বন্দর নগরী চট্টগ্রামে অবস্থিত এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন বাংলাদেশের দুইটি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের একটি। বর্তমানে এশিয়ার ১৫ টি দেশের ৭০০র বেশি ছাত্রী এখানে পড়াশোনা করছে। সম্প্রতি এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের জন্য বাংলাদেশী ছাত্রীদের কাছ থেকে আবেদন আহ্বান করেছে। এইচএসসি/ এ লেভেল/ আলিম পাশ করা যেকোনো ছাত্রী এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন এ ভর্তির জন্য আবেদন করতে পারবে। আবেদন করার জন্য এইচএসসিতে সামগ্রিকভাবে, ইংরেজিতে এবং গণিতে(যদি থাকে) ন্যূনতম ৬০% বা ৩.৫ পেতে হবে। আবেদন পরবর্তী ধাপ হিসেবে প্রবেশিকা পরীক্ষা এবং ইন্টারভিউ থাকছে। ঢাকা এবং চট্টগ্রামে এক্সাম সেন্টার থাকবে। প্রবেশিকা পরীক্ষায় প্রস্তুতির জন্য খোলা বাকসো অনলাইন মক টেস্ট আয়োজন করছে। ফি ৫২০ টাকা। মক টেস্ট দেয়ার জন্য আমাদের ফেসবুক পেজে ইনবক্স করুন। যে যে বিষয়গুলোতে আবেদন করা যাবে-
এর পাশাপাশি আরো ১১ টি বিষয় রয়েছে যেগুলো মাইনর হিসেবে নেয়া যাবে
এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন এ নিজ খরচে পড়ার ক্ষেত্রে টিউশন ফিসহ বছরে ১৫ হাজার ডলারের মত লাগে, তবে অধিকাংশ ছাত্রী ফিন্যান্সিয়াল এইড পেয়ে থাকে। এক্ষেত্রে ফিন্যানসিয়াল এইডের জন্য আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করতে এখানে গিয়ে একাউন্ট খুলতে হবে। আবেদনের ক্ষেত্রে আমাদের অনলাইন সাপোর্ট নিতে পারেন। এক্ষেত্রে আমরা আপনার থেকে প্রয়োজনীয় তথ্য নিয়ে অনলাইন আবেদন করে দিবো। অথবা আপনি যদি চান আপনি নিজে আবেদন করবেন সেক্ষেত্রে আমরা আবেদনের সময় অনলাইনে থেকে আবেদনের প্রতিটি পর্যায় চেক করে দিবো। এতে করে নির্ভুল আবেদন করার ক্ষেত্রে আপনি থাকতে পারবেন নিশ্চিন্ত। আমাদের সাপোর্ট ফি ১০২০ টাকা। অনলাইন সাপোর্টের বিস্তারিত পাবেন এখানে । অনলাইন আবেদনের ক্ষেত্রে খোলা বাকসো অনলাইন সাপোর্টের জন্য স্লট পেতে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করুন। আবেদন করতে যা যা লাগবে- ১। পাসপোর্ট সাইজ ছবি ২। এসএসসি ট্রান্সক্রিপ্ট ৩। একাদশ শ্রেণীর ট্রান্সক্রিপ্ট (এইচএসসি পরিক্ষার্থী হলে) অথবা এইচএসসির ট্রান্সক্রিপ্ট আবেদন করা যাবে ৩০ জুন ২০১৮ পর্যন্ত। প্রবেশিকা পরীক্ষা ১৪ জুলাই এবং ইন্টারভিউ ২৫ (চট্টগ্রাম) ও ২৭(ঢাকা) জুলাই অনুষ্ঠিত হবে। চুড়ান্ত ফলাফল ৫ আগস্ট প্রকাশিত হবে। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে ক্লাস শুরু হবে। KAUST ফেলোশিপ ২০১৮ ফুলব্রাইট স্কলারশিপ ২০১৯-২০ |
Archives
February 2021
Categories
All
|