২০১৮-১৯ শিক্ষাবর্ষের জন্য আন্ডারগ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট এবং ডিপ্লোমা প্রোগ্রামের জন্য ব্রুনেই দারুসসালাম সরকার স্কলারশিপ ঘোষণা করেছে। সরকারী ফুল ফান্ডেড এই স্কলারশিপটির জন্য প্রাথমিক যাচাই-বাছাই করবে শিক্ষা মন্ত্রনালয় আবেদনের শর্তাবলী ১। আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে আবেদনের ক্ষেত্রে ৩১ শে জুলাই বয়স ১৮-২৫ এর মধ্যে হতে হবে। পোস্টগ্র্যাজুয়েশনের ক্ষেত্রে ৩৫ এর উর্দ্ধে হওয়া যাবে না। ২। সু-স্বাস্থ্যের অধিকারী হতে হবে। ৩। ইংরেজিতে দক্ষতার সার্টিফিকেট থাকলে প্রাধান্য দেয়া হবে। এই স্কলারশিপের আওতায় যেসব প্রতিষ্ঠানে পড়া যাবে- ১। ইউনিভার্সিটি ব্রুনেই দারুসসালাম ২। ইউনিভার্সিটি ইসলাম সুলতান শরীফ আলী ৩। ইউনিভার্সিটি টেকনোলোজি ব্রুনেই ৪। পলিটেকনিক ব্রুনেই ক্লাস শুরু হবে ২০১৮র জুলাই অথবা আগস্ট মাসে। স্কলারশিপের আওতায় যা যা পাবেন- ১। সম্পূর্ণ ফ্রি টিউশন ফি ২। আসা-যাওয়ার বিমান টিকেটে (ইকোনমিক ক্লাস) ৩। বৃত্তিপ্রাপ্তদের ব্রুনেই সরকার মাসিক ভাতা ৫০০ ব্রুনেই ডলার যা বাংলাদেশী টাকায় প্রায় ৩১ হাজার টাকা ৪। বার্ষিক(বইয়ের জন্য) ৬০০ ব্রুনেই ডলার যা বাংলাদেশী টাকায় প্রায় ৩৮ হাজার টাকা ৫। মাসিক খাবার ভাতা ১৫০ ব্রুনেই ডলার প্রদান করবে যা বাংলাদেশী টাকায় প্রায় ৯ হাজার টাকা, এছাড়া বিশ্ববিদ্যালয়ের ডরমিটরিতে থাকতে পারবেন। এজন্য কোনো খরচ লাগবে না। আবেদন প্রক্রিয়া প্রাথমিক পর্যায় আবেদনকারীকে অনলাইন আবেদন ৩ সেট, প্রাথমিক তথ্য বিবরণী ফরমের সাথে ৩ সেট মূল আবেদনপত্রের কপি, সংশ্লিষ্ট সার্টিফিকেট/মার্কশিট, পাসপোর্ট, জাতীয়তার আইডি, IELTS/TOEFL, পুলিশ ক্লিয়ারেন্স বা ভেরিফিকেশন, মেডিকেল সার্টিফিকেট সকল ডকুমেন্টের ৩ ফটোকপিসহ শিক্ষা মন্ত্রণালয়ে আবেদন করতে হবে। সবগুলো কাগজ একটি খামে ভরে খামের উপরে Tracking Number, Program প্রাপক, প্রেরক ও প্রোগ্রামের নাম লিখতে হবে। আবেদন অনলাইনে scholar banbeis gov bd এর লিঙ্কে করতে হবে এবং নিচের ঠিকানায় সকল ডকুমেন্টের হার্ডকপি জমা দিতে হবে। http://scholar.banbeis.gov.bd/Brunei প্রাথমিক তথ্য বিবরণী, মূল আবেদনপত্র সহ মূল বিজ্ঞপ্তি পাবেন এখান মূল আবেদনের রঙ্গিন প্রফেশনাল কপি পেতে এবং পূরণ করতে আমাদের অনলাইন সাপোর্ট নিন অনলাইন আবেদনের ক্ষেত্রে আমাদের অনলাইন সাপোর্ট নিতে পারেন। পুরো অনলাইন আবেদন প্রক্রিয়ায় অনলাইন সাপোর্ট পাবেন মাত্র ১০০০ টাকায়। অনলাইন আবেদনের ক্ষেত্রে খোলা বাকসো অনলাইন সাপোর্টের জন্য স্লট পেতে পেজে ইনবক্স করুন :) Online এ যেভাবে ফরম পূরণ করতে হবে-
আবেদন জমাদানের ঠিকানাঃ উপসচিব(বৃত্তি), শিক্ষা মন্ত্রণালয়, রুম নং-১৭০৬, ভবন নং-৬, বাংলাদেশ সচিবালয়, ঢাকা।
|
Archives
February 2021
Categories
All
|