আপনি যদি স্কলারশিপ নিয়ে ইউরোপে পড়াশোনা করার কথা ভেবে থাকেন তাহলে ইরাসমাস মুন্ডুস স্কলারশিপ আপনার জন্য সবথেকে ভালো সুযোগের নাম। এটি শিক্ষা, প্রশিক্ষন, তারুন্য এবং ক্রীড়াক্ষেত্রে একটি ফান্ডিং স্কেম ইরাসমাস মুন্ডুস স্কলারশিপটি ইউরোপীয় ইউনিয়ন প্রতিবছর দিয়ে থাকে। প্রতিবছরের ন্যায় এবছরও বাংলাদেশী শিক্ষার্থীরা ইরাসামাস মুন্ডুস জয়েন্ট মাস্টার্স ডিগ্রী এবং ইরাসমাস মুন্ডুস জয়েন্ট ডক্টরেটস ক্যাটালগে আবেদন করতে পারবে। এই শিক্ষাবৃত্তির অধীনে ইউরোপের প্রায় সবগুলোদেশে নিজের পছন্দের বিষয়ে পড়াশোনা করার সুযোগ রয়েছে। ইরাসমাস মুন্ডুস স্কলারশীপ দেওয়ার অন্যতম প্রধান উদ্দেশ্য হল শিক্ষাবৃত্তির পাশাপাশি পৃথিবীর বিভিন্ন দেশের শিক্ষার্থীদের মাঝে সংস্কৃতির আদান-প্রদান, পড়াশোনার পাশাপাশি ভাষা, মানুষ ইত্যাদি সম্পর্কে জানতে পারা। সাধারণত ১২-২৪ মাস (৬০,৯০,১২০ ক্রেডিট) মেয়াদি মাস্টার্স প্রোগ্রামগুলোর জন্য এই স্কলারশিপ দেয়া হয়ে থাকে। উল্লেখ্য একবার ইরাসমাস মুন্ডুস পেলে পরবর্তিতে আর এই স্কলারশিপের জন্য আবেদন করা যাবে না। ইরাসমাস মুন্ডুস স্কলারশিপের আওতায় Work, Organizational and Personnel Psychology (WOP-P) বিষয়ে মাস্টার্স প্রোগ্রামের জন্য আবেদন শুরু হয়েছে। এটি একটি ডাবল ডিগ্রী। চারটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ভর্তির সময় পছন্দকৃত যেকোনো দুইটির সমন্বয়ে এটি প্রদান করা হয়ে থাকে। বিশ্ববিদ্যালয় হলো- • University of Valencia (Coordinating Institution)/ Spain • University of Barcelona (Spain) • University of Bologna (Italy) • University of Coimbra (Portugal) মোট চারটি সেমিস্টারের প্রথম দুই সেমিস্টার যেকোনো একটি বিশ্ববিদ্যালয়ে পড়তে হবে। বাকি দুইটি সেমিস্টার দ্বিতীয় বিশ্ববিদ্যালয় থেকে পড়তে হবে। এই স্কলারশিপের আওতায় যা যা পাবেন- ১। টিউশন ফি ২। স্বাস্থ্য বীমা ৩। ১০০০ ইউরো পর্যন্ত মাসিক ভাতা যা বাংলাদেশী টাকায় প্রায় ১ লক্ষ টাকা ৪। প্রতিবার বিশ্ববিদ্যালয় পরিবর্তনের সময় অতিরিক্ত ৩০০০ ইউরো ভাতা যা প্রায় বাংলাদেশী টাকায় ৩ লক্ষ টাকা। ৫। প্রোগ্রাম শুরু হওয়ার আগেই ভিসা এবং ট্রাভেল এক্সপেন্সের জন্য ২০০০ ইউরো বা ২ লক্ষ টাকা। আবেদনের যোগ্যতা- ১। সাইকোলোজিতে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের অধীনে ৩, ৪ অথবা ৫ বছরের আন্ডারগ্রাজুয়েট ডিগ্রি অর্জন করতে