স্কলারশিপ
স্কলারশিপ
  • হোম
  • নতুন আপডেট
  • হাতেখড়ি
  • আমাদের সেবাসমূহ
  • যোগাযোগ
  • আমাদের লক্ষ্য
  • হোম
  • নতুন আপডেট
  • হাতেখড়ি
  • আমাদের সেবাসমূহ
  • যোগাযোগ
  • আমাদের লক্ষ্য

প্রতি মাসের নতুন স্কলারশিপ নিয়ে জানুন 
​

Picture

ইন্টারন্যাশনাল ডিন’স স্কলারশিপ- সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়

8/18/2018

Comments

 
University of Saskatchewan বা সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয় কানাডার সাসকোচোয়ান প্রভিন্সে অবস্থিত সেদেশের অন্যতম একটি পাবলিক বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের ওয়ার্ল্ড র‍্যাঙ্কিং এ কিউএস র‍্যাঙ্কিং ২০১৯ অনুযায়ী এর অবস্থান ৪৬১ তম। তবে এগ্রিকালচার ও ফরেস্ট্রির সাব্জেক্টে এর অবস্থান টপ ১০০ এর মধ্যে। মাস্টার্স সহ পোস্টগ্র্যাজুয়েট পর্যায়ে বর্তমানে ১৫০০ এর অধিক বিদেশী শিক্ষার্থী সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন।

কানাডার এই পাবলিক বিশ্ববিদ্যালয়ে ইন্টারন্যাশনাল ডিনস স্কলারশিপের আওতায় বাংলাদেশী শিক্ষার্থীরাও  ফুল ফান্ড নিয়ে প্রজেক্ট বেজড মাস্টার্স বা ডক্টরাল পড়তে পারবে। তাহলে চলুন জেনে নেয়া যাক বিস্তারিত। 

​
Picture

Read More
Comments

KAUST ফেলোশিপ ২০১৮

5/28/2018

Comments

 
কিং আব্দুল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলোজি(KAUST) লোহিত সাগরের তীরে  অবস্থিত সৌদি আরবের অন্যতম একটি গ্র্যাজুয়েট লেভেলের প্রাইভেট বিশ্ববিদ্যালয়। এর মোট ৯০১ জন শিক্ষার্থীর মধ্যে ৬৩৩ জনই বিদেশী শিক্ষার্থী এবং ১৩৩ জন একাডেমিক স্টাফের মধ্যে ১৩০ জনই বিদেশী নাগরিক। গ্র্যাজুয়েট লেভেলে প্রকৌশল এবং প্রযুক্তি বিষয়ে পড়াশোনার ক্ষেত্রে বৈশ্বিক র‍্যাঙ্কিং এ এর অবস্থান ১৯৫ তম। কিং আব্দুল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলোজিতে ইংরেজি ভাষায় পাঠদান করা হয়ে থাকে। এটি সৌদি আরবের একমাত্র Co-Ed  বিশ্ববিদ্যালয়।
​
সম্প্রতি কিং আব্দুল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলোজি এর স্প্রিং ২০১৯ এবং ফল ২০১৯  এর মাস্টার্স ও পিএইচডি প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু হয়েছে। বাংলাদেশী শিক্ষার্থীরাও এতে আবেদন করতে পারবেন।  উল্লেখ্য যে ভর্তিকৃত সকল বিদেশী শিক্ষার্থীই কিং আব্দুল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলোজি ফেলোশিপ পেয়ে থাকে।



Picture

Read More
Comments

সিঙ্গাপুর ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট এওয়ার্ড ২০১৮

5/18/2018

Comments

 
সিঙ্গাপুরের এজেন্সি ফর সায়েন্স, টেকনোলজি এন্ড রিসার্চ, নানইয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি, ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর এবং সিঙ্গাপুর ইউনিভার্সিটি অব টেকনোলজি এন্ড ডিজাইন মধ্য পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে এই প্রতিষ্ঠানগুলো প্রতিবছর সিঙ্গাপুর ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট এওয়ার্ড দিয়ে আসছে।

