যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার জন্য অন্যতম সম্মানজনক এক বৃত্তির নাম ‘ফুলব্রাইট ফরেন স্টুডেন্ট প্রোগ্রাম’। বিশ্বের অন্যতম নামকরা এ বৃত্তিপ্রাপ্তদের মধ্যে ৫৩ জন জয় করেছেন নোবেল পুরস্কার আর ৭৮ জন পেয়েছেন পুলিৎজার পুরস্কার। ফুলব্রাইট প্রোগ্রামে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের ফি থেকে শুরু করে শিক্ষার্থীদের থাকা-খাওয়া-যাতায়াতসহ যাবতীয় খরচ দেয়া হয়। সম্প্রতি ২০২২-২৩ সেশনের জন্য আবেদন আহবান করা হয়েছে। এবছরও বাংলাদেশী শিক্ষার্থীরা ফুলব্রাইট স্কলারশিপের আওতায় মাস্টার্স করার জন্যে আবেদন করতে পারবে। তাই দেরি না করে দেখে নিন যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে। এই স্কলারশিপটি সকল বাংলাদেশী শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত হলেও বিশ্ববিদ্যালয়ের তরুন ফ্যাকাল্টি মেম্বার, গবেষণা প্রতিষ্ঠানের জুনিয়র থেকে মিড লেভেলের কর্মকর্তা, এনজিও সহ সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানে কর্মরত আবেদনকারীরা অগ্রাধিকার পাবে। ফুলব্রাইট স্কলারশিপের আওতায় যা যা পাবেন- ১। আসা-যাওয়ার বিমান ভাড়া ২। টিউশন সহ যাবতীয় একাডেমিক ফি ৩। থাকা-খাওয়া এবং ব্যক্তিগত খরচের জন্য মাসিক স্টাইপেন্ড ৪। বই ভাতা ৫। স্বাস্থ্য বীমা ৬। ভ্রমণ এলাওয়েন্স ৭। ব্যাগেজ এলাওয়েন্স যে যে বিষয়গুলোতে আবেদন করা যাবে-
আবেদনের যোগ্যতা - * বাংলাদেশের যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণীর স্নাতক ডিগ্রিধারী হতে হবে। * ইউএসএর কোনো বিশ্ববিদ্যালয়ের ডিগ্রী থাকা যাবে না। * স্নাতক এবং স্নাতকোত্তর বাংলাদেশের হতে হবে; তবে বিশ্ববিদ্যালয় ভিন্ন হলে সমস্যা নেই। * কমপক্ষে দুই বছর কর্ম-অভিজ্ঞতা আছে, এমন মেধাবী শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রের ফুলব্রাইট ফরেন স্টুডেন্ট প্রোগ্রামে আবেদন করতে পারেন। * আইইএলটিএস এ ন্যূনতম ৭ অথবা টোফেলে ন্যূনতম ৮০ স্কোর থাকতে হবে। * সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। টোফেল বৃত্তান্ত আবেদন প্রক্রিয়া - আবেদন করতে হবে অনলাইনে এখানে । আবেদনের সময় অনলাইনে আবেদনপত্র ও সব একাডেমিক ট্রান্সক্রিপ্ট ও সার্টিফিকেটের স্ক্যান কপি আপলোড করতে হয়। এছাড়া তিনটি লেটার অব রেফারেন্সও আপলোড করতে হয়। এছাড়া টোফেল/আইইএলটিএস স্কোর ও জিআরই/জিম্যাট স্কোর জমা দিতে হয়। আবেদনকারী টোফেল স্কোর ও জিআরই/জিম্যাট স্কোর ছাড়াই প্রাথমিক আবেদন করতে পারেন, কিন্তু প্রাথমিকভাবে নির্বাচিত হওয়ার পরে অবশ্যই স্কোর জমা দিতে হবে। আবেদনের ক্ষেত্রে আমাদের অনলাইন সাপোর্ট নিতে পারেন। এক্ষেত্রে আমরা আপনার থেকে প্রয়োজনীয় তথ্য নিয়ে অনলাইন আবেদন করে দিবো। অথবা আপনি যদি চান আপনি নিজে আবেদন করবেন সেক্ষেত্রে আমরা আবেদনের সময় অনলাইনে থেকে আবেদনের প্রতিটি পর্যায় চেক করে দিবো। এতে করে নির্ভুল আবেদন করার ক্ষেত্রে আপনি থাকতে পারবেন নিশ্চিন্ত। আমাদের সাপোর্ট ফি ২০৪০ টাকা। অনলাইন সাপোর্টের বিস্তারিত পাবেন এখানে । অনলাইন আবেদনের ক্ষেত্রে খোলা বাকসো অনলাইন সাপোর্টের জন্য স্লট পেতে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করুন। আবেদনের শেষ সময় - ১৫ মে ২০২১ সিঙ্গাপুর ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট এওয়ার্ড |
Archives
February 2021
Categories
All
|