এক বছর মেয়াদী মাস্টার্স অধ্যয়নের জন্য স্কলারশীপ দিবে যুক্তরাজ্য সরকার। আগ্রহী শিক্ষার্থী তার পছন্দ অনুযায়ী যেকোন বিষয়েই উচ্চশিক্ষা গ্রহণ করতে পারবে। আবেদন করার শেষ তারিখ ৮ নভেম্বর ২০১৬। উল্লেখ্য, ২০১৭-১৮ একডেমিক শিক্ষাবর্ষের জন্য আবেদন আহবান করা হচ্ছে। ফরেন এন্ড কমনওয়েলথ অফিস (এফসিও) এর অর্থায়নে এ স্কলারশীপ প্রদান করা হয়। স্কলারশীপ ও ফেলোশিফ, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী এ দুই ধরনের সুবিধাই পাবেন। যোগ্যতা:
মাস্টার্স কোর্সে আবেদন করার জন্য প্রয়োজনীয় সকল যোগ্যতা। আবেদন করার জন্য ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। আইইলটিএসে ন্যুনতম ৬.৫ থাকতে হবে। এছাড়া শিক্ষাজীবনের কোন পর্যায়ে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়। বৃত্তির বিষয়: বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর পছন্দমত। আবেদন করার নিয়ম: ইউকে গভর্মেন্ট স্কলারশীপের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনভিত্তিক। আবেদন করতে ক্লিক করুন এখানে স্কলারশিপের আওতাধীন: * টিউশন ফি * মাসিক ভাতা * নিজ দেশ থেকে যুক্তরাজ্যে যাওয়া-আসার যাতায়াত ভাতা * ভিসা আবেদনের খরচ প্রয়োজনীয় কাগজপত্র:
এগুলো অনলাইন আবেদন করার সময় পিডিএফ ফর্ম্যাটে আপলোড করতে হবে। আর ফাইলের সাইজ৫এমবিএর বেশী হওয়া চলবে না। |
Archives
February 2021
Categories
All
|