কানাডার ট্রেন্ট বিশ্ববিদ্যালয় অনার্স পড়ার জন্য স্কলারশীপ প্রদান করবে। চুড়ান্তভাবে নির্বাচিত শিক্ষার্থী নিজের যোগ্যতা অনুযায়ী বিশ্ববিদ্যালয়টির যে কোন বিষয়ে পড়তে পারবে। বাংলাদেশের শিক্ষার্থীরাও আবেদন করতে পারবে। আবেদনের শেষ তারিখ ১৫ ফেব্রুয়ারি, ২০১৭। ট্রেন্ট বিশ্ববিদ্যালয় কানাডার ওন্টারিওতে অবস্থিত। সবুজে ঘেরা মনোরম পরিবেশ ও শিক্ষার উচ্চমানের জন্য এ বিশ্ববিদ্যালয় বিখ্যাত। একাডেমিক অর্জন, ভলান্টারি এক্সপেরিয়েন্স, লিডারশিপ এবং আর্থিক প্রয়োজনীয়তা বিবেচনা করে এ স্কলারশিপ প্রদান করা হবে। স্কলারশিপটি শুধুমাত্র উন্নয়নশীল দেশের শিক্ষার্থীদের প্রদান করা হবে। কোর্স লেভেল: আন্ডারগ্রাজুয়েট বিষয়: ট্রেন্ট বিশ্ববিদ্যালয়ের সকল বিষয়। স্কলারশীপের জন্য চুড়ান্তভাবে নির্বাচিত শিক্ষার্থী টিউশন ফি ও আনুষঙ্গিক কিছু ফি সুবিধা পাবে। অন্যান্য সকল খরচ শিক্ষার্থীকে নিজে বহন করতে হবে। আবেদনের যোগ্যতা: শিক্ষার্থীকে অবশ্যই ইংরেজী ভাষায় দক্ষ হতে হবে। ইংরেজী ভাষায় দক্ষতা যাচাইয়ের বিভিন্ন পরীক্ষা আইইএলটিএস/টোফেল/সিএইএল/এমইএলএবি এর যে কোন একটি পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হতে হবে। আইইএলটিএসের ক্ষেত্রে ন্যূনতম ৬.৫ পেতে হবে। এসএসসি এবং এইচএসসিতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ থাকতে হবে। আবেদন প্রক্রিয়া: অনলাইনে ভর্তির সম্পূর্ণ প্রক্রিয়া সম্পন্ন করা যাবে। প্রয়োজনীয় ডকুমেন্ট গুলো অনলাইনে অথবা অফলাইনে পাঠালেই হবে। আবেদনের জন্য যা যা লাগবে- একাডেমিক ট্রান্সক্রিপ্ট স্কলারশিপ আবেদন ফরম স্টেটমেন্ট অব পারপাস সর্বোচ্চ ১পৃষ্ঠা (স্টেট্মেন্ট অব পারপাস নিয়ে আমাদের দুই পর্বের ধারাবাহিক পোস্ট দেখতে পারেন এখানে আর এখানে ) বিগত ২ বছরের এক্সট্রাকারিকুলার এক্টিভিটিস এবং ভলান্টারি ওয়ার্কের বিবরণ সর্বোচ্চ ২ পৃষ্ঠার মধ্যে স্থানীয়, জাতীয় বা ইন্টারন্যাশনাল একটি ইস্যু নিয়ে রচনা যেটা ব্যক্তিগত ভাবে আবেদনকারীর কাছে গুরুত্বপূর্ণ মনে হয় সর্বোচ্চ ১পৃষ্ঠা ৩ টি রেফারেন্স লেটার, এরমধ্যে ন্যূনতম ২টি সরাসরি আবেদনকারীর শিক্ষকদের হতে হবে। অভিভাবকের বার্ষিক আয়ের সনদপত্র প্রথমে আবেদনকারীকে এখানে একাউন্ট খুলে আবেদন সাবমিট করতে হবে। আবেদনের জন্য ৯০ ডলার দিতে হবে। পরবর্তী নির্দেশনা মেইলে আবেদনকারীকে জানানো হবে। ডকুমেন্ট নিম্নোক্ত ঠিকানায় ডাকযোগে অথবা মেইল এড্রেসে পাঠাতে হবে Trent International Trent University 1600 West Bank Drive Peterborough, Ontario Canada K9L 0G2 E-mail: international@trentu.ca |
Archives
February 2021
Categories
All
|