আপনি যদি পদার্থবিদ্যা বা এস্ট্রোনমিতে স্নাতক সম্পন্ন করে থাকেন এবং স্নাতকোত্তর পড়াশোনা নেদারল্যান্ডে করতে চান তাহলে ওর্ট স্কলারশিপ (Oort scholarship) নিয়ে ভেবে দেখতে পারেন। ওর্ট স্কলারশিপের অধীনে ফুল এবং আংশিক ফান্ডিং এর মাধ্যমে নন-ডাচ শিক্ষার্থীদের জন্য লেইডেন বিশ্ববিদ্যালয় এস্ট্রোনমিতে এমএসসি ডিগ্রি অর্জনের সুযোগ প্রদান করছে। ১৬৩৩ সালে প্রতিষ্ঠিত লেইডেন অবজারভেটরি হচ্ছে বিশ্ববাদ্যালয় লেভেলে বিশ্বের সবচেয়ে প্রাচীন এস্ট্রোনমি বিভাগ। স্কলারশিপের সুযোগ-সুবিধা- ওর্ট স্কলারশিপ মূলত এক বছরের। তবে সফলতার সাথে ২য় বর্ষ শেষ করার পর শর্ত সাপেক্ষে স্কলারশিপ নবায়নের সুযোগ রয়েছে। ফুল স্কলারশিপের ক্ষেত্রে টিউশন ফি হোম ফি’এর (প্রতি বছর ২,০৭৮ ইউরো) সমান টিউশন ফি রাখা হবে। থাকার খরচ হিসেবে প্রতি বছর ১১,০০০ ইউরো প্রদান করা হবে। স্কলারশিপের এই অর্থ মাসিক ভিত্তিতে প্রদান করা হবে। বি দ্র- নন-ইউ শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ বাদে টিউশন ফি ১৮,৩০০ ইউরো। মানে বাংলাদেশী শিক্ষার্থীরা বছরে ১৮.৩০০ ইউরো করে পাবে। যোগ্যতা- ১। আবেদনকারীকে অবশ্যই পদার্থবিদ্যা অথবা এস্ট্রোনমিতে স্নাতক অথবা সমমান ডিগ্রিধারী হতে হবে। ২। নিম্নোক্ত যেকোনো বিষয়কে রিসার্চ স্পেশালাইজেশন রেখে Msc করার পরিকল্পনা থাকতে হবেঃ Astronomy Research, Astronomy and Cosmology, Astronomy and Instrumentation, Astronomy and Data Science আবেদন প্রক্রিয়া- ১। অনলাইন অ্যাপ্লিকেশন সিস্টেমের মাধ্যমে আবেদন করতে হবে। ২। নিম্নোক্ত ২টি বিষয়ে মনোনিবেশ করে একটি বিস্তারিত মোটিভেশনাল লেটার লিখে masters@strw.leidenuniv.nl ঠিকানায় পাঠাতে হবে ক) ভাল একাডেমিক মেরিট/রেজাল্ট খ) কেন স্কলারশিপ (আর্থিক সহায়তা) প্রয়োজন আবেদনে অনাকাঙ্ক্ষিত ভুল এড়াতে আমাদের অনলাইন সাপোর্ট নিন। এক্ষেত্রে আমরা আপনার থেকে প্রয়োজনীয় তথ্য নিয়ে অনলাইন আবেদন করে দিবো। অথবা আপনি যদি চান আপনি নিজে আবেদন করবেন সেক্ষেত্রে আমরা আবেদনের সময় অনলাইনে থেকে আবেদনের প্রতিটি পর্যায় চেক করে দিবো। এতে করে নির্ভুল আবেদন করার ক্ষেত্রে আপনি থাকতে পারবেন নিশ্চিন্ত। আমাদের সাপোর্ট ফি আবেদন প্রতি ১০২০ টাকা। অনলাইন সাপোর্টের বিস্তারিত পাবেন এখানে । অনলাইন আবেদনের ক্ষেত্রে খোলা বাকসো অনলাইন সাপোর্টের জন্য স্লট পেতে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করুন। আবেদনের শেষ সময়- ১লা ফেব্রুয়ারি, ২০১৯ পড়তে চাইলে নরওয়েতেচার্ম গ্লোবাল স্কলারশিপ ২০১৯ (আন্ডারগ্র্যাজুয়েট) এনডেভর স্কলারশিপ- ২০১৯ |
Archives
February 2021
Categories
All
|