আপনি যদি স্কলারশিপ নিয়ে ইউরোপে পড়াশোনা করার কথা ভেবে থাকেন তাহলে ইরাসমাস মুন্ডুস স্কলারশিপ আপনার জন্য সবথেকে ভালো সুযোগের নাম। এটি শিক্ষা, প্রশিক্ষন, তারুন্য এবং ক্রীড়াক্ষেত্রে একটি ফান্ডিং স্কেম ইরাসমাস মুন্ডুস স্কলারশিপটি ইউরোপীয় ইউনিয়ন প্রতিবছর দিয়ে থাকে। প্রতিবছরের ন্যায় এবছরও বাংলাদেশী শিক্ষার্থীরা ইরাসামাস মুন্ডুস জয়েন্ট মাস্টার্স ডিগ্রী প্রোগ্রামে আবেদন করতে পারবে। এই শিক্ষাবৃত্তির অধীনে ইউরোপের প্রায় সবগুলোদেশে নিজের পছন্দের বিষয়ে পড়াশোনা করার সুযোগ রয়েছে। এই ‘ইরাসমাস মুন্ডুস স্কলারশীপ’দেওয়ার অন্যতম প্রধান উদ্দেশ্য হল শিক্ষাবৃত্তির পাশাপাশি পৃথিবীর বিভিন্ন দেশের শিক্ষার্থীদের মাঝে সংস্কৃতির আদান-প্রদান, পড়াশোনার পাশাপাশি ভাষা, মানুষ ইত্যাদি সম্পর্কে জানতে পারা। সাধারণত ১২-২৪ মাস (৬০,৯০,১২০ ক্রেডিট) মেয়াদি মাস্টার্স প্রোগ্রামগুলোর জন্য এই স্কলারশিপ দেয়া হয়ে থাকে। উল্লেখ্য একবার ইরাসমাস মুন্ডুস পেলে পরবর্তিতে আর এই স্কলারশিপের জন্য আবেদন করা যাবে না। আজকে আমরা বলবো DCLead: Digital Communication Leadership (ডিসিলিড- ডিজিটাল কমিউনিকেশন লিডারশিপ) প্রোগ্রাম নিয়ে University of Salzburg (অস্ট্রিয়া), Aalborg University (ডেনমার্ক) এবং Vrije Universiteit Brussel (বেলজিয়াম) মিলে DCLead: Digital Communication Leadership প্রোগ্রামে তিনটি আলাদা ট্র্যাকে জয়েন্ট মাস্টার্স ডিগ্রী প্রদান করে আসছে। এই প্রোগ্রামের ইনটেক ৫, অক্টোবর ২০২০ সেশনের জন্য আবেদন শুরু হয়েছে। সেপ্টেম্বর ২০১৯ থেকে আবেদন করা যাবে। আবেদন করতে কি লাগবে এবং এই প্রোগ্রামের প্রাথমিক তথ্যগুলো চলুন জেনে নিই। চার সেমিস্টারের এই প্রোগ্রামের ১ম সেমিস্টার University of Salzburg এ। ট্র্যাক এ সিলেক্ট করলে ২য় সেমিস্টার Vrije Universiteit Brussel এ এবং ট্র্যাক বি সিলেক্ট করলে Aalborg University এ হবে। ৩য় সেমিস্টারের শুরুতে সবাইকে University of Salzburg এ এসে সামার সিম্পোজিয়ামে অংশ নিতে হবে। এরপর তাদের ট্র্যাকে ফিরে যেতে হবে। ৪র্থ সেমিস্টারে থিসিস নিয়ে কাজ করতে হবে। অনেক ক্ষেত্রে শিক্ষার্থীরা অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, বেলজিয়াম ব্রাজিল, চীন, ডেনমার্ক, ঘানা বা ইউএসএ তে এই প্রোগ্রামের পার্টনার প্রতিষ্ঠানে শেষ সেমিস্টার শেষ করতে পারবে। এই স্কলারশিপের আওতায় যা যা পাবেন- ১। টিউশন ফি ২। স্বাস্থ্য বীমা ৩। ১০০০ ইউরো পর্যন্ত মাসিক ভাতা যা বাংলাদেশী টাকায় প্রায় ১ লক্ষ টাকা ৪। প্রতিবার বিশ্ববিদ্যালয় পরিবর্তনের সময় অতিরিক্ত ৩০০০ ইউরো ভাতা যা প্রায় বাংলাদেশী টাকায় ৩ লক্ষ টাকা। ৫। ভিসা এবং ট্রাভেল এক্সপেন্সের জন্য ২০০০ ইউরো বা ২ লক্ষ টাকা। আবেদনের যোগ্যতা- ১। ব্যাচেলর ডিগ্রী থাকতে হবে। আবেদন করার সময় ব্যাচেলর ডিগ্রী না থাকলে ইরাসমাস স্কলারশিপের জন্য বিবেচনা করা হবে না। ২। মাস কমিউনিকেশন, কমিউনিকেশনস, জার্নালিজম