স্কলারশিপ
স্কলারশিপ
  • হোম
  • নতুন আপডেট
  • হাতেখড়ি
  • আমাদের সেবাসমূহ
  • যোগাযোগ
  • আমাদের লক্ষ্য
  • হোম
  • নতুন আপডেট
  • হাতেখড়ি
  • আমাদের সেবাসমূহ
  • যোগাযোগ
  • আমাদের লক্ষ্য

প্রতি মাসের নতুন স্কলারশিপ নিয়ে জানুন 
​

Picture

চীনা সরকারি স্কলারশিপ ২০১৭ 

2/3/2017

Comments

 
Chinese Govt. Scholarship এবং China Bangladesh Exchange Scholarship ২০১৭-১৮ এর জন্য Under-graduate, Masters, Ph.D, General/Senior Scholar কোর্সের জন্য বাংলাদেশি নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা হচ্ছে।
স্কলারশিপের পরিমানঃ
রেজিস্টেশন ফি, টিউশন ফি এবং আবাসন ফি স্কলারশিপের আওতায় থাকবে।
মাস্টার্স ও ডক্টরেল লেভেলে ছাত্র/ছাত্রীদের জন্য মাসিক খরচ হিসেবে যথাক্রমে ৩০০০ ইউয়ান ও ৩৫০০ ইউয়ান প্রদান করা হবে।
তবে, ল্যাবরেটরি ও ইন্টার্নশিপ ফি এবং যাতায়াত খরচ নিজেদের বহন করতে হবে।



Picture
 
শর্তাবলি


১) গণপ্রজাতন্ত্রী চীন ব্যতিত অন্য যেকোনো দেশের নাগরিক হতে হবে। অবশ্যই সু-স্বাস্থ্যের অধিকারী হতে হবে।

২) অন্য কোনো স্কলারশিপ বা ফান্ডিং এর জন্য মনোনীত হওয়া যাবে না।

২) স্নাতক প্রোগ্রামে আবেদনের জন্য উচ্চ মাধ্যমিক পাশ এবং বয়স অবশ্যই ২৫ এর চেয়ে কম হতে হবে।

৩) মাস্টার্স প্রোগ্রামে আবেদনের জন্য স্নাতক ডিগ্রিধারী এবং বয়স অবশ্যই ৩৫ এর চেয়ে কম হতে হবে।

৪) ডক্টরেল প্রোগ্রামে আবেদনের জন্য উচ্চ মাস্টার্স ডিগ্রিধারী এবং বয়স অবশ্যই ৪০ এর চেয়ে কম হতে হবে।

৫) General Scholar প্রোগ্রামে আবেদনের জন্য ন্যূনতম ২ বছরের স্নাতক ডিগ্রিধারী এবং বয়স অবশ্যই ৪৫ এর চেয়ে কম হতে হবে।  Senior Scholar প্রোগ্রামে আবেদনের জন্য মাস্টার্স ডিগ্রিধারী অথবা সহযোগী অধ্যাপক(অথবা তার উপরে) এবং বয়স অবশ্যই ৫০ এর চেয়ে কম হতে হবে।

*বয়স গণনার ক্ষেত্রে তারিখ হবে ২০ মার্চ, ২০১৭।
 
আবেদন প্রক্রিয়া


প্রাথমিক পর্যায়

আবেদনকারীকে প্রাথমিক তথ্য ববরণী ফরমের সাথে সংশ্লিষ্ট সার্টিফিকেট/মার্কশিট/পাসপোর্ট, জাতীয়তার আইডি IELTS/TOEFL/HSK এবং সকল ডকুমেন্টের ফটোকপিসহ শিক্ষা মন্ত্রণালয়ে আবেদন করতে হবে।
আবেদন অনলাইনে নিম্নোক্ত লিঙ্কে করতে হবে এবং নিচের ঠিকানায় সকল ডকুমেন্টের হার্ডকপি জমা দিতে হবে।
http://cbxchina.banbeis.gov.bd