​সম্প্রতি জানুয়ারী ২০১৯ ইনটেকের জন্য সিঙ্গাপুর ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট এওয়ার্ড ২০১৮ ঘোষণা করা হয়েছে। বাংলাদেশি শিক্ষার্থীরা এই স্কলারশিপের আওতায় উপরোক্ত প্রতিষ্ঠান গুলোতে পিএইচডি করতে পারবে। মূলত বিজ্ঞান, প্রকৌশল এবং চিকিৎসা ক্ষেত্রে বিভিন্ন প্রজেক্টে পিএইচডি করার সুযোগ রয়েছে। প্রোগ্রামগুলোর ভাষা মাধ্যম ইংরেজি তাই আবেদনকারীদের অবশ্যই ইংরেজিতে লেখা এবং কথা বলায় পারদর্শী হতে হবে। এপর্যন্ত বিশ্বের ৭৫টি দেশের ১৫ হাজার আবেদনকারীদের মধ্যে ৬৫০ শিক্ষার্থী এই স্কলারশিপ নিয়ে সিঙ্গাপুরে পিএইচডি করছেন। 

​
Picture

Read More
Comments

মনবুকাগাকুশো স্কলারশিপ ২০১৯

4/30/2018

Comments

 
​উচ্চশিক্ষার জন্য জাপানি বিশ্ববিদ্যালয়গুলো এখন অনেক শিক্ষার্থীরই পছন্দের তালিকায় থাকে। বর্তমানে বিশ্বব্যাপী উচ্চতর গবেষণায় আগ্রহী শিক্ষার্থীরা গবেষণার জন্য বেছে নিচ্ছে এ দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। জাপান সরকারো উচ্চশিক্ষায় বিদেশী শিক্ষার্থীর উপস্থিতি বৃদ্ধি করতে কাজ করে যাচ্ছে। 

এরই প্রেক্ষিতে প্রতিবারের ন্যায় এবারো জাপানের শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া, বিজ্ঞান এবং প্রযুক্তি মন্ত্রনালয় 
বাংলাদেশী শিক্ষার্থীদের জন্য আন্ডারগ্র্যাজুয়েট, মাস্টার্স এবং পিএইচডি কোর্সে মেক্সট বা মনবুকাগাকুশো স্কলারশিপ ঘোষণা করেছে। এ বৃত্তি সাধারণত দুইভাবে পাওয়া যায়। একটি হচ্ছে বাংলাদেশে অবস্থিত জাপান দূতাবাসের মাধ্যমে। আরেকটি হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাইছেন, সে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমে। জাপানে বেশির ভাগ বিশ্ববিদ্যালয়ে মাধ্যম জাপানি। তবে ইংরেজিতেও বেশ কিছু বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ আছে।

​
Picture

Read More
Comments

নিউজিল্যান্ড কমনওয়েলথ স্কলারশিপ ২০১৮

2/24/2018

Comments

 
নিউজিল্যান্ড সরকার প্রতিবছরের ন্যায় এবছরও নিউজিল্যান্ড কমনওয়েলথ স্কলারশিপ ঘোষণা করেছে। এই স্কলারশিপের আওতায় মাস্টার্স এবং পিএইচডি পোগ্রামে ২ জন বাংলাদেশী শিক্ষার্থী নিউজিল্যান্ডে পড়ার সুযোগ পাবে। মাস্টার্সের জন্য স্কলারশিপের মেয়াদ ১-২ বছর এবং পিএইচডির জন্য স্কলারশিপের মেয়াদ সাড়ে ৩ বছর পর্যন্ত হতে পারবে।
 
 
আবেদনের যোগ্যতা-

১। বয়স ১৮ বছরের নিচে অথবা ৩৯ বছরের উপরে হওয়া যাবে না।  
২। সামরিক পদে কর্মরত থাকলে আবেদন করা যাবে না।
৩। সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
৪। আইইএলটিএস স্কোর ন্যূনতম ৬.৫ অথবা টোফেল ibt স্কোর ৯০ থাকতে হবে। আবেদন করার সময় না থাকলে পরবর্তিতে দেয়া যাবে 
​
Picture

