দক্ষিন কোরিয়ার Semyung University আন্ডারগ্র্যাজুয়েটে পড়ার জন্য বিদেশী শিক্ষার্থীদের চার্ম গ্লোবাল স্কলারশিপ (CHARM GLOBAL Scholarship) দিয়ে থাকে। বাংলাদেশী শিক্ষার্থীরাও এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। বর্তমানে ২০১৯ সেশনের জন্য আবেদন শুরু হয়ে গেছে। বিজ্ঞান বিষয়ের সাবজেক্টের পাশাপাশি ব্যবসা এবং মানবিক বিষয়ের সাবজেক্টের জন্যও এই স্কলারশিপ দেয়া হয়ে থাকে। এক বছর ভাষা শিক্ষা প্রোগ্রাম + চার বছরের স্নাতক মোট পাঁচ বছর মেয়াদী এই স্কলারশিপটি। তবে TOPIK এ লেভেল ৩ দক্ষতা অর্জনকারীরা সরাসরি তাদের স্নাতক শিক্ষাবর্ষ শুরু করতে পারবে। তাহলে চলুন দেখে নেয়া যাক এই স্কলারশিপের খুটিনাটি বিষয়গুলো সহ আবেদনের পদ্ধতি।
এই স্কলারশিপের আওতায় যা যা পাবেন- ১। সম্পুর্ন টিউশন ফি ২। ১ বছরের ভাষা শিক্ষা কোর্স ৩। ডরমিটরি ফি ৪। ডরমিটরি ক্যাফেটেরিয়ার খাবার উল্লেখ্য, ক্যাম্পাস ছুটিকালীন সময়ও ডরমিটরি এবং ডরমিটরি ক্যাফেটেরিয়া খোলা থাকবে এবং খরচ স্কলারশিপ কর্তৃপক্ষ বহন করবে। তবে বিমান ভাড়া, মেডিকেল খরচ অন্তর্ভুক্ত নয়। আবেদনের যোগ্যতা- ১ এইচএসসিতে জিপিএ ৫ পেতে হবে ২। ১লা মার্চ ১৯৯৪ এর পর জন্মগ্রহণকারীরা আবেদন করতে পারবে যে বিষয়গুলোতে আবেদন করা যাবে- School of Arts & Humanities School of Korean Culture and Media Major in Korean Language&Literature and Media Major in Teaching Korean as a Foreign Language Department of Digital Contents Creation Department of English Department of Chinese Department of Japanese Division Of Sports and Arts School of Convergence Design Major in Industrial and Visual Design Major in Space and Environment Design Major in Fashion Culture Design Department of Performing and Media Art College of Social Science School of Police Administration and Public Administra tion Major in Public Administration Major in Police Administration Department of Law Department of Real Estate Department of Fire and Disaster Prevention School of Global Management Major in Business Administration Major in Accounting Major in International Trade Department of Hotel and Tourism Management Department of Aviation Service Management Department of Advertising and Public Relations Department of Social Welfare College of Engineering and Information Technology Division of Natural Science School of Computer Science Major in Computer Systems Major in Software School of Information and Communication Sciences Network & Information Security Embedded system Division Of Engineering Department of E-commerce Department of Electrical Engineering Department of Electronic Engineering Department of Architectural Engineering Department of Civil Engineering Department of Bio-Environmental Engineering Department of Health and Safety Engineering College of Healthcare and Biotechnology School of Industrial Bio-Pharmaceutical Science -Department of Bio-Medicinal Science -Department of Industrial Pharmaceutical Science School of Cosmetic Science and Beauty Biotechnology -Cosmetic Science -Beauty Biotechnology -School of Food and Nutrition Science for Bioindustry -Food and Nutrition -Health Functional Food Department of Sports and Leisure আবেদন করতে যা যা লাগব- ১। আবেদন ফরম ২। পারসোনাল স্ট্যাটমেন্ট ৩। স্টাডি প্ল্যান ৪। আপনার কলেজের যেকোনো দুজন শিক্ষক থেকে নেয়া দুটি রেকোমেন্ডেশন লেটার। আলাদা খামে সিল মারা হতে হবে। ৫। এইচএসসি এর সার্টিফিকেট এবং মার্কশিট ৬। আবেদনকারীর পাসপোর্ট ৭। আবেদনকারীর বাবা-মায়ের এবং আবেদনকারীর এনআইডি। আবেদনকারীর এনআইডি না থাকলে জন্মসনদের ইংরেজি কপি। ৮। এক্সট্রাকারিকুলার সার্টিফিকেট (যদি থাকে) ৯। TOPIK/ IELTS/ TOEFL স্কোর (যদি থাকে) ১,২,৩ এবং ৪ এর ফরমসহ মূল বিজ্ঞপ্তি দেখুন এখানে আবেদন করবেন যেভাবে- উপরোক্ত ডকুমেন্ট এর ১ সেট অরিজিনাল কপি এবং আরো ২ সেট কপিসহ মোট ৩ সেট কপি একটি খামে ভরতে হবে। এরপর আবেদন সেটটি নিম্নোক্ত ঠিকানায় পাঠাতে হবে Yujin Shim, Moonhwakwan No,303, Semyung University, Semyung-ro 65, Jecehon, Chungbuk, Republic of Korea 27136 Tel: +82 43 649 1 কুরিয়ার করার আগে আবেদনের সফট কপি ইমেইল করতে হবে এখানে- syj81@semyung.ac.kr সঠিকভাবে ফরমগুলো পূরণ করতে প্রয়োজনীয় গাইডলাইন পেতে আমাদের অনলাইন সাপোর্ট নিন।আমাদের সাপোর্ট ফি ১০২০ টাকা। অনলাইন সাপোর্টের বিস্তারিত পাবেন এখানে- অনলাইন সাপোর্ট সেবা । অনলাইন আবেদনের ক্ষেত্রে খোলা বাকসো অনলাইন সাপোর্টের জন্য স্লট পেতে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করুন। আপনার এলাকা বা শহর থেকে আবেদন সেটটি পাঠানো সম্ভব না হলে আমাদেরকে কুরিয়ার করতে পারেন। আমরা ডকুমেন্ট চেক করে ডিএইচএল এর মাধ্যমে পাঠিয়ে দেবো। এক্ষেত্রে ডিএইচএল এর কুরিয়ার চার্জসহ অতিরিক্ত ৫২০ টাকা আপনাকে প্রদান করতে হবে। আবেদনের শেষ তারিখ ৩০ নভেম্বর ২০১৮ |
Archives
February 2021
Categories
All
|