হবে। ২। ইংরেজিতে B2 (IELTS 6.00) লেভেলের ফ্লূয়েন্সি থাকতে হবে। বিঃ দ্রঃ- সব বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে ইংরেজি বাধ্যতামূলক। তবে University of Barcelona তে ইংরেজি এবং স্প্যানিশ উভয়ই ব্যবহৃত হয় এবং University of Coimbra তে ইংরেজি এবং পর্তুগিজ ব্যবহৃত হয়। এক্ষেত্রে স্প্যানিশ, পর্তুগীজ, ইটালিক ভাষা জানা থাকলে প্রাধান্য পাওয়া যাবে; বাধ্যতামূলক নয়। তবে ভাষা না জানা থাকলে প্রোগ্রাম শুরুর আগে ফ্রি ভাষা কোর্স করানো হবে। আবেদন করতে যা যা লাগবে- ১। মোটিভেশন লেটার ২। একাডেমিক ট্রান্সক্রিপ্ট এবং সার্টিফিকেট। ৩। ইউরোপাস সিভি। আমাদের অনলাইন সাপোর্ট নেয়া সবাইকে ইউরোপাস সিভি তৈরিতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেয়া হবে। ৪। দুটি রেফারেন্স লেটার। যার একটি একাডেমিক এবং অন্যটি প্রফেশনাল। ৪। ছবি ৫। পাসপোর্ট ৬। রেসিডেন্স সার্টিফিকেট ৮। যেকোন বাংলা ডকুমেন্টের অফিশিয়াল ইংরেজি অনুবাদ প্রয়োজন হবে। সিলেকশনের ক্ষেত্রে নিমোক্ত বিষয়গুলো বিবেচনা করা হবে- মার্কস ২৫% ইংরেজি ভাষা ২০% স্প্যানিশ ভাষা ১.৫% ইটালিয়ান ভাষা ১.৫% পর্তুগিজ ভাষা ১.৫% সাইকোলজি বিষয়ক জ্ঞান ১৫.২৫% WOP-P বিষয়ক জ্ঞান ১৫.২৫% WOP-P তে অভিজ্ঞতা ৫% মোটিভেশন ৫% রিকমেন্ডেশন লেটার ১০% মোট ১০০% সময়সীমা- • ১ নভেম্বর ২০১৮ থেকে ৩১ জানুয়ারি ২০১৯ পর্যন্ত আবেদন করা যাবে। ১ ফেব্রুয়ারি ১৫ মার্চ পর্যন্ত ইন্টারভিউ পিরিয়ড। আবেদন করবেন যেভাবে অনলাইনে আবেদন করতে পারবেন এখানে। আবেদনের সময় অন্তত দুজন ফ্যাকাল্টির কনট্যাক্ট ডিটেইলস দিতে হবে। সঠিকভাবে অনলাইন আবেদন সম্পন্ন করতে আমাদের অনলাইন সাপোর্ট নিতে পারেন। এক্ষেত্রে অনাকাঙ্ক্ষিত ভুল এড়াতে আবেদনের প্রতিটি স্টেপ আমরা রিভিউ করবো। আপনার স্টেট্মেন্ট অব পারপাসও আমরা রিভিউ করবো। আমাদের সাপোর্ট ফি ১০২০ টাকা। সর্বোচ্চ তিনটি প্রোগ্রামে আবেদন করতে পারবেন ইরাসমাস মুন্ডুস স্কলারশিপের জন্য। তিনটি প্রোগ্রামের জন্য সাপোর্ট নিলে সেক্ষেত্রে ফি হবে ৩০৬০ টাকা। অনলাইন সাপোর্টের বিস্তারিত পাবেন এখানে- অনলাইন সাপোর্ট সেবা । অনলাইন আবেদনের ক্ষেত্রে খোলা বাকসো অনলাইন সাপোর্টের জন্য স্লট পেতে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করুন। ইরাসমাস স্কলারশিপের আওতাধীন প্রোগ্রামগুলো নিয়ে আমাদের অন্য লেখাগুলো পাবেন এখানে |
Archives
December 2020
Categories
All
|