হাঙ্গেরি সরকার ২০১৩ সাল থেকে স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম স্কলারশিপ দিয়ে আসছে। ২০১৯-২০ শিক্ষা বর্ষে প্রায় ৫ হাজার বিদেশী শিক্ষার্থী এই স্কলারশিপের আওতায় আন্ডারগ্র্যাজুয়েট, গ্র্যাজুয়েট, ওয়ান টায়ার মাস্টার্স এবং ডক্টরাল হাঙ্গেরি তে পড়তে পারবে। বাংলাদেশ থেকে আন্ডারগ্র্যজুয়েট এবং মাস্টার্স পর্যায়ে ৮০ জন এবং ডক্টরাল প্রোগ্রামে ২০ জনকে এই স্কলারশিপ দেয়া হবে।
হাঙ্গেরি সরকার এর মাধ্যমে দেশটিতে বিদেশী শিক্ষার্থী বৃদ্ধি করার নীতি গ্রহণ করেছে। কোনো শিক্ষার্থী যদি একই সাথে আন্ডারগ্র্যাজুয়েট এবং মাস্টার্স প্রোগ্রামের জন্য স্কলারশিপ নিতে ইচ্ছুক থাকে তাহলে ওয়ান টায়ার মাস্টার্সের জন্য আবেদন করতে হবে। ওয়ান টায়ার প্রোগ্রাম টি দেয়া হচ্ছে জেনারেল মেডিসিন, ফার্মেসী, ডেন্টিস্ট্রি, আর্কিটেকচার, আইন, ভেটেরিনারি সার্জারি, ফরেস্ট্রি ইঞ্জিন্যারিং ইত্যাদি সাবজেক্টের ক্ষেত্রে। ইরাসমাস মুন্ডুস স্কলারশিপের আওতায় Water And Coastal Management (WACOMA) বিষয়ে মাস্টার্স করা যাবে। নিম্নে উল্লেখিত তিনটি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ে যৌথ ডিগ্রি প্রদান করা হয়ে থাকে। বিশ্ববিদ্যালয় হলো-
• University of Bologna (UNIBO)/ Italy • University of Cadiz (UCA)/ Spain • University of Algarve (UALG)/ Portugal মোট চারটি সেমিস্টারের প্রথম সেমিস্টার UNIBO তে সম্পন্ন করে প্র্যাকটিকেল কোর্সের জন্য UALG এ ১৫ দিন থাকতে হবে। ২য় সেমিস্টার UCA এ সম্পন্ন করার মাধ্যমে ১ম বর্ষ সম্পন্ন হবে। শেষ বর্ষে থিসিস, একাডেমিক কাজে পার্টনার বিশ্ববিদ্যালয়/দেশ ভিজিট (সর্বোচ্চ ৩ মাস) এবং নন-একাডেমিক সেক্টরে ইন্টার্নশীপ করতে হবে। সম্পূর্ণ প্রোগ্রাম ইংরেজিতে সম্পন্ন হবে। আপনি যদি স্কলারশিপ নিয়ে ইউরোপে পড়াশোনা করার কথা ভেবে থাকেন তাহলে ইরাসমাস মুন্ডুস স্কলারশিপ আপনার জন্য সবথেকে ভালো সুযোগের নাম। এটি শিক্ষা, প্রশিক্ষন, তারুন্য এবং ক্রীড়াক্ষেত্রে একটি ফান্ডিং স্কেম ইরাসমাস মুন্ডুস স্কলারশিপটি ইউরোপীয় ইউনিয়ন প্রতিবছর দিয়ে থাকে। প্রতিবছরের ন্যায় এবছরও বাংলাদেশী শিক্ষার্থীরা ইরাসামাস মুন্ডুস জয়েন্ট মাস্টার্স ডিগ্রী এবং ইরাসমাস মুন্ডুস জয়েন্ট ডক্টরেটস ক্যাটালগে আবেদন করতে পারবে। এই শিক্ষাবৃত্তির অধীনে ইউরোপের প্রায় সবগুলোদেশে নিজের পছন্দের বিষয়ে পড়াশোনা করার সুযোগ রয়েছে।
ইরাসমাস মুন্ডুস স্কলারশীপ দেওয়ার অন্যতম প্রধান উদ্দেশ্য হল শিক্ষাবৃত্তির পাশাপাশি পৃথিবীর বিভিন্ন দেশের শিক্ষার্থীদের মাঝে সংস্কৃতির আদান-প্রদান, পড়াশোনার পাশাপাশি ভাষা, মানুষ ইত্যাদি সম্পর্কে জানতে পারা। সাধারণত ১২-২৪ মাস (৬০,৯০,১২০ ক্রেডিট) মেয়াদি মাস্টার্স প্রোগ্রামগুলোর জন্য এই স্কলারশিপ দেয়া হয়ে থাকে। উল্লেখ্য একবার ইরাসমাস মুন্ডুস পেলে পরবর্তিতে আর এই স্কলারশিপের জন্য আবেদন করা যাবে না। ইরাসমাস মুন্ডুস স্কলারশিপের আওতায় Work, Organizational and Personnel Psychology (WOP-P) বিষয়ে মাস্টার্স প্রোগ্রামের জন্য আবেদন শুরু হয়েছে। এটি একটি ডাবল ডিগ্রী। বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয়/তৃতীয় বর্ষের শিক্ষার্থীদেরক ইউএসএতে একটি সেমিস্টার অতিবাহিত করার সুযোগ দেয়ার লক্ষ্যে গ্লোবাল আন্ডারগ্র্যাড এক্সচেঞ্জ প্রোগ্রাম চালু করা হয়। সম্প্রতি ২০২০ ফল এর সেমিস্টারের জন্য আবেদন নেয়া শুরু হয়েছে। বাংলাদেশী শিক্ষার্থীরাও আবেদন করতে পারবে। শিক্ষার্থী যেই বিষয়ে অধ্যয়নরত আছেন সেই বিষয়ের জন্য আবেদন করা যাবে।
দ্যা কমিউনিটি কলেজ ইনিশিয়েটিভ প্রোগ্রাম (CCI) ইউএসের কমিউনিটি কলেজগুলোতে একবছর পড়াশোনা করার জন্য স্কলারশিপ দিয়ে থাকে। ২০১৯-২০ সেশনের জন্য এই স্কলারশিপের আবেদন শুরু হয়েছে। এটি মূলত নন-ডিগ্রী প্রোগ্রাম তবে শিক্ষার্থীরা প্রোগ্রাম শেষে ২ সেমিস্টার বা এর সমমান ক্রেডিট অর্জন করবে।
বাংলাদেশসহ আরো কিছু সিলেকটেড দেশের শিক্ষার্থীরা এই প্রোগ্রামের জন্য আবেদন করতে পারবে। ২০০৭ থেকে শুরু হওয়া এই প্রোগ্রামের আওতায় এখন পর্যন্ত ১৫ টি দেশের প্রায় ২১৫০ শিক্ষার্থী ইউএসের কমিউনিটি কলেজে পড়েছে। এই স্কলারশিপটি মূলত যারা এইচএসসি শেষ করেছেন বা বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষে আছেন তাদের জন্য। |
Archives
December 2020
Categories
All
|