প্রতিবছর পিএইচডি, ডক্টরাল ও পোস্টডক্টরাল রিসার্চ কোর্স করার জন্য সুইজারল্যান্ড সরকার বিশ্বের প্রায় ১৮০ টি দেশের শিক্ষার্থীদেরকে স্কলারশীপ দেয়। ফেডারেল কমিশনের মাধ্যমে ‘দ্য সুইস গভমেন্ট এক্সিলেন্স স্কলারশীপ’ এর অধীনে সম্পূর্ণ মেধার ভিত্তিতে দেশটির পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চশিক্ষা গ্রহণের জন্য এ স্কলারশীপ দেয়া হয়। ২০১৯-২০ সেশনে আগ্রহী শিক্ষার্থীদের থেকে আবেদন আহবান করা হয়েছে। আবেদন করতে পারবে বাংলাদেশী শিক্ষার্থীরাও । আবেদন প্রক্রিয়া আগস্টের ৩ তারিখ থেকে শুরু হয়েছে। চলবে ১৫ অক্টোবর পর্যন্ত। আবেদনকারীকে FCS রিসার্চ প্রপোজাল ফরমের মাধ্যমে রিসার্চ প্রপোজাল জমা দিতে হবে। এটি অবশ্যই ৫ পৃষ্ঠার মধ্যে হতে হবে। পিএইচডির ক্ষেত্রে স্কলারশিপের পাশাপাশি যে বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করতে চান সেখানের আবেদন থেকে শুরু করে ভর্তির প্রক্রিয়াও আলাদাভাবে আবেদনকারীকে সম্পন্ন করতে হবে। ডক্টরাল প্রোগ্রামের ক্ষেত্রে শুধুমাত্র প্রোগ্রামের এডমিশন লেটার পাওয়ার পর স্কলারশিপের জন্য আবেদন করা যাবে। তাই ডক্টরাল কোর্সে আবেদন করার ব্যাপারে আগ্রহীরা এখনই সংশ্লিষ্ট কোর্সে আবেদন করে ফেলুন। এই স্কলারশিপে আবেদন করার জন্য প্রত্যেক আবেদনকারীকে একজন একাডেমিক সুপারভাইজরের থেকে ইনভাইটেশন লেটার পেতে হবে। কোর্স লেভেল- পিএইচডি, ডক্টরাল, পোস্ট-ডক্টরাল রিসার্চ প্রোগ্রাম এর জন্য এ স্কলারশীপ দেয়া হবে। যে বিশ্ববিদ্যালয়গুলোতে আবেদন করা যাবে- University of Basel University of Bern University of Fribourg University of Geneva University of Neuchâtel University of Lausanne University of Lucerne University of Lugano University of St. Gallen University of Zurich Swiss Federal Institute of Technology Lausanne Swiss Federal Institute of Technology Zurich Università della Svizzera italiana The Graduate Institute, Geneva Domain of the Swiss Federal Institutes of Technology যা যা পাবেন- ১। পিএইচডি ও মাস্টার্স প্রোগ্রামের জন্য মাসে ১৯২০ সুইস ফ্রাঙ্ক যা বাংলাদেশী টাকায় প্রায় ১ লক্ষ ৬০ হাজার টাকা স্টাইপেন্ড দেয়া হবে। এছাড়া পোস্ট ডক্টারাল রিসার্চ প্রোগ্রামের জন্য ৩৫০০ সুইস ফ্রাঙ্ক যা বাংলাদেশী টাকায় প্রায় ৩ লক্ষ টাকা দেয়া হবে। ২। টিউশন ফি। ৩। স্বাস্থ্য ভাতা। ৪। আংশিক বিমান ভাড়া (স্কলারশীপের মেয়াদ শেষে টিকেট মুল্যের সম্পরিমাণ অর্থ দেয়া হবে)। ৫। হাউজিং ডিপোজিট এর জন্য ৩০০ সু্ইস ফ্রাঙ্ক বা ২৫ হাজার টাকা এককালীন ভাতা দেয়া হবে। ৬। এক বছরের জন্য পাবলিক ট্রান্সপোর্টে অর্ধেক ভাড়ার সুযোগ। যোগ্যতা- ১। নির্ধারিত