অথবা মিডিয়া স্টাডিজ এ ব্যাচেলর সম্পন্নকারীরা Digital Communication, Policy and Innovation in Europe (track A), এর জন্য আবেদন করতে পারবে। আইন, সোশ্যালজি, শিক্ষা অথবা সমাজবিজ্ঞানের শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন এই ট্র্যাকে। ৩। কম্পিউটার সায়েন্স, ইনফোরমেশন টেকনোলজি বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ ব্যাচেলর সম্পন্নকারীরা Digital Technology and Management track (track B) এর জন্য আবেদন করতে পারবে। ৪। এনথ্রপলজি, ডেভেলপমেন্ট স্টাডিজ, আন্তর্জাতিক সম্পর্ক, পলিটিকাল সায়েন্স সহ সামাজিবিজ্ঞানের যেকোনো বিষয়ের শিক্ষার্থীরা “Information and Communication Technology for Development (Track C)” তে আবেদন করতে পারবেন। ৫। আইইএলটিএসে ন্যূনতম স্কোর ৬.৫ লাগবে। আমাদের দেশের বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রাম ল্যাংগুয়েজ ইংরেজি হলেও তা ইংরেজি দক্ষতার প্রমাণ হিসেবে গৃহীত হবে না। এই ট্র্যাকে আবেদন করার জন্য অন্তত সিজিপিএ ৩.৭৫ লাগবে। আবেদন করতে যা যা লাগবে- ১। ইউরোপাস সিভি। আমাদের অনলাইন সাপোর্ট নেয়া সবাইকে ইউরোপাস সিভি তৈরিতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেয়া হবে। ২। অরিজিনাল সার্টিফিকেট এবং মার্কশিটের স্ক্যানকপি। ইংরেজিতে না থাকলে সাথে ইংরেজি অনুবাদকপি। ৩। আইইএলটিএস/টোফেল স্কোর। আবেদনের সময় আইইএলটিএস দিয়ে না থাকলে সংশ্লিষ্ট ইউরোপাস ফরম পূরণ করতে হবে। তবে এক্ষেত্রে দ্রুত আইইএলটিএস/টোফেল দিয়ে দিতে হবে। ৪। ৬০০০-১০০০০ অক্ষরের মধ্যে মোটিভেশন লেটার। ৫। ন্যূনতম দুটি এবং সর্বোচ্চ তিনটি রেকোমেন্ডেশন লেটার। আবেদন করবেন যেভাবে- অনলাইনে এখানে গিয়ে আবেদন সম্পন্ন করতে হবে। সঠিকভাবে আবেদন সম্পন্ন করতে আমাদের অনলাইন সাপোর্ট নিন। এক্ষেত্রে আমরা আপনার থেকে প্রয়োজনীয় তথ্য নিয়ে অনলাইন আবেদন করে দিবো। অথবা আপনি যদি চান আপনি নিজে আবেদন করবেন সেক্ষেত্রে আমরা আবেদনের সময় অনলাইনে থেকে আবেদনের প্রতিটি পর্যায় চেক করে দিবো। এতে করে নির্ভুল আবেদন করার ক্ষেত্রে আপনি থাকতে পারবেন নিশ্চিন্ত। আমাদের সাপোর্ট ফি ১০২০ টাকা। সর্বোচ্চ তিনটি প্রোগ্রামে আবেদন করতে পারবেন ইরাসমাস মুন্ডুস স্কলারশিপের জন্য। তিনটি প্রোগ্রামের জন্য সাপোর্ট ফি হবে ৩০৬০ টাকা। অনলাইন সাপোর্টের বিস্তারিত পাবেন এখানে- অনলাইন সাপোর্ট সেবা । অনলাইন আবেদনের ক্ষেত্রে খোলা বাকসো অনলাইন সাপোর্টের জন্য স্লট পেতে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করুন। আবেদনের শেষ সময় ৩ ডিসেম্বর ২০২০ ইরাসমাস মুন্ডুস স্কলারশিপের প্রোগ্রামগুলো নিয়ে আমরা ধারাবাহিক পোস্ট করবো। তাই নিয়মিত আমাদের ওয়েবসাইট ভিজিট করুন। ইন্টারন্যাশনাল ডিন’স স্কলারশিপ- সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয় সুইস গভমেন্ট এক্সিলেন্স স্কলারশীপ ২০১৯-২০ |
Archives
February 2021
Categories
All
|