সিঙ্গাপুরের এজেন্সি ফর সায়েন্স, টেকনোলজি এন্ড রিসার্চ, নানইয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি, ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর এবং সিঙ্গাপুর ইউনিভার্সিটি অব টেকনোলজি এন্ড ডিজাইন মধ্য পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে এই প্রতিষ্ঠানগুলো প্রতিবছর সিঙ্গাপুর ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট এওয়ার্ড দিয়ে আসছে। সম্প্রতি জানুয়ারী ২০১৯ ইনটেকের জন্য সিঙ্গাপুর ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট এওয়ার্ড ২০১৮ ঘোষণা করা হয়েছে। বাংলাদেশি শিক্ষার্থীরা এই স্কলারশিপের আওতায় উপরোক্ত প্রতিষ্ঠান গুলোতে পিএইচডি করতে পারবে। মূলত বিজ্ঞান, প্রকৌশল এবং চিকিৎসা ক্ষেত্রে বিভিন্ন প্রজেক্টে পিএইচডি করার সুযোগ রয়েছে। প্রোগ্রামগুলোর ভাষা মাধ্যম ইংরেজি তাই আবেদনকারীদের অবশ্যই ইংরেজিতে লেখা এবং কথা বলায় পারদর্শী হতে হবে। এপর্যন্ত বিশ্বের ৭৫টি দেশের ১৫ হাজার আবেদনকারীদের মধ্যে ৬৫০ শিক্ষার্থী এই স্কলারশিপ নিয়ে সিঙ্গাপুরে পিএইচডি করছেন। এই স্কলারশিপের আওতায় যা যা পাবেন- ১। টিউশন ফি ২। মাসে বাংলাদেশি টাকায় ১ লক্ষ ২৫ হাজার থেকে ১ লক্ষ ৫৬ হাজার টাকা পর্যন্ত স্টাইপেন্ড। ৩। বিমান ভাড়া ৪। এছাড়া বাংলাদেশি টাকায় প্রায় ৬৩ হাজার টাকা এককালীন সেটিং ইন এলাওয়েন্স উল্লেখ্য লিভিং এক্সপেন্স বাবদ সিঙ্গাপুরে মাসে ৮০ হাজার থেকে ১ লক্ষ ২৫ হাজার টাকার প্রয়োজন হয়। উল্লেখিত প্রতিষ্ঠানগুলোতে যে যে ক্ষেত্রে পিএইচডি করা যাবে তার বিস্তারিত বিবরণ পাবেন এখানে আবেদন করবেন যেভাবে- অনলাইনে এখানে একাউন্ট খুলে আবেদন করতে হবে। আবেদনের ক্ষেত্রে আমাদের অনলাইন সাপোর্ট নিতে পারেন। এক্ষেত্রে আমরা আপনার থেকে প্রয়োজনীয় তথ্য নিয়ে অনলাইন আবেদন করে দিবো। অথবা আপনি যদি চান আপনি নিজে আবেদন করবেন সেক্ষেত্রে আমরা আবেদনের সময় অনলাইনে থেকে আবেদনের প্রতিটি পর্যায় চেক করে দিবো। এতে করে নির্ভুল আবেদন করার ক্ষেত্রে আপনি থাকতে পারবেন নিশ্চিন্ত। আমাদের সাপোর্ট ফি ১০২০ টাকা। অনলাইন সাপোর্টের বিস্তারিত পাবেন এখানে । অনলাইন আবেদনের ক্ষেত্রে খোলা বাকসো অনলাইন সাপোর্টের জন্য স্লট পেতে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করুন। আবেদনের ক্ষেত্রে যা যা লাগবে- ১। সকল একাডেমিক ট্রান্সক্রিপ্ট ২। ২ টি একাডেমিক রেফারেন্স ৩। ৫০০ শব্দের মধ্যে একটি পারসোনাল স্টেটমেন্ট ৪। পাসপোর্ট সাইজ ছবি ৫। পাসপোর্ট/ এনআইডি ৬। জিআরই, আইইএলটিএস থাকলে তার স্কোর আইইএলটিএস (IELTS) কি নতুন জিআরই বনাম পুরোনো জিআরই আবেদনের শেষ সময় ১ জুন ২০১৮ ২৩:৫৯ সিঙ্গাপুর টাইম (জিএমটি +৮)। শর্টলিস্টেড আবেদনকারীদের সাথে আবেদনের শেষ সময়ের পর থেকে ১২ সপ্তাহের মধ্যে যোগাযোগ করা হবে। |
Archives
February 2021
Categories
All
|