Chinese Govt. Scholarship এর আওতায় Under-graduate, Masters, Ph.D, General/Senior Scholar কোর্সের জন্য বাংলাদেশি নাগরিকদের নিকট হতে চায়না সরকারি স্কলারশিপ এর জন্য দরখাস্ত আহ্বান করা হচ্ছে। এই স্কলারশিপের আওতায় বাংলাদেশী শিক্ষার্থীরা চীনে পড়ার সুযোগ পাবে। এবার সবমিলিয়ে মোট ৫৩ জন বাংলাদেশিকে এই স্কলারশিপ দেয়া হবে। সিজিএস/সিএসসি (CGS/CSC) নামে অধিক পরিচিত এই স্কলারশিপের বিস্তারিত নিয়েই আজকের আয়োজন। চলুন জেনে নেয়া যাক বিস্তারিত।
স্কলারশিপের আওতায় যা যা পাবেন- ১। রেজিস্টেশন ফি, ২। টিউশন ফি, ৩। আবাসন ফি, ৪। আন্ডারগ্রাজুয়েট লেভেল শিক্ষার্থীদের জন্য মাসিক ভাতা ২৫০০ ইউয়ান যা বাংলাদেশী টাকায় প্রায় ৩১ হাজার টাকা ৫। মাস্টার্স ও ডক্টরেল লেভেলে ছাত্র/ছাত্রীদের জন্য মাসিক খরচ হিসেবে যথাক্রমে ৩০০০ ইউয়ান ও ৩৫০০ ইউয়ান প্রদান করা হবে। যা বাংলাদেশী টাকায় প্রায় ৩৭ হাজার ও ৪১ হাজার টাকা। তবে, ল্যাবরেটরি ও ইন্টার্নশিপ ফি এবং যাতায়াত খরচ নিজেদের বহন করতে হবে। উল্লেখ্য পার্শিয়াল স্কলারশিপের আওতায় উপরের এক বা একাধিক সুবিধা পাওয়া যাবে। |
Archives
February 2021
Categories
All
|