যুক্তরাজ্যে পড়ার ক্ষেত্রে জনপ্রিয় একটি স্কলারশিপ হলো ব্রিটিশ চেভেনিং বা শেভেনিং স্কলারশিপ। এতে অর্থায়ন করে ফরেন অ্যান্ড কমনওয়েলথ অফিস বা এফসিও এবং বিভিন্ন সহযোগী সংগঠন। বিভিন্ন দেশের শিক্ষার্থীদের মধ্য থেকে মেধাবী ও নেতৃত্বের যোগ্যতাসম্পন্নরা এ স্কলারশিপের আওতায় যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়ে থাকে। ব্রিটেনের যেকোনো বিশ্ববিদ্যালয়ে যেকোনো বিষয়ে এক বছরের মাস্টার ডিগ্রি নিতে আগ্রহী শিক্ষার্থীরা আবেদন করতে পারে। ২০২০-২১ শিক্ষাবর্ষে মাস্টার্স কোর্সে ভর্তি হওয়ার জন্য বাংলাদেশী শিক্ষার্থীরা ৩ সেপ্টেম্বর থেকে এই স্কলারশিপে আবেদন করতে পারবে। তবে এর আগেই আপনার পছন্দের কোর্সে আবেদন করে ফেলতে পারেন। স্কলারশিপের আওতায় যা যা পাবেন * টিউশন ফি * মাসিক ভাতা * নিজ দেশ থেকে যুক্তরাজ্যে যাওয়া-আসার যাতায়াত ভাতা * ভিসা আবেদনের খরচ আবেদনের যোগ্যতা- ১। অনার্সে ন্যূনতম ৬০ শতাংশ নাম্বার পেতে হবে। ২। মাস্টার্স কোর্সে আবেদন করার জন্য প্রয়োজনীয় সকল যোগ্যতা। ৩। আবেদন করার জন্য ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ৪। আইইলটিএসে ন্যুনতম ৬.৫ থাকতে হবে (প্রতি সেকশনে ন্যুনতম ৫.৫)। এছাড়া শিক্ষাজীবনের কোন পর্যায়ে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়। আবেদন করার নিয়ম- ইউকে গভর্মেন্ট স্কলারশীপের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনভিত্তিক। আবেদন করতে ক্লিক করুন এখানে । স্কলারশিপে আবেদন করার আগে সংশ্লিষ্ট কোর্সে আবেদন করতে হবে। এরপর স্কলারশিপ অনলাইন আবেদনটি সম্পন্ন করতে হবে। উভয়ক্ষেত্রেই আবেদনে অনাকাঙ্ক্ষিত ভুল এড়াতে আমাদের অনলাইন সাপোর্ট নিন। এক্ষেত্রে আমরা আপনার থেকে প্রয়োজনীয় তথ্য নিয়ে অনলাইন আবেদন করে দিবো। অথবা আপনি যদি চান আপনি নিজে আবেদন করবেন সেক্ষেত্রে আমরা আবেদনের সময় অনলাইনে থেকে আবেদনের প্রতিটি পর্যায় চেক করে দিবো। এতে করে নির্ভুল আবেদন করার ক্ষেত্রে আপনি থাকতে পারবেন নিশ্চিন্ত। আমাদের সাপোর্ট আবেদন প্রতি ফি ১০২০ টাকা। ৩ টি প্রোগ্রাম+ স্কলারশিপের জন্য ফি ৩০৬০ টাকা। অনলাইন সাপোর্টের বিস্তারিত পাবেন এখানে । অনলাইন আবেদনের ক্ষেত্রে খোলা বাকসো অনলাইন সাপোর্টের জন্য স্লট পেতে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করুন। প্রয়োজনীয় কাগজপত্র:
এগুলো অনলাইন আবেদন করার সময় পিডিএফ ফর্ম্যাটে আপলোড করতে হবে। আর ফাইলের সাইজ ৫এমবি এর বেশী হওয়া যাবে না। আবেদনের শেষ সময় ৩ নভেম্বর ২০২০ (১২ঃ০০ জিএমটি) সাসিন ফিউচার লিডারস স্কলারশিপ DAAD স্কলারশিপ ২০১৮ (আর্কিটেকচার) |
Archives
December 2020
Categories
All
|