এশিয়া ও ইউরোপ মহাদেশের মিলনস্থলে তুরস্কের অবস্থান, যা কামাল আতাতুর্ক কিংবা এরদোয়ানের দেশ হিসেবে পরিচিত। উভয় মহাদেশের মাঝখানে অবস্থান হওয়ায় সেই প্রাগৈতিহাসিক থেকে শুরু করে বর্তমানেও ভৌগোলিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে দেশটি। সম্প্রতি তুরস্ক সরকার তুর্কি বুর্সলারি স্কলারশিপ ২০১৮ এর জন্যে আবেদন আহবান করেছে। এই স্কলারশিপের আওতায় তুরস্কের বিশ্ববিদ্যালয়গুলোতে মাস্টার্স এবং পিএইচডি করা যাবে। আবেদনের ক্ষেত্রে আমাদের অনলাইন সাপোর্ট নিতে পারেন। পুরো অনলাইন আবেদন প্রক্রিয়ায় অনলাইন সাপোর্ট পাবেন মাত্র ১০০০ টাকায়। অনলাইন সাপোর্টের বিস্তারিত পাবেন এখানে । অনলাইন আবেদনের ক্ষেত্রে খোলা বাকসো অনলাইন সাপোর্টের জন্য স্লট পেতে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করুন। উল্লেখ্য এই স্কলারশিপের আওতায় আন্ডারগ্রাজুয়েট লেভেলেও আবেদনের সুযোগ রয়েছে তবে ২০১৭-১৮ সেশনের জন্যে আবেদন ১৬ এপ্রিল থেকে শুরু হবে। এসংক্রান্ত আপডেট পেতে আমাদের ওয়েবসাইটে নিয়মিত চোখ রাখুন। স্কলারশিপের আওতায় যা যা পাবেন -
আবেদনের যোগ্যতা-
সময়কাল:
তবে কোর্স ইংরেজি ভাষায় হলে ১ বছরের ভাষা কোর্স লাগবে না। সেক্ষেত্রে আইইএলটিএস/টোফেলে বিশ্ববিদ্যালয় হতে নির্ধারিত স্কোর থাকতে হবে পিএইচডিধারীরা রিসার্চ ফেলোশিপের জন্য আবেদন করতে পারবেন। রিসার্চ ফেলোশিপে যে বিষয়গুলোর জন্য আবেদন করা যাবে Social Sciences & Humanities, Anthropology, Archaeology, Archive Research, Citizenship in Europe, Peace and Conflict Studies, Area Studies, Conflict and Security, Democratic Institution Building, Democratisation, Foreign Policy, Ethnicity, Philosophy, Philology, Immigration & Refugees, World War I & II, Economics and sub-branches, Theology, Human Rights, Human Resource Management, Islamic Finance, Islamophobia, Public Sector Finance, Public Policy, Public Management, Comparative Politics, Cultural Studies, Media & Culture, Ottoman History, Art History, Political Sciences, Social Movements, Sociology and sub-branches, Colonial History, History and sub-branches, Turkish Education, Turkic Studies, International Relations, International Public Law, Intervention and Statebuilding, International Organisations, International Political Theory, New Media, Sciences, Nanotechnology, Diseases and Treatment Approaches, Energy, Environmental Technologies, Aerospace, Science, Technology and Society, Molecular Medicine, Mechatronics, Astrophysics, IT / Computer Engineering, Electric Machine, Chemical Technologies, Geology আবেদন করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র:
আবেদন প্রক্রিয়া: আগ্রহী শিক্ষার্থীকে এই ঠিকানায় অনলাইনে আবেদন করতে হবে ৫ ফেব্রুয়ারী ২০১৮-৫ মার্চ ২০১৮ মধ্যে আবেদন করতে হবে। |
Archives
February 2021
Categories
All
|