Chinese Govt. Scholarship এবং China Bangladesh Exchange Scholarship ২০১৭-১৮ এর জন্য Under-graduate, Masters, Ph.D, General/Senior Scholar কোর্সের জন্য বাংলাদেশি নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা হচ্ছে। স্কলারশিপের পরিমানঃ রেজিস্টেশন ফি, টিউশন ফি এবং আবাসন ফি স্কলারশিপের আওতায় থাকবে। মাস্টার্স ও ডক্টরেল লেভেলে ছাত্র/ছাত্রীদের জন্য মাসিক খরচ হিসেবে যথাক্রমে ৩০০০ ইউয়ান ও ৩৫০০ ইউয়ান প্রদান করা হবে। তবে, ল্যাবরেটরি ও ইন্টার্নশিপ ফি এবং যাতায়াত খরচ নিজেদের বহন করতে হবে। শর্তাবলি ১) গণপ্রজাতন্ত্রী চীন ব্যতিত অন্য যেকোনো দেশের নাগরিক হতে হবে। অবশ্যই সু-স্বাস্থ্যের অধিকারী হতে হবে। ২) অন্য কোনো স্কলারশিপ বা ফান্ডিং এর জন্য মনোনীত হওয়া যাবে না। ২) স্নাতক প্রোগ্রামে আবেদনের জন্য উচ্চ মাধ্যমিক পাশ এবং বয়স অবশ্যই ২৫ এর চেয়ে কম হতে হবে। ৩) মাস্টার্স প্রোগ্রামে আবেদনের জন্য স্নাতক ডিগ্রিধারী এবং বয়স অবশ্যই ৩৫ এর চেয়ে কম হতে হবে। ৪) ডক্টরেল প্রোগ্রামে আবেদনের জন্য উচ্চ মাস্টার্স ডিগ্রিধারী এবং বয়স অবশ্যই ৪০ এর চেয়ে কম হতে হবে। ৫) General Scholar প্রোগ্রামে আবেদনের জন্য ন্যূনতম ২ বছরের স্নাতক ডিগ্রিধারী এবং বয়স অবশ্যই ৪৫ এর চেয়ে কম হতে হবে। Senior Scholar প্রোগ্রামে আবেদনের জন্য মাস্টার্স ডিগ্রিধারী অথবা সহযোগী অধ্যাপক(অথবা তার উপরে) এবং বয়স অবশ্যই ৫০ এর চেয়ে কম হতে হবে। *বয়স গণনার ক্ষেত্রে তারিখ হবে ২০ মার্চ, ২০১৭। আবেদন প্রক্রিয়া প্রাথমিক পর্যায় আবেদনকারীকে প্রাথমিক তথ্য ববরণী ফরমের সাথে সংশ্লিষ্ট সার্টিফিকেট/মার্কশিট/পাসপোর্ট, জাতীয়তার আইডি IELTS/TOEFL/HSK এবং সকল ডকুমেন্টের ফটোকপিসহ শিক্ষা মন্ত্রণালয়ে আবেদন করতে হবে। আবেদন অনলাইনে নিম্নোক্ত লিঙ্কে করতে হবে এবং নিচের ঠিকানায় সকল ডকুমেন্টের হার্ডকপি জমা দিতে হবে। http://cbxchina.banbeis.gov.bd আবেদন জমাদানের ঠিকানাঃ উপসচিব(বৃত্তি), শিক্ষা মন্ত্রণালয়, রুম নং-১৭০৬, ভবন নং-৬, বাংলাদেশ সচিবালয়, ঢাকা।
দ্বিতীয় পর্যায়
Online এ যেভাবে ফরম পূরণ করতে হবে-
|
Archives
December 2020
Categories
All
|