স্কলারশিপ
স্কলারশিপ
  • হোম
  • নতুন আপডেট
  • হাতেখড়ি
  • আমাদের সেবাসমূহ
  • যোগাযোগ
  • আমাদের লক্ষ্য
  • হোম
  • নতুন আপডেট
  • হাতেখড়ি
  • আমাদের সেবাসমূহ
  • যোগাযোগ
  • আমাদের লক্ষ্য

অনলাইন সাপোর্ট সেবা ​

টিম খোলাবাকসো অনলাইন আবেদনের ক্ষেত্রে অনলাইন সাপোর্ট দিয়ে থাকে। স্কলারশিপের আবেদন ছাড়াও বাইরের দেশের কলেজ বা বিশ্ববিদ্যালয়ে আবেদন করার ক্ষেত্রেও এ সেবাটি নিতে পারবেন। এজন্য আমরা আন্ডারগ্র্যাজুয়েট ও মাস্টার্সের জন্য সাপোর্ট ফি ১০২০ এবং পিএইচডি ও ডক্টরালের জন্য ২০৪০ টাকা নিয়ে থাকি।


অনলাইন সাপোর্টে আমরা যেসব সেবা দিয়ে থাকি-

১। সম্পুর্ন অনলাইন ফরম সঠিকভাবে পূরণ আপনি চাইলে আমরা আপনার থেকে প্রয়োজনীয় তথ্য নিয়ে অনলাইন আবেদন করে দিবো। অথবা আপনি যদি চান আপনি নিজে আবেদন করবেন এবং আমরা আবেদনের সময় অনলাইনে থেকে আপনাকে সহায়তা করব সেটাও সম্ভব। এতে করে নির্ভুল আবেদন করার ক্ষেত্রে আপনি থাকতে পারবেন নিশ্চিন্ত।

২। সঠিক ফরম্যাট এবং সাইজে ডকুমেন্ট আপলোড অধিকাংশ আবেদনকারী ডকুমেন্ট সাইজের ব্যাপারে যত্নবান নন। অনেকে বিভিন্ন সাইজ বা ফরম্যাটে বারবার ডকুমেন্ট আপলোড করার চেষ্টা করে ব্যর্থ হোন। অনেক আবেদনের ক্ষেত্রে একাধিক ভ্যালিড ফরম্যাটের কথা উল্লেখ থাকে সেক্ষেত্রে বুঝতে পারেন না আপনার ডকুমেন্ট কোন ফরম্যাটে আপলোড করলে ভালো হয়। এ সংক্রান্ত কোনো জটিলতার সম্মুখীন হতে হবে না  আপনার ডকুমেন্টগুলো সঠিক সাইজ এবং ফরম্যাটে আছে কিনা সেটা আমরা চেক করবো। না থাকলে সঠিক সাইজ এবং ফরম্যাটে রেডি করবো।

৩। স্টেটমেন্ট অফ পারপাস/ মোটিভেশনাল লেটার/ রচনা রিভিউ আবেদনের ক্ষেত্রে আবেদনকারীকে এ জাতীয় রচনার জন্যে এক পৃষ্ঠা লিখতে হয়। এই লেখার জন্য যেসব বিষয় খেয়াল রাখা দরকার তার প্রয়োজনীয় গাইডলাইন পাবেন। আপনার রচনাটি সাবমিট করার আগে আমরা রিভিউ করবো যাতে এটির ন্যূনতম মান থাকে এবং অবাঞ্চিত ত্রুটি গুলো এড়ানো যায়। তবে লেখাটা আপনাকেই লিখতে হবে

৪। স্কলারশিপের ক্ষেত্রে বিষয় এবং বিশ্ববিদ্যালয় নির্বাচন স্কলারশিপের জন্য আবেদনের ক্ষেত্রে বিষয় এবং বিশ্ববিদ্যালয় নির্বাচনের ক্ষেত্রে ঐ দেশের সঠিক র‍্যাঙ্কিং জানানোর পাশাপাশি বিশ্ববিদ্যালয়টি শহরে নাকি গ্রামাঞ্চলে অবস্থিত, কোন বিশ্ববিদ্যালয়ে তুলনামূলক বেশি আবেদন পড়বে এবং কোন বিশ্ববিদ্যালয়ের সাথে মানিয়ে নেয়া আপনার জন্য তুলনামূলক সহজ হবে এগুলো আমাদের থেকে জানতে পারবেন। এতে করে আপনার আবেদনটি আরো গোছানো এবং পরিকল্পিত হবে। স্কলারশিপ পাওয়ার পর নতুন পরিবেশে মানিয়ে নিতেও সাছন্দ্যবোধ করবেন

৫। আবেদন ফি প্রদান আবেদনের জন্য আবেদন ফি প্রদান করার ব্যাপার থাকলে ক্রেডিট কার্ডের মাধ্যমে উক্ত ফি প্রদানের ব্যবস্থাও করে দেয়া হবে। আমাদের মাধ্যমে নিশ্চিন্তে আবেদন ফি প্রদান করতে পারবেন
​
৬। আবেদন পরবর্তি সেবা অনলাইন আবেদনের পর থেকে ফলাফল ঘোষণার আগ পর্যন্ত আবেদন সংক্রান্ত যেকোনো বিষয়ে আমাদের কাছ থেকে আপডেট নিতে পারবেন। আবেদন পরবর্তি পরীক্ষা বা ভাইভার জন্যে প্রয়োজনীয় গাইডলাইনও আমরা প্রদান করবো 

আমাদের এই সেবাটি পাওয়ার জন্য ফি ১০২০ টাকা রকেট এবং বিকাশের মাধ্যমে দিতে পারবেন। রকেটে ফি প্রদানের ক্ষেত্রে টাকা পাঠাতে হবে এই নাম্বারে- ০১৮৩৪৮৪৪৪৬২৪। বিকাশে ফি প্রদানের ক্ষেত্রে টাকা পাঠাতে হবে এই নাম্বারে- ০১৮৩৪৮৪৪৪৬২ (বিকাশ পারসোনাল একাউন্ট)।  ফি প্রদানের পর ট্রানজেকশান নাম্বার অথবা যে নাম্বার থেকে টাকা পাঠানো হয়েছে তার শেষ ৩ ডিজিট মেসেজ করে পেমেন্ট নিশ্চিত করুন।


Powered by Create your own unique website with customizable templates.