চুলালং বিশ্ববিদ্যালয়ের সাসিন গ্র্যাজুয়েট ইন্সটিটিউট অব বিজনেস এডমিনিস্ট্রেশন SASIN Graduate IBA ১৯৮২ সালে প্রতিষ্ঠিত থাইল্যান্ডের অন্যতম একটি বিজনেস স্কুল। এটি AACSB এবং EQUIS এর স্বীকৃতি পাওয়া প্রথম থাই বিজনেস স্কুল। SASIN Graduate IBA (Chulalongkorn University) স্কলারশীপসহ MBA ডিগ্রির জন্য আবেদন আহ্বান করছে। এই স্কলারশিপের সবচেয়ে আকর্ষনীয় ব্যাপার হল যেকোনো বিষয় থেকে ব্যাচেলর ডিগ্রিধারীরা এই প্রোগ্রামের জন্য আবেদন করতে পারবে। স্কলারশিপের আওতায় সম্পুর্ন বা আংশিক টিউশন ফি কভার হবে। এছাড়া আবেদনকারীরা ইন্টার্নশিপের জন্যও আবেদন করতে পারবে। ইন্টার্নশিপের আওতায় শিক্ষার্থীদেরকে সপ্তাহে ৩০ ঘন্টা পর্যন্ত টিএ, আরএ অথবা প্রসাশনিক কাজ করতে হতে পারে। স্কলারশিপ ছাড়া ইন্টার্নশিপের মাধ্যমেও পুরো টিউশন ফি কভার করার সুযোগ থাকবে। এছাড়া ইন্টার্নের আওতায় ক্যান্টিনে খাওয়ার জন্য মাসে ৫ হাজার টাকা সমপরিমান ক্রেডিট দেয়া হবে। আবেদনের যোগ্যতা-
সিলেকশনের ক্ষেত্রে যে বিষয়গুলো বিবেচনা করা হবে-
আবেদনের শেষ সময়- রাউন্ড ১- ১৫ নভেম্বর, ২০১৮ রাউন্ড ২- ১৫ জানুয়ারি, ২০১৯ রাউন্ড ৩- ১৯ ফেব্রুয়ারি, ২০১৯ উল্লেখ্য যে, শেষের রাউন্ডগুলোতে স্কলারশিপের জন্য নতুন করে বরাদ্দ দেয়া হয় না। আবেদন করতে হবে অনলাইনে এখানে। আবেদনে অনাকাঙ্ক্ষিত ভুল এড়াতে আমাদের অনলাইন সাপোর্ট নিন। এক্ষেত্রে আমরা আপনার থেকে প্রয়োজনীয় তথ্য নিয়ে অনলাইন আবেদন করে দিবো। অথবা আপনি যদি চান আপনি নিজে আবেদন করবেন সেক্ষেত্রে আমরা আবেদনের সময় অনলাইনে থেকে আবেদনের প্রতিটি পর্যায় চেক করে দিবো। এতে করে নির্ভুল আবেদন করার ক্ষেত্রে আপনি থাকতে পারবেন নিশ্চিন্ত। আমাদের সাপোর্ট ফি ১০২০ টাকা। অনলাইন সাপোর্টের বিস্তারিত পাবেন এখানে । অনলাইন আবেদনের ক্ষেত্রে খোলা বাকসো অনলাইন সাপোর্টের জন্য স্লট পেতে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করুন। বিনাখরচে পড়া যাবে যে দেশগুলোতে |
Archives
February 2021
Categories
All
|