The Chulabhorn Graduate Institute (CGI) এ স্কলারশিপসহ স্নাতকোত্তর পর্যায়ে (মাস্টার্স) অধ্যয়নের জন্য আবেদন আহ্বান করছে। রাজধানী ব্যাংককে অবস্থিত এ ইন্সটিটিউটটি থাইল্যান্ডের একটি বেসরকারি গ্র্যাজুয়েট ইন্সটিটিউট যেটি Chulabhorn Research Institute (CRI) এর ফ্যাকাল্টি মেম্বারদের দ্বারা গঠিত। কুলাভর্ন গ্রাজুয়েট ইন্সটিটিউট থাইল্যান্ডের একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান যা ২০০৫ সালে প্রিন্সেস কুলাভর্ন মাহিদল এর ৪৮ তম জন্মদিন উপলক্ষে প্রতিষ্ঠিত হয়েছিল। প্রিন্স কুলাভর্ন মাহিদল থাইল্যান্ডের একজন বিখ্যাত বিজ্ঞানী। বিজ্ঞানে মেধার স্বীকৃতি স্বরূপ তিনি আন্তর্জাতিকভাবে বিভিন্ন পুরস্কার লাভ করেছেন। এশিয়া-প্যাসিফিক অঞ্চলে বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণাকে আরো ছড়িয়ে দেয়ার জন্যে তিনি এ ইন্সটিটিউট প্রতিষ্ঠা করেন। বর্তমানে ইন্সটিটিউটটি গবেষণার জন্য বিশ্বব্যাপী সমাদৃত। সিজিআই পোস্টগ্রাজুয়েট স্কলারশিপ ফর নন-আসিয়ান স্কেমের আওতায় পাঁচজন (০৫) জন বাংলাদেশী শিক্ষার্থী নিম্নোক্ত বিষয়সমূহে স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নের সুযোগ পাবে। Applied Biological Sciences: Environmental Health Environmental Toxicology Chemical Biology আবেদনের যোগ্যতা ১। বয়স ৩০ এর কম হতে হবে ২। সিজিপিএ ন্যূনতম ৩.০০ সহ ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে। নিম্নোক্ত বিষয়সমূহের উপর ব্যাচেলর ডিগ্রি গ্রহণযোগ্যঃ
৩। সায়েন্টিফিক ল্যাবরেটরি রিসার্চে অভিজ্ঞতা থাকতে হবে। ৪। অবশ্যই ইংরেজি ভাষায় ফ্লুয়েন্ট হতে হবে। এক্ষেত্রে দক্ষতা টেস্টের জন্য IELTS/TOEFL গ্রহণযোগ্য। ৫। স্টেটমেন্ট অফ পারপাস (SOP) প্রদান করতে হবে। এ স্কলারশিপের আওতায় পাবেন-
আবেদন প্রক্রিয়া- ১। আবেদন ফরম পূরণ করে তার সাথে অন্যান্য সকল ডকুমেন্টস ইমেইলের মাধ্যমে পাঠাতে হবে। ২। ধাপ (১) সম্পন্ন করার পর সকল ডকুমেন্টসের মূল কপি পোস্টাল সার্ভিসের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ঠিকানায় পাঠাতে হবে। আবেদনের ঠিকানা- The Chulabhorn Graduate Institute (CGI Scholarship Program) 54 Kamphangphet 6 Road, Laksi, Bangkok 10210 THAILAND Email: cgi_academic@cgi.ac.th আবেদনে অনাকাঙ্ক্ষিত ভুল এড়াতে আমাদের অনলাইন সাপোর্ট নিন। এক্ষেত্রে আমরা আপনার থেকে প্রয়োজনীয় তথ্য নিয়ে ফরম পূরণ করে দিবো। অথবা আপনি যদি চান আপনি নিজে আবেদন করবেন সেক্ষেত্রে আমরা সংশ্লিষ্ট ফরমের ডক ফাইল দিবো যাতে করে সহজেই আপনি ফরমগুলো পূরণ করতে পারেন এবং প্রতিটি পর্যায় চেক করে দিবো। এতে করে নির্ভুল আবেদন করার ক্ষেত্রে আপনি থাকতে পারবেন নিশ্চিন্ত। আমাদের সাপোর্ট ফি ১০২০ টাকা। অনলাইন সাপোর্টের বিস্তারিত পাবেন এখানে । অনলাইন আবেদনের ক্ষেত্রে খোলা বাকসো অনলাইন সাপোর্টের জন্য স্লট পেতে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করুন। আবেদন ফরমসহ মূল বিজ্ঞপ্তি পাবেন এখানে । আবেদন ফরম, মেডিকেল রিপোর্ট ফরমের রঙ্গিন ওয়ার্ড ফাইল পেতে আমাদের অনলাইন সাপোর্ট নিতে পারেন। যেসকল ডকুমেন্টস লাগবে- ১। ফুল একাডেমিক ট্রান্সক্রিপ্ট ২। তিনটি রিকমেন্ডেশন লেটার ৩। স্টেটমেন্ট অফ পারপাস ৪। মেডিক্যাল হিস্ট্রি রিপোর্ট ৫। আবেদন বাছাইয়ের জন্য সহায়ক অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্টস আবেদনের সময়সীমা- ৩০ নভেম্বর, ২০১৮ এর মধ্যে আবেদন করতে হবে। |
Archives
February 2021
Categories
All
|