দক্ষিন কোরিয়ার Semyung University আন্ডারগ্র্যাজুয়েটে পড়ার জন্য বিদেশী শিক্ষার্থীদের চার্ম গ্লোবাল স্কলারশিপ (CHARM GLOBAL Scholarship) দিয়ে থাকে। বাংলাদেশী শিক্ষার্থীরাও এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। বর্তমানে ২০১৯ সেশনের জন্য আবেদন শুরু হয়ে গেছে।
বিজ্ঞান বিষয়ের সাবজেক্টের পাশাপাশি ব্যবসা এবং মানবিক বিষয়ের সাবজেক্টের জন্যও এই স্কলারশিপ দেয়া হয়ে থাকে। এক বছর ভাষা শিক্ষা প্রোগ্রাম + চার বছরের স্নাতক মোট পাঁচ বছর মেয়াদী এই স্কলারশিপটি। তবে TOPIK এ লেভেল ৩ দক্ষতা অর্জনকারীরা সরাসরি তাদের স্নাতক শিক্ষাবর্ষ শুরু করতে পারবে। তাহলে চলুন দেখে নেয়া যাক এই স্কলারশিপের খুটিনাটি বিষয়গুলো সহ আবেদনের পদ্ধতি। ইরাসমাস মুন্ডুস ইন্টারন্যাশনাল মাস্টার গ্লোবাল মার্কেটস, লোকাল ক্রিয়েটিভস (International Master in Global Markets, Local Creativites) এর জন্য আবেদন জমা নেয়া শুরু হয়েছে। ২ বছর মেয়াদী এই প্রোগ্রাম গ্লাসগো (ইউকে), বার্সেলোনা (স্পেন), রটারড্যাম (নেদারল্যান্ড), গটিনজেন (জার্মানী) এই চারটি শহরের চারটি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ে গঠিত। দুই বছরের পুরো কোর্সটী সম্পন্ন করতে একজন শিক্ষার্থীকে ৩ টি বিশ্ববিদ্যালয় এটেন্ড করতে হবে।
এই প্রোগ্রামটির মূলত দুটি পাথওয়ে রয়েছে। পাথওয়ে A তে Global History and Creative Industries পড়তে হবে University of Glasgow, Universitat de Barcelona এবং Erasmus University Rotterdam এই তিনটি বিশ্ববিদ্যালয়ে। এই পাথওয়েটি ইতিহাস, সোস্যালজি, রাস্ট্রবিজ্ঞান, আন্তর্জাতিক সম্পর্ক সহ কলা এবং মানবিক অনুষদের শিক্ষার্থীদের জন্য পাথওয়ে B তে Global Markets and Development পড়তে হবে University of Glasgow, Universitat de Barcelona এবং Georg-August Universität Göttingen এই তিনটি বিশ্ববিদ্যালয়ে। এই পাথওয়েটি ইতিহাস, অর্থনীতি, ব্যবসায়া প্রশাসন/ম্যানেজমেন্ট, সোস্যালজি, রাস্ট্রবিজ্ঞান, আন্তর্জাতিক সম্পর্ক সহ সামাজিক বিজ্ঞান অনুষদের শিক্ষার্থীদের জন্য। তবে অন্য বিষয়ের (ইঞ্জিনিয়ারিং, বিজ্ঞান, আর্কিটেকচার ইত্যাদি) শিক্ষার্থীরাও এই প্রোগ্রামে আবেদন করতে পারবে প্রোগ্রাম সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা থাকা সাপেক্ষে। আপনি যদি স্কলারশিপ নিয়ে ইউরোপে পড়াশোনা করার কথা ভেবে থাকেন তাহলে ইরাসমাস মুন্ডুস স্কলারশিপ আপনার জন্য সবথেকে ভালো সুযোগের নাম। এটি শিক্ষা, প্রশিক্ষন, তারুন্য এবং ক্রীড়াক্ষেত্রে একটি ফান্ডিং স্কেম ইরাসমাস মুন্ডুস স্কলারশিপটি ইউরোপীয় ইউনিয়ন প্রতিবছর দিয়ে থাকে। প্রতিবছরের ন্যায় এবছরও বাংলাদেশী শিক্ষার্থীরা ইরাসামাস মুন্ডুস জয়েন্ট মাস্টার্স ডিগ্রী এবং ইরাসমাস মুন্ডুস জয়েন্ট ডক্টরেটস ক্যাটালগে আবেদন করতে পারবে।
ইরাসমাস মুন্ডুস স্ক্লারশিপের আওতায় Master’s in Journalism, Media and Globalisation -এ ২০১৯ সেশনের জন্য আবেদন আহ্বান করা হচ্ছে। প্রতিবছর প্রায় ৫০০-৬০০ আবেদন পড়ে, যার মধ্যে থেকে ৮০-৯০ জন এই প্রোগ্রামে পড়ার সুযোগ পান। এবছর ২২ জনকে এই প্রোগ্রামে ইরাসমাস মুন্ডুস স্কলারশিপ দেয়া হয়। এছাড়া যারা এই স্কলারশিপ না পেয়ে সেলফ ফান্ডে পড়বেন তারা দ্বিতীয় বছরে ইরাসমাস মুন্ডুস স্টাইপেন্ডের জন্য আবেদন করতে পারবেন। আপনি যদি স্কলারশিপ নিয়ে ইউরোপে পড়াশোনা করার কথা ভেবে থাকেন তাহলে ইরাসমাস মুন্ডুস স্কলারশিপ আপনার জন্য সবথেকে ভালো সুযোগের নাম। এটি শিক্ষা, প্রশিক্ষন, তারুন্য এবং ক্রীড়াক্ষেত্রে একটি ফান্ডিং স্কেম ইরাসমাস মুন্ডুস স্কলারশিপটি ইউরোপীয় ইউনিয়ন প্রতিবছর দিয়ে থাকে। প্রতিবছরের ন্যায় এবছরও বাংলাদেশী শিক্ষার্থীরা ইরাসামাস মুন্ডুস জয়েন্ট মাস্টার্স ডিগ্রী এবং ইরাসমাস মুন্ডুস জয়েন্ট ডক্টরেটস ক্যাটালগে আবেদন করতে পারবে।
ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে স্পেনের Universidad de Oviedo, সুইডিশ Karolinska Institutet এবং সাইপ্রাসের University of Nicosia এর যৌথ উদ্যোগে The Erasmus Mundus Joint Master Degree in Public Health in Disasters (EMJMDPHID) কোর্সের 2019-2020 শিক্ষাবর্ষে আবেদন শুরু হয়েছে। The Erasmus Mundus Joint Master Degree in Public Health in Disasters (EMJMDPHID) একটি ২ বছর মেয়াদি মাস্টার্স প্রোগ্রাম যার মোট ক্রেডিট ১২০। প্রোগ্রাম ল্যাংগুয়েজ ইংরেজি। |
Archives
February 2021
Categories
All
|