দ্যা কমিউনিটি কলেজ ইনিশিয়েটিভ প্রোগ্রাম (CCI) ইউএসের কমিউনিটি কলেজগুলোতে একবছর পড়াশোনা করার জন্য স্কলারশিপ দিয়ে থাকে। ২০২১-২২ সেশনের জন্য এই স্কলারশিপের আবেদন শুরু হয়েছে। এটি মূলত নন-ডিগ্রী প্রোগ্রাম তবে শিক্ষার্থীরা প্রোগ্রাম শেষে ২ সেমিস্টার বা এর সমমান ক্রেডিট অর্জন করবে।
বাংলাদেশসহ আরো কিছু সিলেকটেড দেশের শিক্ষার্থীরা এই প্রোগ্রামের জন্য আবেদন করতে পারবে। ২০০৭ থেকে শুরু হওয়া এই প্রোগ্রামের আওতায় এখন পর্যন্ত ১৫ টি দেশের প্রায় ২১৫০ শিক্ষার্থী ইউএসের কমিউনিটি কলেজে পড়েছে। এরমধ্যে শুধু বাংলাদেশ থেকেই ছিল ৫৫ জন। এই স্কলারশিপটি মূলত যারা এইচএসসি শেষ করেছেন বা বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষে আছেন তাদের জন্য। |
Archives
December 2020
Categories
All
|