Read More
Comments

মনবুকাগাকুশো (MEXT) স্কলারশিপ

4/21/2017

Comments

 
​উচ্চশিক্ষার জন্য জাপানি বিশ্ববিদ্যালয়গুলো এখন অনেক শিক্ষার্থীরই পছন্দের তালিকায় থাকে। বর্তমানে বিশ্বব্যাপী উচ্চতর গবেষণায় আগ্রহী শিক্ষার্থীরা গবেষণার জন্য বেছে নিচ্ছে এ দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। সম্প্রতি বাংলাদেশী শিক্ষার্থীদের জন্য জাপান সরকার  ২০২০ সালের আন্ডারগ্র্যাজুয়েট, মাস্টার্স এবং পিএইচডি কোর্সে মনবুকাগাকুশো বৃত্তি ঘোষণা করেছে। এটি মনবুশো, মেক্সট নামেও পরিচিত। এ বৃত্তি সাধারণত দুইভাবে পাওয়া যায়। একটি হচ্ছে বাংলাদেশে অবস্থিত জাপান দূতাবাসের মাধ্যমে। আরেকটি হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাইছেন, সে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমে। জাপানে বেশির ভাগ বিশ্ববিদ্যালয়ে মাধ্যম জাপানি। তবে ইংরেজিতেও বেশ কিছু বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ আছে।

​
Picture

Read More
Comments

এনইউএসে স্কলারশিপ নিয়ে পিএইচডি করুন 

4/15/2017

Comments

 
ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুর সিঙ্গাপুরের প্রাচীনতম এবং সর্ববৃহৎ বিশ্ববিদ্যালয়। এটি ১৯০৫ সালে প্রতিষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়টির মূল ক্যাম্পাস দক্ষিণ-পশ্চিম সিঙ্গাপুরের কেন্ট রিজ এলাকায় অবস্থিত। প্রায় ১.৫ বর্গ কিলোমিটার (০.৬ বর্গ মাইল) এলাকাজুড়ে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস অবস্থিত।

ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুর এশিয়া মহাদেশের চতুর্থ সেরা বিশ্ববিদ্যালয়, টাইমস্‌ হায়ার এডুকেশন র‌্যাঙ্কিং অনুসারে বিশ্বের ৩০তম সেরা বিশ্ববিদ্যালয়।

সম্প্রতি ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুরের গ্র্যাজুয়েট স্কুল ফর ইন্টিগ্রেটিভ সাইয়েন্সেস এন্ড ইঞ্জিনিয়ারিং তাদের পিএইচডি প্রোগ্রামের জন্য স্কলারশিপ ঘোষণা করেছে। এই স্কলারশিপের আওতায় গ্র্যাজুয়েট স্কুল ফর ইন্টিগ্রেটিভ সাইয়েন্সেস এন্ড ইঞ্জিনিয়ারিং এর বিভিন্ন সাবজেক্টে পিএইচডি করা যাবে। 

​
Picture

Read More
Comments

তুর্কি বুর্সলারি স্কলারশিপ-২০১৭

12/25/2016

Comments

 
এশিয়া ও ইউরোপ মহাদেশের মিলনস্থলে তুরস্কের অবস্থান, যা কামাল আতাতুর্ক কিংবা এরদোয়ানের দেশ হিসেবে পরিচিত। উভয় মহাদেশের মাঝখানে অবস্থান হওয়ায় সেই প্রাগৈতিহাসিক থেকে শুরু করে বর্তমানেও ভৌগোলিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে দেশটি।  

সম্প্রতি তুরস্ক সরকার তুর্কি বুর্সলারি স্কলারশিপ ২০১৭ এর জন্যে আবেদন আহবান করেছে।  এই স্কলারশিপের আওতায় তুরস্কের বিশ্ববিদ্যালয়গুলোতে মাস্টার্স এবং পিএইচডি করা যাবে। উল্লেখ্য এই স্কলারশিপের আওতায় আন্ডারগ্রাজুয়েট লেভেলেও আবেদনের সুযোগ রয়েছে তবে ২০১৭-১৮ সেশনের জন্যে এখনো আবেদন আহবান করা হয় নি। এসংক্রান্ত আপডেট পেতে আমাদের ওয়েবসাইটে নিয়মিত চোখ রাখুন। 






