প্রতিবছর ইরাসমাস মুন্ডুস স্কলারশিপের আওতায় বেশকিছু প্রোগ্রাম ফুল ফান্ডিং নিয়ে মাস্টার্স করা যায়। সাধারণত সেপ্টেম্বরের দিকে আবেদন নেয়া শুরু হয়। এবার প্রায় ৭৫ এরও অধিক প্রোগ্রামে ইরাসমাস মুন্ডুস স্কলারশিপের ফান্ডিং রয়েছে। বাংলাদেশী শিক্ষার্থীরাও এই প্রোগ্রাম গুলোতে আবেদন করতে পারবে। সবগুলো প্রোগ্রামের ব্যাপারে লেখা আমাদের পক্ষে সম্ভবপর নয়। আমরা ১০-১২ টি প্রোগ্রাম ফিচার করার চেষ্টা করবো। তবে বাকি প্রোগ্রামগুলোতে আবেদনের ক্ষেত্রেও আমাদের অনলাইন সাপোর্ট নিতে পারবেন। ইরাসমাস মুন্ডুস মাস্টার ইন ইকোনমিক পলিসিস ফর দা গ্লোবাল ট্রানজিশন প্রোগ্রামটিতে তিনটি পাথওয়ে বা মেজর রয়েছে। আবেদনকারীরা এরমধ্যে থেকে তাদের মেজর বেছে নিতে পারবেন। এই স্কলারশিপের আওতায় যা যা পাবেন- ১। টিউশন ফি ২। স্বাস্থ্য বীমা ৩। ১০০০ ইউরো পর্যন্ত মাসিক ভাতা যা বাংলাদেশী টাকায় প্রায় ১ লক্ষ টাকা ৪। প্রতিবার বিশ্ববিদ্যালয় পরিবর্তনের সময় অতিরিক্ত ৩০০০ ইউরো ভাতা যা প্রায় বাংলাদেশী টাকায় ৩ লক্ষ টাকা। ৫। ভিসা এবং ট্রাভেল এক্সপেন্সের জন্য ২০০০ ইউরো বা ২ লক্ষ টাকা। আবেদনের যোগ্যতা- ১। অর্থনীতিতে ব্যাচেলর সম্পন্ন করতে হবে। এছাড়া অন্য ব্যাচেলর প্রোগ্রামের ক্ষেত্রে কারিকুলামে ২৪ ECTS ক্রেডিট অর্থনীতি এবং ৬ ECTS ক্রেডিট স্ট্যাটিসটিকস বা ইকনোমেট্রিক্স কোর্স থাকলেও আবেদন করা যাবে। যাদের ব্যাচেলর এখনো সম্পন্ন হয়নি তবে ৩১ জুলাই ২০২১ এর মধ্যে সার্টিফিকেট ইস্যু হবে তারা আবেদন করতে পারবেন। ২। আইইএলটিএসে ন্যূনতম ৬.৫ থাকতে হবে। এর পাশাপাশি ফ্রেঞ্চ, ইতালিয়ান বা জার্মান ভাষা জানা থাকলে অগ্রাধিকার দেয়া হবে। আবেদন করতে যা যা লাগবে- ১। অরিজিনাল সার্টিফিকেট এবং মার্কশিটের স্ক্যানকপি। ইংরেজিতে না থাকলে সাথে ইংরেজি অনুবাদকপি। ২। পাসপোর্ট ৩। সিলেবাস ৪। আইইএলটিএস/ টোফেল স্কোর ৫। স্টেটমেন্ট অব পারপাস ৬। প্লেস অব রেসিডেন্স এর প্রুফ ৭। সিভি ৮। ২ টি রেফারেন্স লেটার আবেদন করবেন যেভাবে- অনলাইনে এখানে গিয়ে আবেদন সম্পন্ন করতে হবে। সঠিকভাবে আবেদন সম্পন্ন করতে আমাদের অনলাইন সাপোর্ট নিন। এক্ষেত্রে আমরা আপনার থেকে প্রয়োজনীয় তথ্য নিয়ে অনলাইন আবেদন করে দিবো। অথবা আপনি যদি চান আপনি নিজে আবেদন করবেন সেক্ষেত্রে আমরা আবেদনের সময় অনলাইনে থেকে আবেদনের প্রতিটি পর্যায় চেক করে দিবো। এতে করে নির্ভুল আবেদন করার ক্ষেত্রে আপনি থাকতে পারবেন নিশ্চিন্ত। আমাদের সাপোর্ট ফি ১০২০ টাকা। সর্বোচ্চ তিনটি প্রোগ্রামে আবেদন করতে পারবেন ইরাসমাস মুন্ডুস স্কলারশিপের জন্য। তিনটি প্রোগ্রামের জন্য সাপোর্ট ফি হবে ৩০৬০ টাকা। অনলাইন সাপোর্টের বিস্তারিত পাবেন এখানে- অনলাইন সাপোর্ট সেবা । অনলাইন আবেদনের ক্ষেত্রে খোলা বাকসো অনলাইন সাপোর্টের জন্য স্লট পেতে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করুন। আবেদনের শেষ সময় ৩০ জানুয়ারি ২০২১। |
Archives
December 2020
Categories
All
|