চিনের ফুজিয়ান প্রদেশের সাথে বিশ্বের অন্যান্য অঞ্চলের যোগাযোগ বৃদ্ধির লক্ষ্যে ২০১২ সাল থেকে বিদেশি শিক্ষার্থীদেরকে বৃত্তি দিয়ে আসছে। এই স্কলারশিপ মূলত টিউশন ফি, একোমোডেশন ফি ও অন্যান্য একাডেমিক খরচ বহন করে থাকে। সম্প্রতি জিয়ামিন বিশ্ববিদ্যালয়ের জন্যে এই স্কলারশিপটি ঘোষণা করা হয়েছে। জিয়ামিন বিশ্ববিদ্যালয় তার সুন্দর ক্যাম্পাসের জন্য পরিচিত। এটি র্যাঙ্কিংএ বিশ্বের প্রথম ৫০০ বিশ্ববিদ্যালয়ের একটি। পড়াশোনার মাধ্যম চীনা এবং ইংরেজি। এই স্কলারশিপটি আন্ডারগ্রাজুয়েট, মাস্টার্স এবং ডক্টরাল প্রোগ্রামের জন্য দেয়া হবে। আবেদনের যোগ্যতা- * চীনা নাগরিক হওয়া যাবে না। * ব্যাচেলর প্রোগ্রামের জন্যবয়স ৩০, মাস্টার্সের জন্য ৩৫ এবং ডক্টরাল প্রোগ্রামের জন্য ৪০ এর অধিক হওয়া যাবে না। আবেদনের প্রক্রিয়া- স্কলারশিপে আবেদনের জন্য প্রথমে সংশ্লিষ্ট প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন করতে হবে। অনলাইনে আবেদন এখানে করতে পারবেন। আবেদন সম্পন্ন করার পর এখান থেকে স্কলারশিপের ফরমটি পূরণ করে প্রিন্ট করতে হবে। উক্ত ২টি আবেদন ফরম প্রয়োজনীয় অন্যান্য শিক্ষাগত সার্টিফিকেটের সত্যায়িত কপিসহ নিম্নোক্ত ঠিকানায় পাঠাতে হবে। Admissions Office of Xiamen University, Fujian Province, China 361005; Tel: +86 (0)592 2184792 আবেদনের শেষ সময়- ১৫ মে ২০১৭ ইং |
Archives
February 2021
Categories
All
|