হংকংএর লিংনান বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ নিয়ে বাংলাদেশী শিক্ষার্থীদের আন্ডারগ্র্যাড প্রোগ্রাম ভর্তি হওয়ার জন্য আবেদন আহ্বান করা হয়েছে। লিংনান বিশ্ববিদ্যালয় এশিয়ার ১% বা টপ ১০০ বিশ্ববিদ্যালয়ের একটি। বাংলাদেশী শিক্ষার্থীদের জন্য যে স্কলারশিপটি তারা দিচ্ছে তার নাম নন-লোকাল স্টুডেন্ট স্কলারশিপ। পড়ালেখার মাধ্যম ইংরেজি। মানবিক, সামাজিক বিজ্ঞান এবং ব্যবসায় অনুষদের অধীন ১৮ টি প্রোগ্রামে আন্ডারগ্র্যাড করার সুযোগ রয়েছে। এই স্কলারশিপ নিয়ে বাংলাদেশ থেকে যাওয়া মাইশা মালিহা লিংনান বিশ্ববিদ্যালয়ে বিবিএ করছেন। তিনি জানান, বিশ্ববিদ্যালয় কমিউনিটি তুলনামুলক ছোট হওয়ায় সবাই সবাইকে চেনে এবং এত আন্তরিক যে এটা এখন আমার আরেকটা পরিবার।
পেকিং বিশ্ববিদ্যালয় চীনের একটি গুরুত্বপূর্ণ গবেষণাধর্মী বিশ্ববিদ্যালয় যা দেশটির রাজধানী বেইজিং শহরে অবস্থিত। বিশ্ববিদ্যালয়টি সি৯ লীগের সদস্য। সি৯ লীগ হলো চীনের মেইনল্যান্ডের ৯ টি এলিট এবং প্রেস্টিজিয়াস বিশ্ববিদ্যালয়ের জোট। এছাড়া এ বিশ্ববিদ্যালয়টি বিশ্ব র্যাঙ্কিং এ ৩৮ তম। ১৮৯৮ সালে প্রাচীন তাইশুয়ে অথবা রাজকীয় অ্যাকাডেমীর সংস্কার হিসেবে "ইমপেরিয়াল ইউনিভার্সিটি অফ পেকিং" নামে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয় চীনের প্রথমদিকের আধুনিক সরকারি বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে একটি। প্রতিষ্ঠাকালীন সময়ে এটি চীনের শিক্ষাব্যবস্থার সর্বোচ্চ প্রশাসনের দায়িত্ব পালন করে। ৬৭০ একরের এই প্রতিষ্ঠানে বাংলাদেশি শিক্ষার্থীদের স্কলারশিপ নিয়ে এমবিএ করার সুযোগ রয়েছে।
উচ্চশিক্ষায় আগ্রহী মেধাবী শিক্ষার্থীদের জন্য চীন সরকার দিচ্ছে এক সুবর্ণ সুযোগ। আন্তর্জাতিক শিক্ষার্থীরা যারা অত্যন্ত মেধাবী ও ভবিষ্যৎ মেধাবিকাশে প্রত্যাশী তাদের জন্য সরকারি বৃত্তির আওতায় পিকিং বিশ্ববিদ্যালয় দিচ্ছে বিএ করার সুযোগ। বিভিন্ন দেশের শিক্ষার্থীরা “আন্তর্জাতিক শিক্ষার্থী” বিভাগের হয়ে পিকিং বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন করতে পারেন।
পিকিং বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি রয়েছে বেইজিং বিশ্ববিদ্যালয়ও এবং এ দুটো বৃত্তিসহ বর্তমানে চীনে মোট তিন ধরনের সরকারি স্কলারশিপ অব্যাহত আছে। এগুলো হলঃ চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ প্রোগ্রাম (CGS), পিকিং ইউনিভার্সিটি স্কলারশিপ (PKUS) এবং বেইজিং ইউনিভার্সিটি স্কলারশিপ (BJS)। ২০০৮ সালে চীনের শিক্ষা মন্ত্রণালয় CGS প্রবর্তন করে আর ২০১২ সালে পিকিং বিশ্ববিদ্যালয় PKUS প্রদান শুরু করে। PARTIAL এবং FULL এই দুটি ক্যাটাগরিতে বিভক্ত এই বৃত্তি। সেক্ষেত্রে, ২০০৬ সালে বেইজিং মিউনিসিপাল গভর্নমেন্টের চালু করা বেইজিং স্কলারশিপে টিউশন ফিও বৃত্তির অন্তর্ভুক্ত। কানাডার ট্রেন্ট বিশ্ববিদ্যালয় অনার্স পড়ার জন্য স্কলারশীপ প্রদান করবে। চুড়ান্তভাবে নির্বাচিত শিক্ষার্থী নিজের যোগ্যতা অনুযায়ী বিশ্ববিদ্যালয়টির যে কোন বিষয়ে পড়তে পারবে। বাংলাদেশের শিক্ষার্থীরাও আবেদন করতে পারবে। আবেদনের শেষ তারিখ ১৫ ফেব্রুয়ারি, ২০১৭। ট্রেন্ট বিশ্ববিদ্যালয় কানাডার ওন্টারিওতে অবস্থিত। সবুজে ঘেরা মনোরম পরিবেশ ও শিক্ষার উচ্চমানের জন্য এ বিশ্ববিদ্যালয় বিখ্যাত। একাডেমিক অর্জন, ভলান্টারি এক্সপেরিয়েন্স, লিডারশিপ এবং আর্থিক প্রয়োজনীয়তা বিবেচনা করে এ স্কলারশিপ প্রদান করা হবে। স্কলারশিপটি শুধুমাত্র উন্নয়নশীল দেশের শিক্ষার্থীদের প্রদান করা হবে।
