এশিয়া ও ইউরোপ মহাদেশের মিলনস্থলে তুরস্কের অবস্থান, যা কামাল আতাতুর্ক কিংবা এরদোয়ানের দেশ হিসেবে পরিচিত। উভয় মহাদেশের মাঝখানে অবস্থান হওয়ায় সেই প্রাগৈতিহাসিক থেকে শুরু করে বর্তমানেও ভৌগোলিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে দেশটি। সম্প্রতি তুরস্ক সরকার তুর্কি দিয়ানাত বুর্সলারি স্কলারশিপ ২০১৭ এর আওতায় স্কুল এবং আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের জন্যে আবেদন গ্রহণ শুরু করতে যাচ্ছে। এই স্কলারশিপের আওতায় তুরস্কের ৭ টি খ্যাতনামা স্কুলে পড়া যাবে। অনার্সের ক্ষেত্রে শুধু শরীয়া (ইলাহিয়াত) বিভাগের ছাত্ররা আবেদন করতে পারবেন। স্কলারশিপের আওতায় যা যা পাবেন -
যে স্কুল্গুলোর জন্য আবেদন আহ্বান করা হচ্ছে - Istanbul Fatih Sultan Mehmet International Imam Khatip High School İstanbul Bayrampaşa Kaptan Ahmet Erdogan International Imam Khatip High School İstanbul Pendik Female International Imam Khatip High School Kayseri Şehit Ömer Halisdemir International Imam Khatip High School Konya Mevlana International Imam Khatip High School Bursa Murat Hüdavendigar International Imam Khatip High School Sivas Şehit M. Murat Ertekin International Imam Khatip High School আবেদনের যোগ্যতা-
আবেদন করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র:
সবগুলো স্ক্যান করে আপলোড করতে হবে আবেদন প্রক্রিয়া: আগ্রহী শিক্ষার্থীকে এই ঠিকানায় একাউন্ট খুলে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের সময়- ১লা মার্চ ২০১৭- ১৫ এপ্রিল ২০১৭ আবেদন যাচাই - ১৫ এপ্রিল - ০১লা মে ২০১৭ ইন্টারভিউের তারিখ ঘোষণা- ০১লা মে- ১৫ মে ২০১৭ ইন্টারভিউের জন্য মেইল করা হবে- ০১লা মে- ১৫ মে ২০১৭ ইন্টারভিউ তারিখ- ১৫ মে- ১৫ জুন ২০১৭ ফলাফল ঘোষণা- ১৫ জুন- ৩০ জুন ২০১৭ নির্বাচিতদের ভিসা আবেদন - ১৫ জুলাই- ১৫ আগস্ট ২০১৭ বিস্তারিত জানতে অফিশিয়াল এপ্লিকেশন গাইড দেখুন । |
Archives
February 2021
Categories
All
|