প্রোগ্রামে আবেদন করার জন্য সাধারনত প্রয়োজনীয় সকল যোগ্যতা। ২। আবেদন করার সময় বয়স অনধিক ৩৫ বছর হতে হবে। ( ১৯৮৪ এর ৩১ ডিসেম্বরের পরে জন্মগ্রহণকারী) ৩। যারা কমপক্ষে এক বছর ধরে সুইজারল্যান্ডে বসবাস করছে তারা অযোগ্য বিবেচিত হবে। ভাষাগত যোগ্যতা- আবেদনকারীকে ইংরেজী, ফ্রেঞ্চ, জার্মান ও ইতালিয়ানের মধ্যে যেকোনো একটিতে ভাষা দক্ষতা যাচাই পরীক্ষায় উল্লেখযোগ্য নম্বর অর্জন করতে হবে। আবেদন প্রক্রিয়া- প্রথমে আপনাকে পছন্দের প্রোগ্রামে আবেদন করতে হবে। এরপর নিম্নোক্ত ডকুমেন্টগুলো প্রস্তুত করতে হবে- ১। ছবি এবং সাক্ষরসহ FCS ফরম (এপ্লিকেশন প্যাকেজে এই ফরমটি পাবেন) ২। একাডেমিক সিভি ৩। মোটিভেশন লেটার (সর্বোচ্চ ২ পৃষ্ঠা) ৪। FCS রিসার্চ প্রপোজাল ফরম (এপ্লিকেশন প্যাকেজে এই ফরমটি পাবেন) ৫। হোস্ট প্রফেসরের লেটারের কপি তার সিভিসহ ৬। ২ টি রেকোমেন্ডেশন লেটার। এক্ষেত্রে বাধ্যতামূলকভাবে FCS রেকোমেন্ডেশন ফরম ব্যবহার করতে হবে। লেটার ২ টি আলাদা খামে সিল মেরে বন্ধ করা অবস্থায় থাকতে হবে। (এপ্লিকেশন প্যাকেজে এই ফরমটি পাবেন) ৭। সকল একাডেমিক সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্টের ফটোকপি ৮। FCS হেলথ সার্টিফিকেট ফরম (এপ্লিকেশন প্যাকেজে এই ফরমটি পাবেন) ৯। পাসপোর্টের ব্যক্তিগত দুইপেজের কপি এইসবগুলো ডকুমেন্ট এক সেট করুন। আপনাকে মোট দুই সেট বাংলাদেশের সুইস এম্বাসিতে গিয়ে জমা দিতে হবে ( ২য় সেট হবে ১ম সেটের কপি; শুধু রেকোমেন্ডেশন লেটার বাদে)। আমাদের অনলাইন সাপোর্টের আওতায় এপ্লিকেশন প্যাকেজ দেয়া হবে। যারা নিজে নিজে আবেদন করতে চান তারা এপ্লিকেশন প্যাকেজটির জন্য বাংলাদেশের সুইস এম্বাসিতে যোগাযোগ করুন। ঠিকানা- Embassy of Switzerland Bay's Edgewater 8th Floor, Plot 12 North Avenue, Gulshan 2 Dhaka 1212 Bangladesh প্রোগ্রাম এবং স্কলারশিপ এই দুইক্ষেত্রেই আবেদনের ক্ষেত্রে আমাদের অনলাইন সাপোর্ট পাবেন। এক্ষেত্রে আমরা আপনার থেকে প্রয়োজনীয় তথ্য নিয়ে অনলাইন আবেদন করে দিবো। অথবা আপনি যদি চান আপনি নিজে আবেদন করবেন সেক্ষেত্রে আমরা আবেদনের সময় অনলাইনে থেকে আবেদনের প্রতিটি পর্যায় চেক করে দিবো। এতে করে নির্ভুল আবেদন করার ক্ষেত্রে আপনি থাকতে পারবেন নিশ্চিন্ত। এই স্কলারশিপটির জন্য আমাদের সাপোর্ট ফি ২০৪০ টাকা। রকেটের মাধ্যমে ফি প্রদান করতে হবে এই নাম্বারে- ০১৮৩৪৮৪৪৪৬২৪। ফি প্রদানের পর ট্রানজেকশান নাম্বার অথবা যে নাম্বার থেকে টাকা পাঠানো হয়েছে তার শেষ ৩ ডিজিট মেসেজ করে পেমেন্ট নিশ্চিত করুন। আমাদের ফেসবুক পেজ আবেদনের শেষ সময় ১৫ অক্টোবর সকাল ১০ টা। এই লেখাটি পড়ে দেখতে পারেন- পড়তে চাইলে নরওয়েতে |
Archives
February 2021
Categories
All
|