যুক্তরাজ্যের লন্ডনে অবস্থিত ওয়েস্টমিনিস্টার বিশ্ববিদ্যালয় সেদেশের অন্যতম একটি পাবলিক বিশ্ববিদ্যালয়। উন্নয়নশীল দেশের শিক্ষার্থীদের জন্য ওয়েস্টমিনিস্টার বিশ্ববিদ্যালয় ফুল, হাফ এবং পারশিয়াল স্কলারশিপ দিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় এবছরের জন্য “ওয়েস্টমিনিস্টার ফুল ইন্টারন্যাশনাল স্কলারশিপ ২০১৮” এর আবেদন নেয়া শুরু হয়েছে। বাংলাদেশের শিক্ষার্থীরাও এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। তবে কোনো পরিস্থিতিতেই একাধিক স্কলারশিপের জন্য আবেদন করা যাবে না। কোনো শিক্ষার্থী ফুল এবং হাফ দুটো স্কলারশিপের জন্য আবেদন করলে বা এই স্কলারশিপের সাথে আরো একটি স্কলারশিপের আবেদন করলে পুরো আবেদনটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। আন্ডারগ্র্যাজুয়েট এবং মাস্টার্স প্রোগ্রামের ক্ষেত্রে এই স্কলারশিপের জন্য আবেদন করা যাবে। এই স্কলারশিপটি বাংলাদেশসহ মধ্যম আয়ের দেশসমূহের শিক্ষার্থীদের জন্য। স্কলারশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের ভলান্টারি কাজ করার মানসিকতা থাকতে হবে। কেননা প্রতিবছর স্কলারশিপপ্রাপ্তদের ন্যূনতম ভলান্টারিং ঘন্টা (volunteering hours) সম্পন্ন করতে হবে। এছাড়া বিদেশী শিক্ষার্থীদের জন্য ওয়েস্টমিনিস্টার বিশ্ববিদ্যালয়ের সকল স্কলারশিপের বিস্তারিত পাবেন এখানে স্কলারশিপের আওতায় যা যা পাবেন- ১। পুরো টিউশন ফি ২। একোমোডেশন বা আবাসন ব্যবস্থা ৩। লিভিং এক্সপেন্সেস ৪। আসা-যাওয়ার বিমান ভাড়া আবেদনের যোগ্যতা- ১। বাংলাদেশী নাগরিক হতে হবে ২। সন্তোযজনক একাডেমিক পারফরম্যান্সের উপর ভিত্তি করে প্রতি বছর স্কলারশিপটি নবায়ন করতে হবে ৩। আইইএলটিএসে প্রতিটি সেকশনে ন্যূনতম ৫.৫ নিয়ে মাস্টার্সের ক্ষেত্রে অভারঅল ৬.৫ এবং আন্ডারগ্র্যাজুয়েটে অভারঅল ৬ থাকতে হবে। এছাড়া কোর্সভেদে এই রিকোয়ারমেন্ট বাড়তে পারে। ৪। আন্ডারগ্র্যাজুয়েটে আবেদনের জন্য এইচএসসিতে ন্যূনতম জিপিএ ৪.৫ পেতে হবে। এছাড়া অনেক ক্ষেত্রে আন্ডারগ্র্যাজুয়েটের প্রোগ্রাম ভেদে কিছু নির্দিস্ট বিষয়ভিত্তিক রিকোয়ারমেন্ট থাকে। এগুলো প্রতিটি ডিপার্টমেন্টের পেজে পাবেন ৫। মাস্টার্স প্রোগ্রামে আবেদনের জন্য ন্যূনতম সিজিপিএ ৩ থাকতে হবে। শুধুমাত্র বুয়েটের শিক্ষার্থীদের জন্য ন্যূনতম সিজিপিএ রিকোয়ারমেন্ট ২.৮। তবে ফুল স্কলারশিপে আবেদন করতে ন্যূনতম সিজিপিএ ৩.৭৫ থাকতে হবে। ৬। আর্থিকভাবে অসচ্ছল হতে হবে আবেদন করবেন যেভাবে- প্রথমে আপনার পছন্দের প্রোগ্রামে আবেদন করতে হবে। আবেদন করার পর কন্ডিশনাল বা আনকন্ডিশনাল অফার লেটার পেলে স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদন করতে আন্ডারগ্র্যাজুয়েটের জন্য এখানে এবং গ্র্যাজুয়েটের জন্য এখানে গিয়ে একাউন্ট খুলে আবেদন করতে হবে। আবেদনের ক্ষেত্রে আমাদের অনলাইন সাপোর্ট নিতে পারেন। আবেদনের অনলাইন ফরম এবং স্কলারশিপ ফরম পূরণে যেকোনো সমস্যায় প্রথম থেকে শেষপর্যন্ত আমরা ইন্সট্যান্ট সাপোর্ট প্রদান করে থাকি এই সেবার আওতায়। পুরো অনলাইন আবেদন প্রক্রিয়ায় অনলাইন সাপোর্ট পাবেন মাত্র ১০২০ টাকায়। অনলাইন সাপোর্টের বিস্তারিত পাবেন এখানে । অনলাইন আবেদনের ক্ষেত্রে খোলা বাকসো অনলাইন সাপোর্টের জন্য স্লট পেতে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করুন। আন্ডারগ্র্যাজুয়েটে একটি কোর্সে আবেদন করতে ফি ১৩ ইউরো এবং একাধিক কোর্সে আবেদনের ক্ষেত্রে ফি ২৪ ইউরো। মাস্টার্সে আবেদনের ক্ষেত্রে আবেদন ফি নেই। আবেদন ফি আমাদের মাধ্যমে পাঠানো যাবে। আমাদের মাধ্যমে আবেদন ফি দিতে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করুন। আরো দেখুন- এইচএসসির পর অক্সফোর্ডে আবেদন করতে কি কি লাগে? যা যা লাগবে ১। অফার লেটার। ২। অফিশিয়াল ট্রান্সক্রিপ্ট। ৩। স্কলারশিপ আবেদনকে সমর্থন করে রেফারেন্স লেটার। প্রোগ্রামে আবেদন এবং স্কলারশিপে আবেদনের জন্য একই রেফারেন্স লেটার দেয়া যাবে না। ৫। কোনো ডকুমেন্ট ইংরেজিতে না থাকলে ইংরেজি ট্রান্সলেটেড কপি। সবগুলো ডকুমেন্ট নিচের ঠিকানায় ডাকযোগে পাঠাতে হবে। উল্লেখ্য, সকল ডকুমেন্ট অফেরতযোগ্য তাই কোনো ডকুমেন্টের মূল কপি পাঠানো যাবে না। Scholarships Office University of Westminster Cavendish House 101 New Cavendish Street London W1W 6XH United Kingdom আবেদনের শেষ সময় ৩১ মে ২০১৮। আরো দেখুন- বিনাখরচে পড়া যাবে যে দেশগুলোতে |
Archives
February 2021
Categories
All
|