স্কলারশিপ
স্কলারশিপ
  • হোম
  • নতুন আপডেট
  • হাতেখড়ি
  • আমাদের সেবাসমূহ
  • যোগাযোগ
  • আমাদের লক্ষ্য
  • হোম
  • নতুন আপডেট
  • হাতেখড়ি
  • আমাদের সেবাসমূহ
  • যোগাযোগ
  • আমাদের লক্ষ্য

ভার্চুয়াল এসিস্টেন্স সেবা
​

আপনার উচ্চশিক্ষারক্ষেত্রে আমরা আপনার জন্য হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করবো। আমাদের এই ভার্চুয়াল এসিস্টেন্স সেবা ফি ২০৪০ টাকা। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি এই সেবার ফি যতটা সম্ভব কম রাখা যায় যাতে করে বেশি সংখ্যক শিক্ষার্থী এথেকে লাভবান হতে পারে। ২০৪০ টাকায় এই সেবাটি পাবেন পেমেন্টের দিন থেকে পরবর্তী ৬০ দিন পর্যন্ত। আমাদের টিম মেম্বার সংখ্যা সীমিত হওয়ায় একই সময়ে নির্দিস্ট সংখ্যক ক্লায়েন্টকেই এই সেবা দেয়া সম্ভব, তাই পেমেন্ট করার আগে অনুগ্রহ করে সেমুহূর্তে এই সেবাটির এভেইলেবিলিটি ইনবক্স করে নিশ্চিত হয়ে নিবেন।


এ সেবার আওতায় যা যা থাকছে-

=> মাস্টার্স প্রোগ্রামের প্ল্যানিং করার ব্যাপারে সম্ভাব্য বিভিন্ন দিকের সুবিধা-অসুবিধা এবং প্রয়োজনীয় কাউন্সেলিং
=> প্রফেসরদের মেইল খুঁজে দেয়া। মেইল পাঠানোর আগে আমাদেরকে দেখিয়ে নেয়ার সুযোগ যাতে করে অনাকাঙ্ক্ষিত কোনো ভুল না থাকে
=> প্রোগ্রামের সাথে সম্পর্কিত যেকোনো প্রশ্নের উত্তর যেটা কোনো কারণে খুঁজে পাচ্ছেন না তা আমাদের টিম খুঁজে দিবে। এতে করে আপনি আপনার মূল কাজেই পুরো সময় দিতে পারবেন।
=> আপনার প্রোফাইল ও পছন্দ অনুযায়ী অপরচুনিটি গুলো আপনাকে জানানো।

আমাদের  এই সেবাটি পাওয়ার জন্য ফি ২০৪০ টাকা রকেট এবং বিকাশের মাধ্যমে দিতে পারবেন। রকেটে ফি প্রদানের ক্ষেত্রে টাকা পাঠাতে হবে এই নাম্বারে- ০১৮৩৪৮৪৪৪৬২৪। বিকাশে ফি প্রদানের ক্ষেত্রে টাকা পাঠাতে হবে এই নাম্বারে- ০১৮৩৪৮৪৪৪৬২ (বিকাশ পারসোনাল একাউন্ট)।ফি প্রদানের পর ট্রানজেকশান নাম্বার অথবা যে নাম্বার থেকে টাকা পাঠানো হয়েছে তার শেষ ৩ ডিজিট মেসেজ করে পেমেন্ট নিশ্চিত করুন।
​


Picture
Powered by Create your own unique website with customizable templates.