Picture

Read More
Comments

চীনে স্কলারশীপসহ মাস্টার্স ও পিএইচডি

10/31/2016

Comments

 

চীনে মাস্টার্স ও পিএইচডি কোর্সে স্কলারশীপের জন্য আগ্রহী শিক্ষার্থীদের থেকে আবেদন আহবান করা হয়েছে। দ্য গ্রাজুয়েট স্কুল অফ চাইনিজ একাডেমি অফ এগ্রিকালচারাল সায়েন্স (জিএসসিএএএস) বিদেশী শিক্ষার্থীদেরকে সম্পূর্ণ মেধার ভিত্তিতে এ স্কলারশীপ দিবে। চুড়ান্তভাবে নির্বাচিত শিক্ষার্থী ন্যাচারাল সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, এগ্রিকালচার ও ম্যানেজমেন্ট সায়েন্স বিষয়গুলোতে পড়তে পারবে। আগ্রহী শিক্ষার্থীকে এ বছরের ৩১ ডিসেম্বর তারিখের মধ্যে নির্ধারিত ফর্মে আবেদন করতে হবে।

বিশ্বের বিভিন্ন দেশের মেধাবী শিক্ষার্থীদেরকে উচ্চশিক্ষা ও গবেষণায় উৎসাহিত করার জন্য জিএসসিএএএস স্কলারশীপ চালু হয়। চীনের সবচেয়ে মর্যাদাপূর্ণ স্কলারশীপগুলের মধ্যে এটি অন্যতম। এ গ্রাজুয়েট স্কুল দেশটির প্রথম সারির উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর একটি। গবেষণায় বিশ্বব্যাপী প্রতিষ্ঠানটির খ্যাতি রয়েছে।

কোর্স লেভেল: মাস্টার্স ও ডক্টরাল রিসার্টের জন্য এ স্কলারশীপ দেয়া হবে।
​
Picture

Read More
Comments

উইডেনফেল্ড অ্যান্ড হফম্যান স্কলারশিপ নিয়ে মাস্টার্স করুন অক্সফোর্ডে 

10/8/2016

Comments

 
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় বিশ্বের বিভিন্ন দেশের ছাত্র-ছাত্রীদের নিকট হতে অক্সফোর্ড-উইডেনফেল্ড অ্যান্ড হফম্যান স্কলারশিপ অ্যান্ড লিডারশীপ প্রোগ্রামের জন্য আবেদন আহ্বান করছে। এটি অক্সফোর্ড গ্র্যাজুয়েট স্কলারশিপ প্রোগ্রামের একটি অংশ। এই স্কলারশীপের ৪০% অর্থ বিশ্ববিদ্যালয় এবং বাকি ৬০% অর্থ উইডেনফেল্ড অ্যান্ড হফম্যান ট্রাস্ট বহন করে। বর্তমানে প্রায় ৩০ জন বাংলাদেশি শিক্ষার্থী অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত রয়েছেন। 

কোর্স লেভেল-
মাস্টার্স, পিএইচডি, ডক্টরাল  
Picture

Read More
Comments
<<Previous

    Archives

    December 2020
    October 2020
    September 2020
    July 2020
    February 2020
    January 2020
    December 2019
    November 2019
    October 2019
    September 2019
    June 2019
    February 2019
    January 2019
    December 2018
    November 2018
    October 2018
    September 2018
    August 2018
    July 2018
    June 2018
    May 2018
    April 2018
    March 2018
    February 2018
    January 2018
    December 2017
    April 2017
    March 2017
    February 2017
    January 2017
    December 2016
    November 2016
    October 2016
    September 2016
    August 2016
    July 2016
    June 2016
    February 2016
    January 2016
    December 2015

    Categories

    All
    Australia
    DAAD
    Erasmus Mundus
    Full Funding
    IIT
    January 2015
    Japan
    Masters
    MBA
    Partial Funding
    PhD
    School
    UK
    Under Graduate
    Us

    RSS Feed

Powered by Create your own unique website with customizable templates.