University of Saskatchewan বা সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয় কানাডার সাসকোচোয়ান প্রভিন্সে অবস্থিত সেদেশের অন্যতম একটি পাবলিক বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ কিউএস র্যাঙ্কিং ২০১৯ অনুযায়ী এর অবস্থান ৪৬১ তম। তবে এগ্রিকালচার ও ফরেস্ট্রির সাব্জেক্টে এর অবস্থান টপ ১০০ এর মধ্যে। মাস্টার্স সহ পোস্টগ্র্যাজুয়েট পর্যায়ে বর্তমানে ১৫০০ এর অধিক বিদেশী শিক্ষার্থী সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। কানাডার এই পাবলিক বিশ্ববিদ্যালয়ে ইন্টারন্যাশনাল ডিনস স্কলারশিপের আওতায় বাংলাদেশী শিক্ষার্থীরাও ফুল ফান্ড নিয়ে প্রজেক্ট বেজড মাস্টার্স বা ডক্টরাল পড়তে পারবে। তাহলে চলুন জেনে নেয়া যাক বিস্তারিত। যা পাবেন- মাস্টার্স প্রোগ্রামের জন্য ২ বছর মেয়াদ পর্যন্ত কোর্সের ক্ষেত্রে প্রতিবছর ১৮ হাজার ডলার এবং ডক্টরালের ক্ষেত্রে ৩ বছর মেয়াদ পর্যন্ত কোর্সের ক্ষেত্রে প্রতিবছর ২২ হাজার ডলার প্রদান করা হবে। সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ে প্রজেক্ট বেজড কোর্সে টিউশন ফি হিসেবে বছরে গড়ে ৬৫৩৬ হাজার ডলার লাগে। বাকি টাকায় সহজেই সম্পূর্ণ লিভিং এক্সপেন্স কভার হবে। আবেদনের যোগ্যতা- ১। সংশ্লিষ্ট ক্ষেত্রে ৪ বছরের ব্যাচেলর ডিগ্রী থাকতে হবে। শেষ ২ বছরে গড়ে অন্তত ৮৫% শতাংশ নাম্বার থাকতে হবে। ২। আইইএলটিএসে ৬.৫ স্কোর পেতে হবে অথবা ব্যাচেলরে কোর্স ল্যাংগুয়েজ ইংরেজি হতে হবে। এক্ষেত্রে যেখান থেকে ব্যাচেলর করেছেন সেই প্রতিষ্ঠানটির পাঠদানের তথ্য এখানে থাকতে হবে ৩। সংশ্লিষ্ট ক্ষেত্রে পাবলিকেশন বা কাজের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক নয় তবে থাকলে তা স্কলারশিপ পেতে সহায়ক হবে। নোট- আমাদের দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের সিজিপিএতে ৮০% সর্বোচ্চ স্কোর। এরপরের শতকরা নাম্বার পাওয়া সম্ভব না। আবার এই বিশ্ববিদ্যালয়ে এডমিশনের জন্য মিনিমাম রিকোয়ারড স্কোর ৭০% স্কোর হলেও বাংলাদেশের এরকম সিজিপিএ স্কেলের আবেদনকারীদের জন্য মিনিমাম রিকোয়ারড সিজিপি ৩/ স্কোর ৬০% বলা হয়েছে। এর সাথে সামঞ্জস্য করে আমরা বলতে পারি, পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যাদের ৭৪% নাম্বার বা ৩.৭০ সিজিপিএ আছে তাদের স্কলারশিপে আবেদন করতে কোনো বাধা নেই। (সোর্স-https://grad.usask.ca/admissions/grade-conversions.php) এইচএসসির পর পড়তে চাইলে ইউনিভার্সিটি অব ম্যাসাচুসেটস এ আবেদন করবেন যেভাবে- অনলাইনে এখানে একাউন্ট খুলে আবেদন করা যাবে। অবশ্যই আবেদন করার পুর্বে চেক করে নিন যে প্রোগ্রামে আবেদন করছেন তা ডিন'স স্কলারশিপের আওতাধীন কিনা। প্রোগ্রামে আবেদনের পর সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট এই স্কলারশিপের জন্য আবেদনগুলোকে বিবেচনা করবে। অনাকাঙ্ক্ষিত ভুল এড়াতে আমাদের অনলাইন সাপোর্ট নিন। এক্ষেত্রে আমরা আপনার থেকে প্রয়োজনীয় তথ্য নিয়ে অনলাইন আবেদন করে দিবো। অথবা আপনি যদি চান আপনি নিজে আবেদন করবেন সেক্ষেত্রে আমরা আবেদনের সময় অনলাইনে থেকে আবেদনের প্রতিটি পর্যায় চেক করে দিবো। এতে করে নির্ভুল আবেদন করার ক্ষেত্রে আপনি থাকতে পারবেন নিশ্চিন্ত। আমাদের সাপোর্ট ফি মাস্টার্স প্রোগ্রামের জন্য ১০২০ টাকা এবং ডক্টরাল প্রোগ্রামের জন্য ২০৪০ টাকা। অনলাইন সাপোর্টের বিস্তারিত পাবেন এখানে- অনলাইন সাপোর্ট সেবা । অনলাইন আবেদনের ক্ষেত্রে খোলা বাকসো অনলাইন সাপোর্টের জন্য স্লট পেতে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করুন। আবেদন সম্পন্ন করার জন্য ৯০ কানাডিয়ান ডলার আবেদন ফি জমা দেয়া লাগবে। যাদের পক্ষে কানাডিয়ান ডলারে ফি প্রদান করা সম্ভব না তারা আমাদেরকে টাকা বিকাশ বা রকেটে পাঠালে আমরা আবেদন ফি জমা দিয়ে দিবো। আমাদের মাধ্যমে ফি প্রদানের জন্য আমাদের ফেসবুক পেজে ইনবক্স করুন। সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের পোস্টগ্র্যাজুয়েট প্রোগ্রামগুলোর একটি তালিকা এখানে পাবেন। এখানের শুধু মাত্র প্রজেক্ট/থিসিস বেজড প্রোগ্রামগুলোই এই প্রোগ্রামের আওতাধীন। আবেদনের শেষ সময় ১ ডিসেম্বর ২০২০। এরমধ্যেই আপনাকে ডিপার্ট্মেন্ট থেকে নমিনেটেড হতে হবে। সুপারভাইজররা ডেডলাইনের অনেক আগেই নমিনেশন শেষ করে ফেলেন। তাই এখনই প্রফেসরদের সাথে যোগাযোগ করুন। সাসিন ফিউচার লিডারস স্কলারশিপ DAAD স্কলারশিপ (আর্কিটেকচার) |
Archives
December 2020
Categories
All
|