আবেদন জমাদানের ঠিকানাঃ

উপসচিব(বৃত্তি), শিক্ষা মন্ত্রণালয়, রুম নং-১৭০৬, ভবন নং-৬, বাংলাদেশ সচিবালয়, ঢাকা।
  • প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে English Proficiency (English, HSK) কে প্রাধান্য দেয়া হবে।
  • সংযুক্ত সকল ডকুমেন্টের তালিকা প্রদান করতে হবে।
  • খামের উপরে প্রাপক, প্রেরক ও প্রোগ্রামের নাম লিখতে হবে।
  • Online আবেদন ০১ ফেব্রুয়ারি, ২০১৭ থেকে শুরু হয়ে ১৫ ফ্রেব্রুয়ারি ২০১৭ বিকাল ৪.০০টা পর্যন্ত করা যাবে।
  • আবেদনপত্র সচবালয়ের ২ নং গেট সংলগ্ন অভ্যর্থনা কক্ষের ৯নং কাউন্টারে সকাল ১০.টা থেকে ১১.০০টা এবং বিকাল ৩.৩০টা থেকে ৪.৩০টার মধ্যে জমা প্রদান করতে হবে। জমা প্রদানের শেষ তারিখ ১৫ ফেব্রুয়ারি, ২০১৭।


দ্বিতীয় পর্যায়

  • প্রাথমিক পর্যায়ে আবেদন যাচাই-বাছাইয়ের পর প্রাথমিকভাবে মনোনীত প্রার্থীদের তালিকা শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। প্রাথমিকভাবে মনোনীত প্রার্থীদের আগামী ২৮ ফেব্রুয়ারি ২০১৭ তারিখে(সম্ভাব্য) CSC ফরম ও শর্তমতে পনরায় আবেদন করতে হবে।
  • প্রাথমিকভাবে মনোনীত প্রার্থীকে CSC Online Application System এ আবেদন করে মন্ত্রণালয়ে সংশ্লিষ্ট ডকুমেন্টস সহকারে আবেদন জমা দিতে হবে।


Online এ যেভাবে ফরম পূরণ করতে হবে-

  • আবেদন করার জন্য অবশ্যই Firefox অথবা Internet Explorer ব্যবহার করতে হবে।
  • অনলাইন এ আবেদন করার পর ফরমের Submit বাটন ক্লিক করলে প্রার্থীর প্রদত্ত ই-মেইল ঠিকানায় ID ও Password চলে যাবে। প্রার্থীকে Email open পর Active link এ click করে ID এবং  Password প্রদান করে আবেদন পত্রটি Activision করতে হবে।
  • ইমেইল সাথে সাথে না গেলে Spam/Junk mail এ চেক করতে হবে।
  • প্রার্থীকে Field of Study:Drop down list থেকে Field of Study নির্বাচন করতে হবে।
  • প্রার্থীকে % of mark অবশ্যই সঠিকভাবে লিখতে হবে(এক্ষেত্রে আবেদনের নিচে লাল কালিতে উদাহরণ অনুসরণ করা যেতে পারে)।
  • Online ফরম পূরণ সম্পর্কিত যেকোনো সমস্যার জন্য scholarship@banbeis.gov.bd তে ইমেইল করা যাবে।
Comments

    Archives

    December 2020
    October 2020
    September 2020
    July 2020
    February 2020
    January 2020
    December 2019
    November 2019
    October 2019
    September 2019
    June 2019
    February 2019
    January 2019
    December 2018
    November 2018
    October 2018
    September 2018
    August 2018
    July 2018
    June 2018
    May 2018
    April 2018
    March 2018
    February 2018
    January 2018
    December 2017
    April 2017
    March 2017
    February 2017
    January 2017
    December 2016
    November 2016
    October 2016
    September 2016
    August 2016
    July 2016
    June 2016
    February 2016
    January 2016
    December 2015

    Categories

    All
    Australia
    DAAD
    Erasmus Mundus
    Full Funding
    IIT
    January 2015
    Japan
    Masters
    MBA
    Partial Funding
    PhD
    School
    UK
    Under Graduate
    Us

    RSS Feed

Powered by Create your own unique website with customizable templates.