত শিক্ষার্থী ন্যাচারাল সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, এগ্রিকালচার ও ম্যানেজমেন্ট সায়েন্স বিষয়গুলোতে পড়তে পারবে। আগ্রহী শিক্ষার্থীকে এ বছরের ৩১ ডিসেম্বর তারিখের মধ্যে নির্ধারিত ফর্মে আবেদন করতে হবে। বিশ্বের বিভিন্ন দেশের মেধাবী শিক্ষার্থীদেরকে উচ্চশিক্ষা ও গবেষণায় উৎসাহিত করার জন্য জিএসসিএএএস স্কলারশীপ চালু হয়। চীনের সবচেয়ে মর্যাদাপূর্ণ স্কলারশীপগুলের মধ্যে এটি অন্যতম। এ গ্রাজুয়েট স্কুল দেশটির প্রথম সারির উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর একটি। গবেষণায় বিশ্বব্যাপী প্রতিষ্ঠানটির খ্যাতি রয়েছে। কোর্স লেভেল: মাস্টার্স ও ডক্টরাল রিসার্টের জন্য এ স্কলারশীপ দেয়া হবে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় বিশ্বের বিভিন্ন দেশের ছাত্র-ছাত্রীদের নিকট হতে অক্সফোর্ড-উইডেনফেল্ড অ্যান্ড হফম্যান স্কলারশিপ অ্যান্ড লিডারশীপ প্রোগ্রামের জন্য আবেদন আহ্বান করছে। এটি অক্সফোর্ড গ্র্যাজুয়েট স্কলারশিপ প্রোগ্রামের একটি অংশ। এই স্কলারশীপের ৪০% অর্থ বিশ্ববিদ্যালয় এবং বাকি ৬০% অর্থ উইডেনফেল্ড অ্যান্ড হফম্যান ট্রাস্ট বহন করে। বর্তমানে প্রায় ৩০ জন বাংলাদেশি শিক্ষার্থী অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত রয়েছেন।
কোর্স লেভেল- মাস্টার্স, পিএইচডি, ডক্টরাল .অস্ট্রেলিয়ায় মাস্টার্স পড়ার জন্য বাংলাদেশী শিক্ষার্থীদেরকে স্কলারশীপ দেয়া হবে। পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে অস্ট্রেলিয়া সরকার সম্পূর্ণ মেধার ভিত্তিতে এ স্কলারশীপ দিবে। নির্বাচিত শিক্ষার্থী দেশটির সরকারি বিশ্ববিদ্যালয়ে নির্দিষ্ট কিছু বিষয়ে মাস্টার্স কোর্স পড়তে পারবে। রাউন্ড-ট্রিপ এয়ার টিকেট, টিউশন ফি, আবাসন ভাতাসহ শিক্ষার্থীর যাবতীয় খরচ কর্তৃপক্ষ বহন করবে। আবেদন করা যাবে ১৫ সেপ্টেম্বর থেকে । উল্লেখ্য এর আগে শুধু বিসিএস কর্মকর্তা, বাংলাদেশ ব্যাঙ্ক, ব্রাক এবং আইসিসিডিআর বি এর কর্মকর্তারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারত। তবে এবছর থেকে আবেদনের জন্য যোগ্য যেকোনো বাংলাদেশি শিক্ষার্থী আবেদন করতে পারবে।
|
Archives
February 2021
Categories
All
|