কোর্স লেভেল: আন্ডারগ্রাজুয়েট হল্যান্ড গভর্মেন্ট স্কলারশীপের জন্য আবেদন আহবান করা হয়েছে। আগ্রহী শিক্ষার্থীরা ২০১৭-১৮ শিক্ষাবর্ষে ব্যাচেলর ও মাস্টার্স কোর্সে আবেদন করতে পারবে। চুড়ান্তভাবে নির্বাচিত শিক্ষার্থী হল্যান্ডের বিশ্ববিদ্যালয়গুলোতে পড়তে পারবে। আবেদন করার শেষ তারিখ ১ ফেব্রুয়ারি, ২০১৭। হল্যান্ড গভর্মেন্ট স্কলারশীপ দেশটির শিক্ষা, সংস্কৃতি ও বিজ্ঞান মন্ত্রণালয়ের অর্থায়নে পরিচালিত হয়। দেশী ও বিদেশী উভয় ধরনের শিক্ষার্থীরাই আবেদন করতে পারে। বিশ্বব্যাপী সংস্কৃতির আদান-প্রদান ও জ্ঞানের উৎকর্ষ সাধনের জন্য সরকারিভাবে এ স্কলারশীপ প্রোগ্রাম চালু করা হয়। কোর্স লেভেল ব্যাচেলর ও মাস্টার্স কোর্সের জন্য এ স্কলারশীপ দেয়া হবে। বিষয় নির্বাচিত শিক্ষার্থী নির্ধারিত কিছু বিষয়ে পড়তে পারবে। স্কলারশীপ এ স্কলারশীপ প্রোগ্রামের অধীনে চুড়ান্তবাবে নির্বাচিত শিক্ষার্থীকে এককালীন পাঁচ হাজার ইউরো দেয়া হবে। এছাড়া অন্যান্য সকল খরচ শিক্ষার্থীকে নিজে বহন করতে হবে। চীনে মাস্টার্স ও পিএইচডি কোর্সে স্কলারশীপের জন্য আগ্রহী শিক্ষার্থীদের থেকে আবেদন আহবান করা হয়েছে। দ্য গ্রাজুয়েট স্কুল অফ চাইনিজ একাডেমি অফ এগ্রিকালচারাল সায়েন্স (জিএসসিএএএস) বিদেশী শিক্ষার্থীদেরকে সম্পূর্ণ মেধার ভিত্তিতে এ স্কলারশীপ দিবে। চুড়ান্তভাবে নির্বাচিত শিক্ষার্থী ন্যাচারাল সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, এগ্রিকালচার ও ম্যানেজমেন্ট সায়েন্স বিষয়গুলোতে পড়তে পারবে। আগ্রহী শিক্ষার্থীকে এ বছরের ৩১ ডিসেম্বর তারিখের মধ্যে নির্ধারিত ফর্মে আবেদন করতে হবে। বিশ্বের বিভিন্ন দেশের মেধাবী শিক্ষার্থীদেরকে উচ্চশিক্ষা ও গবেষণায় উৎসাহিত করার জন্য জিএসসিএএএস স্কলারশীপ চালু হয়। চীনের সবচেয়ে মর্যাদাপূর্ণ স্কলারশীপগুলের মধ্যে এটি অন্যতম। এ গ্রাজুয়েট স্কুল দেশটির প্রথম সারির উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর একটি। গবেষণায় বিশ্বব্যাপী প্রতিষ্ঠানটির খ্যাতি রয়েছে। কোর্স লেভেল: মাস্টার্স ও ডক্টরাল রিসার্টের জন্য এ স্কলারশীপ দেয়া হবে। নেদারল্যান্ডে স্কলারশীপ নিয়ে পোস্টগ্রাজুয়েট পড়ার জন্য আগ্রহী শিক্ষার্থীদের থেকে আবেদন আহবান করা হয়েছে। বাংলাদেশ সহ মোট ৫১ টি দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। উন্নয়নশীল দেশের মেধাবী শিক্ষার্থীদেরকে নেদারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রতিবছর এ স্কলারশীপ দেয়। নেদারল্যান্ড ফেলোশীপ প্রোগ্রাম (এনএফপি) এর আওতায় এ স্কলারশীপ দেয়া হবে। শিক্ষা ও সংস্কৃতির আদান-প্রদান এ স্কলারশীপের মূল উদ্দেশ্য।
কোর্স লেভেল- মাস্টার্স, শর্ট কোর্স ও পিএইচডি গবেষণার জন্য এ স্কলারশীপ দেয়া হবে। |
Archives
February 2021
Categories
All
|