কোরিয়ান ডেভেলপমেন্ট ইনস্টিটিউট কর্তৃক মাস্টার্স প্রোগ্রামে স্প্রিং ২০২১ এর জন্য আবেদন আহ্বান করা হয়েছে। সামাজিক এবং অর্থনৈতিকই গবেষণার ক্ষেত্রে কোরিয়ান ডেভেলপমেন্ট ইনস্টিটিউট বিখ্যাত একটি প্রতিষ্ঠান। কোরিয়ান ডেভেলপমেন্ট ইনস্টিটিউট (কেডিআই) আন্তর্জাতিক উন্নয়নের ক্ষেত্রে এশিয়ার থিংক ট্যাংকগুলোর মধ্যে ধারাবাহিকভাবে ৫ বছর শীর্ষে অবস্থান করেছে। এছাড়া ৩১ জানুয়ারী ২০১৮ তে প্রকাশিত “গ্লোবাল গো টু থিংক ট্যাংক ইনডেক্স রিপোর্ট অনুযায়ী এজাতীয় গবেষণার রিসার্চ ইন্সটিটিউট হিসেবে এর অবস্থান ১৯ তম। এখানে প্রায় ৭০টি দেশের ছাত্র-ছাত্রীরা পড়াশোনা করে। বাংলাদেশি শিক্ষার্থীরাও স্কলারশিপ নিয়ে কেডিআইতে পড়তে পারবে। তাহলে আর দেরি কেনো! চলুন দেখে নেয়া যাক আবেদন করতে কি কি লাগবে আর কিভাবে আবেদন করবেন। যে সকল ডিগ্রির জন্য আবেদন করা যাবে-
আবেদনের যোগ্যতা- ১। বাংলাদেশি নাগরিক হতে হবে। ২। ব্যাচেলর শেষ হতে হবে। পিএইচডির ক্ষেত্রে মাস্টার্স সম্পন্ন করতে হবে। ৩। পাবলিক অফিশিয়াল হিসেবে আবেদন করলে অবশ্যই আবেদনকারীকে সংশ্লিষ্ট কর্মক্ষেত্রে ন্যূনতম ৬ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বাকিরা কাজের অভিজ্ঞতা ছাড়া আবেদন করতে পারবেন। স্কলারশিপের আওতায় যা যা পাবেন- ১। টিউশন ফি ২। মাসিক স্টাইপেন্ড ৩। পাবলিক অফিশিয়াল হিসেবে আবেদন করলে আসা-যাওয়ার বিমান ভাতা। অন্যদের ক্ষেত্রে বিমান ভাড়া নিজেদেরকে বহন করতে হবে। অনলাইনে এখানে গিয়ে আবেদন করতে হবে। আবেদনের ক্ষেত্রে আমাদের অনলাইন সাপোর্ট নিতে পারেন। পুরো অনলাইন আবেদন প্রক্রিয়ায় অনলাইন সাপোর্ট পাবেন মাত্র ১০২০ টাকায়। অনলাইন সাপোর্টের বিস্তারিত পাবেন এখানে । অনলাইন আবেদনের ক্ষেত্রে খোলা বাকসো অনলাইন সাপোর্টের জন্য স্লট পেতে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করুন। আবেদন করতে যা যা লাগবে- ১। অনলাইন আবেদনের প্রিন্ট কপি ২। কেডিআই এর দেয়া ফরমে স্টেটমেন্ট অব পারপাস ৩। পররাষ্ট্র মন্ত্রনালয় বা কোরিয়ান এম্বাসি কর্তৃক সত্যায়িত ট্রান্সক্রিপ্ট কপি। ট্রান্সক্রিপ্টে গ্রেডিং টেবিল না থাকলে অফিশিয়াল গ্রেডিং সিস্টেমের ব্যাখ্যা সংগ্রহ করে সাথে দিতে হবে। ৪। পররাষ্ট্র মন্ত্রনালয় বা কোরিয়ান এম্বাসি কর্তৃক সত্যায়িত সার্টিফিকেট কপি। ৫। ২টি রেকোমেন্ডেশন লেটার। অনলাইনে পূরণ বা হার্ড কপি যেকোনো একমাধ্যমে দিলেই হবে। ৬। আইইএলটিএস, টোফেল বা মিডিয়াম অব ইন্সট্রাকশনের সার্টিফাইড কপি। যদি থাকে। ৭। পাবলিক অফিশিয়াল হিসেবে আবেদন করলে ইমপ্লয়মেন্ট ভেরিফিকেশন কপি। ৮। পাসপোর্টের ব্যক্তিগত তথ্য পেজের কপি। ৯। দুই কপি ৩ সেমি X ৪ সেমি সাইজের ছবি ১০। ভিডিও রচনা। দেয়া বাধ্যতামূলক নয়। তবে আমাদের অনলাইন সাপোর্ট যারা নিবেন তারা যাতে মানসম্মতভাবে ভিডিও রচনা বানাতে পারেন তার জন্য সঠিকভাবে গাইডলাইন দেয়া হবে। এছাড়া আমাদের বিশেষজ্ঞ প্যানেল আপনার ভিডিও রচনাটি চেক করবেন যাতে কোনো ধরনের অনাকাংখিত ত্রুটি সহ আপলোড না হয়। এই ডকুমেন্টগুলোসহ অনলাইনে আবেদন করতে হবে ৫ অক্টোবর ২০২০ এর মধ্যে। এরপর প্রাথমিকভাবে সিলেকটেড হলে এই সবগুলো ডকুমেন্ট একটি প্যাকেজ হিসেবে পোস্টাল মেইলের মাধ্যমে ৬ থেকে ২০ নভেম্বর ২০২০ এর মধ্যে কেডিআই এর এডমিশন অফিসে পাঠাতে হবে। একাধিক প্রোগ্রামের জন্য আবেদন করা যাবে না। ডকুমেন্ট পাঠানোর ঠিকানা- The Office of Admissions KDI School of Public Policy and Management 263 Namsejong‐ro, Sejong, Republic of Korea, 30149 |
Archives
December 2020
Categories
All
|